Posts

Showing posts from April, 2022

রাস্তায় নামল দার্জিলিং ডিস্ট্রিক্ট ক্যারিয়ার ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন

Image
  প্রবীর মন্ডল, পূর্ব বর্ধমান: ৩ দফা দাবিতে রাস্তায় নামল দার্জিলিং ডিস্ট্রিক্ট ক্যারিয়ার ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন। দার্জিলিং ডিস্ট্রিক্ট ক্যারিয়ার ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন ৩ দফা দাবি নিয়ে সোমবার সকালে শিলিগুড়ি সেবক রোডের রাস্তায় বিক্ষোভ করে, এই বিক্ষোভ চলাকালীন সিপিএম নেতা দিলীপ সিং বলেছেন যে শিলিগুড়ির সমস্ত পরিবহন মালিক শ্রমিকদের দাবি অস্বীকার করছে। 5 বারের বেশি মিটিং হয়েছে, তারপরও তার কোনো সমাধান বেরিয়ে আসেনি, তাই আজ অর্ধেক সময় কাজ বন্ধ রাখার পরে, শিলিগুড়ি শহরের সমস্ত পরিবহনের জন্য এবং তাদের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। শ্রমিকদের পক্ষ থেকে আধাদিনের টোকেন ধর্মঘট পালন করা হয়েছে, যেভাবে পণ্যের দাম বাড়ছে এবং শ্রমিকরা যেভাবে কাজ করছেন সে অনুযায়ী টাকা পাচ্ছেন না, এই বিক্ষোভের পরও পরিবহন মালিকরা যদি তাদের দাবি না মানেন তবে শ্রমিকদের সমর্থনে একটি বড় আন্দোলন করা হবে, এই প্রতিবাদ মিছিলটি শিলিগুড়ি শহরের ডন বস্কো মোড়ে সিপিআইএম অফিস থেকে শুরু হয়ে সেবক রোড হয়ে পার্টি অফিসে গিয়ে শেষ হয়। About Channel: Sothik Barta is a online news channel which covers the ent

প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের সময়সীমা পরিবর্তন করা হলো

Image
  প্রবীর মণ্ডল, পূর্ব বর্ধমান : গ্রীষ্মের তীব্র দাবদাহে জ্বলছে গোটা বাংলা। বৈশাখের মাঝামাঝিতে এখনও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মেলেনি বৃষ্টির দেখা। একেবারে নাজেহাল করা পরিস্থিতির মাঝে খবর নেই আপাতত বৃষ্টিপাতের। আর এই প্রখর দাবদাহে অসুস্থ হয়ে পড়ছে পড়ুয়ারা। তীব্র গরমের তাপ থেকে রক্ষা পেতে এবার থেকে বিদ্যালয়ের সময় সীমা পরিবর্তনের সিদ্ধান্ত নিলো পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক শিক্ষা সংসদ।  এই নির্দেশিকা জারি করা হলো মঙ্গলবার। আগামী ২৭শে এপ্রিল , শুক্রবার থেকে সকাল ৬.৩০ থেকে বিদ্যালয়ের পঠনপাঠনের কাজ শুরু হবে। সোমবার থেকে শুক্রবার সকাল ০৬:৩০ থেকে ১০:৩০ পর্যন্ত এবং শনিবার সকাল ০৬:৩০ থেকে ০৯:০০ টা পর্যন্ত বিদ্যালয় খোলা থাকবে। পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক শিক্ষা সংসদ দ্বারা জারি হওয়া নির্দেশিকায় এমনটাই জানানো হয়েছে।  জেলার প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের পঠনপাঠনের সময়সীমা কমলো পূর্ব বর্ধমান জেলায়। অত্যাধিক তাপ প্রভাবের জেরে জেলার প্রাথমিক থেকে শুরু করে নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলোর পঠনপাঠনের সময়সীমা জারি করলো পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক শিক্ষা সংসদ।  ১. সোমবার থে

