প্রশাসনের হুঁশিয়ারে কমছে অপরাধের সংখ্যা কলকাতা , স্বর্ণবী বোস : শহরে ক্রাইমের পরিমাণ ক্রমশই বাড়ছে । এক উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন , নতুন বছরের প্রাক্কালে নগরীর বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে - ব্যাধিহীন আচরণ থেকে শুরু করে গাড়ি চালানো এবং ট্র্যাফিকের নিয়ম লঙ্ঘনের অভিযোগে প্রায় ৩,৬৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে । তার মধ্যে ১৪৮ জনকে অ - জামিনযোগ্য অভিযোগে , মদ্যপ অবস্থায় এবং বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অভিযোগে ৫৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। এমনকি দু ' চাকার গাড়িতে তিনজনকে নিয়ে চালানোর দায়ে ৬৫৫৪ এবং হেলমেট না পরার কারণে ১ , ২৮৯ জনকেও গ্রেপ্তার করা হয়েছে । প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে কমপক্ষে ৫০ জনকে বাছাই করা হয়েছিল , এবং ৮৩১ জনকে বিশৃঙ্খল আচরণের জন্য গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ সূএের খবর , অবৈধ অস্ত্র বহন করার জন্য একজনকে গ্রেপ্তার করা হয়েছিল , এবং চারজন রাউন্ডিজমের জন্য। এমনকি নিখোঁজ থাকা ১৪ টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।...
Posts
Showing posts from January, 2020