যতীনদাস নগরে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার

Image
  বলোরাম বোস, কামারহাটি : কামারহাটি পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৫ নম্বর যতীন দাস নগর এলাকার এক পুকুর থেকে মৃতদেহ উদ্ধার।  সূত্রের খবর, উত্তর দমদম পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত উদয়পুর স্টেশন রোড নিমতা এলাকার বাসিন্দা ছিলেন এই মৃত ব্যক্তি। নাম শুভ মুখার্জি। বয়স তার প্রায় আনুমানিক ২৭ বছর। মানসিক ভারসাম্যহীন এই যুবককে গতকাল রাতে বাড়িতে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। তবুও বাড়ির লোকের চোখকে ফাঁকি দিয়ে দড়ি ছিঁড়ে রাত প্রায় বারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায় সে। তারপর থেকে নিখোঁজ ছিল মৃত এই ব্যক্তি। শুভ মুখার্জির নামে তার পরিবারের লোকজন আজ সকালে নিমতা থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। তারপর আজ সকালে ৫ নম্বর যতীনদাসনগর এলাকার একটি পুকুরে ভাসতে দেখে এলাকার লোকজন। মৃতদেহটি দেখতে পেয়ে শুভ মুখার্জির এক প্রতিবেশী তাকে চিনতে পারলে তার পরিবারের লোকেদের খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহটি পুকুর থেকে তুলে ঘাটের পাড়ে রোদের মাঝে দীর্ঘক্ষণ রেখে দিলে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে যায়। এর ফলে বেলঘরিয়া থানার পুলিশদের সাথে বচসাও হয় এলাকাবাসীদের। এরপর শেষমেষ বেলঘরিয়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধ

মহানগরে চালু হলো হাসপাতালের তথ্যকেন্দ্র

Image
  গোপাল দেবনাথ, কলকাতা : নন্দকুমারের মাত্র দু' বছরের শিশুর সফল লিভার প্রতিস্থাপন করে রক্ষাকর্তার ভূমিকায় কাবেরী হাসপাতাল। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের সুবর্ণ প্রামানিকের সন্তান শ্রেয়াংশ জন্মের পর প্রায়ই অসুস্থ থাকত। তার যখন বয়স দুই আচমকা খুব বমি হত শ্রেয়াংশের। সঙ্গে আরও বেশ কিছু উপসর্গ দেখা দেওয়ায় সুবর্ণ পুত্রকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে সুফল না মেশার ফলে শ্রেয়াংশকে ব্যাঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান তাঁরা। এরপর শ্রেয়াংশকে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার লিভারের অসুখ নির্ণয় হয়। পরিস্থিতি জটিল বুঝে জরুরি ভিত্তিতে শ্রেয়াংশের লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি করা হয়। সুবর্ণ নিজেই ডোনার হন। মাত্র সাত দিন পর শ্রেয়াংশকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। এখন সে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক। সদ্য গত ১৯শে এপ্রিল আন্তর্জাতিক লিভার দিবস পালিত হয়েছে। আর এই কথা মনে রেখে কাবেরী হাসপাতাল সাংবাদিক সম্মেলনে আরও কিছু সাফল্যের খতিয়ান তুলে ধরেছে। কলকাতার এলা রায় (৬৩) ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছিলেন তার থেকে লিভার সিরোসিস হয়ে যায়। তিনিও সাফল্যের সঙ্গে লিভার প্রতিস্থাপন কর

এসিস্ট্যান্ট সাব-ইঞ্জিনিয়ারের খারাপ ব্যবহারের প্রতিবাদে সোচ্চার পানিহাটি পৌরসভার কর্মীরা

Image
  বলোরাম বোস, পানিহাটি: ন্যায্য বিচারের দাবিতে পানিহাটির পৌরসভার গেট জুড়ে বিক্ষোভ কর্মীদের। পানিহাটি পৌরসভার অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার দীপায়ন রায়ের বিরুদ্ধে অশালীন ব্যবহারে অভিযোগ তোলেন পৌরসভার কর্মীরা। দীর্ঘদিন দীপায়ন বাবু খারাপ ব্যবহারের অভিযোগ জানানো হয়েছে পৌর আধিকারিকদের । তবুও তাতে কোন কাজ না হওয়ায় আজ পৌরসভার কর্মীরা কাজ বন্ধ রেখে প্রতিবাদ জানায় পৌরসভার সামনে। পানিহাটি পৌরসভার পৌর প্রধান মলয় রায়ের কাছে এই বিষয়ে তারা আবেদন জানিয়েছেন বলে জানালেন পৌর কর্মীরা। বিষয়টি সম্পর্কে পানিহাটি পৌরসভা পৌর প্রধান মলয় রায় জানালেন কর্মীদের মধ্যে সামরিক মতানৈক্য হলে আলোচনার ভিত্তিতে তা নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে কর্মীরা যোগ দিয়েছেন কাজে। About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cities and districts news. Our website:  www.sothikbartaofficial.blogspot.com Social Media Handles

নিমতায় যুবকের মৃত্যু , চিকিৎসকের বাড়িতে বিক্ষোভ

Image
নিজস্ব প্রতিবেদন, নিমতাঃ বিনা চিকিৎসায় মৃত্যু নিমতার বাসিন্দা রবীন কুন্ডু। ঘটনাটি ঘটেছে নিমতার আলিপুর মোড়ের কুমারটুলি এলাকায়। গতকাল সকালে বাজারে বেরিয়ে অসুস্থ বোধ করলে স্থানীয়রা তাকে তড়িঘড়ি করে বাড়িতে নিয়ে আসে। স্থানীয় এক ডাক্তার গৌরব রায়কে খবর দেওয়া হলেও সে আসে না। বারংবার তাকে ডাকা হলেও আসতে আপত্তি জানায়। পরবর্তীতে রবীন কুন্ডুর শরীরের অবস্থার অবনতি হতে থাকলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই যুবকের। বছর ২৫ এর যুবক রবীন কুন্ডুর মৃত্যু ঘিরে রনক্ষেত্রের আকার নেয় গোটা এলাকা। চিকিৎসক গৌরব রায়ের বাড়ির সামনে মৃতদেহ নিয়ে বেশ খানিকক্ষন চলে বিক্ষোভ। ভাঙচুর চালানো হয় চিকিৎসক গৌরব রায়ের বাড়িতে।  মৃত যুবক রবীন কুন্ডু এক সময় চিকিৎসক গৌরব রায়ের সাথে কাজ করেছেন। অথচ বহু বার তাকে ফোন করে অসুস্থতার কথা জানালেও একবারও আসে না সে। চিকিৎসকের গাফিলতিতেই মৃত্যু হলো যুবকের। অভিযোগ স্থানীয়দের। ঘটনার তদন্তে নিমতা থানার পুলিশ।  About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, cri

সকালে বেলদার এগরা রাজ্য সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা

Image
সুমিত মজুমদার, বেলদাঃ শনিবার সকালে বেলদার এগরা রাজ্য সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। বেলদা এগ্ররা রাজ্য সড়কে সড়ক দুর্ঘটনা, আহত অনেক বাস যাত্রী। সুত্রের খবর, একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় । এই ঘটনায় বাসের ভিতরে থাকা অনেক যাত্রী আহত হন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধার কার্যে এগিয়ে আসে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বিশেষ সূত্রে জানা গিয়েছে,  আজ সকাল সাতটা নাগাদ এগরা সংলগ্ন এলাকায় একটি নয়াজুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। এই ঘটনার পর স্থানীয় এলাকার বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধারের জন্য এগিয়ে আসে, তারাই পুলিশকে খবর দেয়। ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে নোয়াজুলি থেকে বাসটি থেকে উদ্ধার করে। স্থানীয় মানুষদের সহযোগিতায় দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। ওই বাসটির চালক পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। About Channel: Sothik Barta is a online ne

চমকপ্রদক বর্ষবরণ আগরপাড়া ক্রীড়া সংস্থার

Image
দীপঙ্কর সমাদ্দার, আগরপাড়াঃ আগরপাড়ায় বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে আগরপাড়া ক্রীড়া সংস্থা অনুষ্ঠিত করল এক বর্ণাঢ্য চমকপ্রদ বর্ষবরণ উৎসব ।।নববর্ষের দিন সকালবেলা উর্বী সংস্থার সহযোগিতায় এক বৃক্ষরোপন অনুষ্ঠান দিয়ে শুরু হয় ,প্রবীণ কিছু মানুষেরা নবীন গাছ লাগিয়ে "গাছ লাগান প্রাণ বাঁচান " এক সুন্দর মেসেজ দিলেন ।। মূল অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যাবেলা সম্পূর্ণ বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন এক জনসমুদ্র আকার ধারণ করেছিল, মানুষের ভিড়ে তিল ধারণের জায়গা ছিল না।। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিহাটি পৌরসভা পৌর প্রধান মলয় রায় সহ বিভিন্ন ওয়ার্ডের নবনির্বাচিত পৌর পিতা ও পৌর মাতা রা। প্রত্যেকে সংস্থার পক্ষ থেকে সম্মানিত করা হয় ।পৌর পিতা হিমাংশু দেব জানালেন আগরপাড়া তে বাংলার সংস্কৃতিকে প্রবাহিত করতে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্থা ,এই জন্য তিনি সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন।। এছাড়াও এলাকার বিভিন্ন গুণী মানুষদের সম্মানিত করা হয়।। অনুষ্ঠানের সঞ্চালনার জন্য মঞ্চ আলোকিত করলেন  সুকন্ঠ অধিকারী ও বাচিক শিল্পী সুখেন্দু রায়।। "আগরপাড়া শিঞ্জণ" নাচের স্কুলের শিল্পীরা অসাধারণ নৃত্য অনুষ্ঠান পর

সম্পন্ন হলো রণবীর আলিয়ার বিয়ে

Image
অরিন্দম নন্দী, মুম্বই, মহারাষ্ট্র : এতদিন ধরে রণবীর অর আলিয়ার প্রেম নিয়ে নানান আলোচনা আর গুজবের বন্যা বয়ে যেত। আর আজ সেই রণবীর-আলিয়ার চার হাত এক হয়ে গেল।  আজ মুম্বইয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুভ বিবাহ সম্পন্ন হচ্ছে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের। আগামী ১৭ তারিখে মুম্বইয়ের তাজ হোটেলে একটি মেগা রিসেপশন পার্টি দেওয়া হয়েছে। চাঁদের হাট বসবে সেই রিসেপশনে।  আজ দুজনের বিয়ের অনুষ্ঠানে দেখতে পাওয়া গেল নীতু কাপুর, রিদ্ধিমা কাপুর সাহনী, করিনা কাপুর খান, করিশমা কাপুর, সোনি রাজ্দান, শাহিন ভাট, লব রঞ্জন, করণ জোহর, অয়ন মুখার্জি সহ অন্যান্য পারিবারিক বন্ধু ও আত্মীয়দের। সন্ধ্যে সাতটার সময় নব দম্পতির ফটো সেশন শুরু হওয়ার কথা রয়েছে। About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cities and districts news. Our website:  www.sothikbartaofficial.blogspot.com Social Media Handles: Facebook: https://www.faceboo

বেসরকারি স্কুলগুলির দাদাগিরির বিরুদ্ধে পথে নামলো UGA

Image
  সঞ্জয় মন্ডল, কলকাতা :- গত কয়েক দিন ধরেই বেসরকারি স্কুল গুলোর দাদা গিরি দেখছে রাজ্যের সাধারন মানুষ। বেসরকারি স্কুল গুলি বারে বারে  প্রমাণ করেছে তারা শুধুই শিক্ষার ব্যাবসা করে, সমাজিক কোনো দায়িত্ব তাদের নেই।এমন কি মহামান্য হাইকোর্ট এর রায় কে তারা বুড়ো আঙুল দেখতে ভয় পায় না। বেসরকারি স্কুলগুলোর এই আচরণে নিরুপায় হয়ে পথে নেমে অন্দোলন করতে বাধ্য হোল অভিভাবক সংঘটন United Guardian'sAssociation .হাইকোর্টের রায় অনুযায়ী ৮০% ফি দেওয়া সত্বেও বেশ কিছু বেসরকারি স্কুল পড়ুয়াদের ক্লাস করতে অনুমতি না দেওয়ার প্রতিবাদে এবং বেসরকারি স্কুলগুলোর দৌরাত্ম্য কে নিয়ন্ত্রণের জন্য রাজ্যে একটি আইন প্রণয়ন ও রেগুলেটরি বডি তৈরির দাবিতে দেওয়া আজ united Guardians' Association এর আহ্বানে শতাধিক অভিভাবকের এক মিছিল ধর্মতলার মেট্রো চ্যানেল থেকে শুরু হয়ে মৌলালি পর্যন্ত যায়। এই মিছিলে ভুক্তভোগী পড়ুয়াদের অভিভাবকরা ছাড়াও কলকাতা ও শহরতলীর বহু স্কুলের অভিভাবকরা অংশগ্রহণ করেন। ইউনাইটেড গার্ডিয়ান্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য বলেন, " করোনা পরিস্থিতিতে মহামান্য কলকাতা হাইকোর্ট যে রা

বেজিং নতুন বানিজ্যিক সড়কপথ তৈরি করছে

Image
  অরিন্দম নন্দীঃ এবার ভারতের সীমান্তের খুব কাছাকাছি জায়গা দিয়েই পূর্ব দিক দিয়ে চীন রাস্তা বানিয়ে বাংলাদেশে ঢুকতে চাইছে। এই বিষয়ে তারা একটি নতুন ডিজাইনও তৈরি করেছে।এর আগে ভারতের প্রবল আপত্তি থাকা সত্বেও পাক অধিকৃত কাশ্মীরের ওপর দিয়ে চীন থেকে পাকিস্তান পর্যন্ত বানিজ্যিক সড়ক বানিয়েছিল চীন। বেজিং এবার একটা বানিজ্যিক সড়কপথ তৈরি করছে, যা দিয়ে তারা মায়ানমার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। তাদের উদ্দেশ্য বাংলাদেশের মাধ্যমে বঙ্গোপসাগরে পৌঁছানো। বঙ্গোপসাগরের ওপর কর্তৃত্ব কায়েম করা। এর আগে ভুটানের ডোকালাম দিয়েও তারা বঙ্গোপসাগরের দিকে এগোতে চেয়েছিল। একইভাবে চীন পাকিস্তানকে ব্যবহার করে আরব সাগরে পৌঁছাতে পেরেছে। চীনের টার্গেট ছিল আরব সাগর, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর। পাকিস্তানের ওপর দিয়ে হাই ওয়ে তৈরি করে তারা ইতিমধ্যেই আরব সাগরে পৌঁছে গিয়েছে। শ্রীলঙ্কাকে ঋণ দেওয়ার শর্তে এমন পর্যুদস্ত করে তুলেছে যে সেই দেশের এখন দেউলিয়া হওয়ার জোগার। কিছু বন্দর অঞ্চলের দখল নিয়েছে চীন। সুতরাং ভারত মহাসাগরে পৌঁছানোও প্রায় পাকা হয়ে গিয়েছে। এরপর বাংলাদেশের ওপর দিয়ে যদি বঙ্গোপসাগরেও পৌঁছে যায় চীন, তাহলে দক্ষিন চীন সাগরের

এক ফোনে সমাধানে প্রস্তুত রিষড়া

Image
  নিজস্ব প্রতিবেদন, রিষড়াঃ মানুষের পরিষেবায় দুয়ারে সরকার নিয়ে এলো এক ফোনে সমাধান কর্মসূচী। একটি মাত্র ফোন করলেই মিটে যাবে যে কোন সমস্যা। এই প্রতিশ্রুতি নিয়ে রিষড়া পৌরসভার উদ্যোগে শুরু হলো এক ফোনে সমাধান কর্মসূচীর কাজ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় "দিদিকে বলো" কর্মসূচীর ন্যায় হুগলী জেলার রিষড়া পৌরসভার নবগঠিত পৌরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র সূচনা করলেন "এক ফোনে সমাধান" কর্মসূচীর। এই উদ্বোধনী অনুষ্ঠানে পৌরপ্রধান জানান, যদিও রিষড়া পৌরসভার অন্তর্গত এলাকায় পৌর পরিসেবা সংক্রান্ত কোনো রকম সমস্যা নেই তবুও  মানুষ যাতে কোনোরকম অসুবিধার সম্মুখীন না হন তার জন্য ই এই প্রকল্প। তিনি বলেন এই প্রকল্পের আওতায় ২৪x৭ ঘন্টা পরিসেবা পাওয়া যাবে।   ৮৬১৭৭০৩৪৭৮  এই নম্বরে ফোন করে পুর-নাগরিকরা তাদের সমস্যার কথা জানালেই সংশ্লিষ্ট দপ্তর সমস্যা র সমাধানে সচেষ্ট হবে। তিনি আরো জানান তিনি নিজে ৭দিন বা ১৫ দিন অন্তর প্রকল্প সংক্রান্ত কাজ তদারকি করবেন, মানুষের সমস্যা কে নিজের সমস্যা মনে করে সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে সমস্যা সমাধানে সচেষ্ট হবেন পুর কর্মীরা। Abo

রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

Image
শ্রেয়া বসু, কলকাতাঃ ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের সঙ্গে সংঘাতের পথে হেঁটেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। যে কোনও বিষয় নিয়ে রাজ্য সরকার, প্রশাসনকে কাঠগড়ায় তোলেন তিনি। বারবার রাজভবনে তলব করেন প্রশাসনের শীর্ষ স্থানীয় আধিকারিকদের। কিন্তু রাজ্যের কোনও বিল সই করছেন না ধনকড়। এ নিয়ে সোমবার, নবান্নে সাংবাদিক বৈঠক থেকে তাঁর রাজ্যপালের বিরুদ্ধে কড়া আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। তিনি বলেন, রাজ্যের উন্নতি হোক সেটা চাইছেন না রাজ্য়পাল। সে কারণে রাজ্যের উন্নয়নে জরুরি বিলে সই না করে আটকে রেখে আধিকারিকদের ডেকে পাঠিয়ে সময় নষ্ট করছেন তিনি। মমতা বলেন, লোকায়ুক্ত বা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বিল আটকে রেখেছেন ধনকড়।   মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্যপাল সমান্তরাল শাসন চালাতে চাইছেন। মমতা বলেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গেও এই বিষয়ে তাঁর কথা হয়েছে। সেখানেও রাজ্যপালকে দিয়ে রাজ্য সরকারকে বিরক্ত করছে কেন্দ্র। বিজেপি-বিরোধী রাজ্যগুলির ক্ষেত্রে কেন্দ্র এই ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করেন মমতা।  যদিও মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরেই তাঁর বিরুদ্ধে ওঠা অভ

প্রতিপক্ষ কোরিয়ান চয় জি হুনকে হারিয়ে লক্ষ্য ভেদ লক্ষ্য সেনের

Image
অরিন্দম নন্দী, সুনচেওন, দক্ষিন কোরিয়াঃ  অসাধারণ কাম ব্যাক করলেন ভারতীয় শাটলার লক্ষ্য সেন। গতবছর ব্যাডমিন্টন খেলে বিশ্ব চ্যাম্পিয়ানশিপে দেশকে পদক এনে দিয়েছিলেন লক্ষ্য সেন। আবারও প্রতিপক্ষ কোরিয়ান চয় জি হুনকে হারিয়ে দেশের হাতে জয়ের পতাকা লক্ষ্যের কবলে। দুর্ধস্য খেলে প্রতিপক্ষ কোরিয়ান চয় জি হুনকে ১৪-২১, ২১-১৬,২১-১৮ গেমে হারিয়ে দিলেন লক্ষ্য। প্রথম গেমে হেরে গিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিলেন লক্ষ্য। কেননা লক্ষ্য নিজে বিশ্বের ৯ নম্বর শাটলার। অথচ প্রতিপক্ষ স্থানীয় ছেলেটি বিশ্ব তালিকা অনুযায়ী ৪৯৮ নম্বর খেলোয়াড়। প্রথম গেমে ১৪-১৪ স্কোরে টাই হয়। এরপর প্রতিপক্ষ চয় জি হুন পর পর ৭ টি পয়েন্ট নিয়ে গেমে পকেটস্থ করে নেয়। পরের দুই গেমে অবশ্য নিজের স্বাভাবিক খেলার ছন্দে ফিরতে দেখা যায় লক্ষ্য সেনকে। পর পর দুটি গেম অনায়াসে জিতে নেন তিনি। লক্ষ্য সিঙ্গলসে জিতলেও সর্বোপরি ভারতীয় শাটলারদের জন্যে আজকের দিনটা বোধ হয় খুব ভাল নয়। আজ পুরুষদের ডাবলসে ভারতীয় জুটি কৃষ্ণ প্রসাদ গরগা ও বিষ্ণু বর্ধন গৌর পঞ্জালা প্রতিপক্ষ ইন্দনেশিয়ার প্রমুদ্ধ কুসুমবর্ধন এবং এরেমিয়া এরিক এওচে ইযাকব রামবিতানের কাছে ১৪-২১ ও ১৯-২১ গেমে হেরে যান। পুর

পুরুষদের অধিকারে সরব নারীরা

Image
  সঞ্জয় মন্ডল, কলকাতা: পুরুষদের অধিকারের লড়াই এ এবার পথে নামলো নারীরা। পথে ঘাটে , মাঠে ময়দানে এতদিন নারীদের অধিকার নিয়ে লড়াই অন্দোলন , মিটিং , মিছিল , পথসভা সহ নানা ধরণের কর্মসূচি দেখতেই অভ্যস্ত ছিল সাধারন মানুষ ।গত কয়েক দিন আগে দেখা ছবির সম্পুর্ণ ভিন্ন ছবি বাংলা তথা হুগলি জেলার মানুষ। পুরুষ এর অধিকার এবং নারীর আইনি অধিকার কে অপব্যবহার করে পুরুষের হয়রানির বিরুদ্ধে পথে নামলো মেয়েরাই।পশ্চিমবঙ্গের অন্যতম সর্ববৃহৎ পুরুষ অধিকার সংগঠন অভিযান এর পক্ষ থেকে হুগলি জেলায় সাধারণ মানুষের মধ্যে পুরুষ অধিকার নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে একটি পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হলো।  রাজ্য কার্যকরি সভানেত্রী পৌলমী দাস জানান "আমাদের সংগঠন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় পুরুষ অধিকার নিয়ে কাজ করে চলেছে।" নারী সুরক্ষার জন্য যে আইন গুলো রয়েছে সেগুলো আজ ব্যাপক অপব্যবহার হচ্ছে। নিরাপরাধ পুরুষদেরকে মিথ্যা মামলায় জেল খাটতে হচ্ছে। দেশে মহিলা কমিশন মহিলা মন্ত্রণালয় ইত্যাদি থাকলেও পুরুষদের জন্য কোন পুরুষ কমিশন নেই। আমাদের সংগঠন সেই কারণেই লিঙ্গনিরপেক্ষ পুরুষ কমিশনের দাবি জানিয়ে রাজ্যজুড়ে পুরুষ অ