Posts

Showing posts from November, 2023

আদিত্য বিড়লা বাণীভারতী'র ৬৪ তম বার্ষিক অনুষ্ঠান 'LUCENCY'

Image
  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মিলনের বাঁশির সুরে হৃদয় মোহিত করা এক অনুষ্ঠান উপহার দিল হুগলি জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আদিত্য বিড়লা বাণীভারতী তার ৬৪ তম বার্ষিক অনুষ্ঠান 'LUCENCY' তে। গতকাল  সোমবার ২৭ নভেম্বর, ২০২৩ কলকাতার সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে। প্রতিষ্ঠানের পথপ্রদর্শক আদিত্য বিমো বিড়লার্জীকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে প্রতিষ্ঠানের প্রধান কান্ডারী মাননীয় অধ্যক্ষ শ্রী গৌতম সরকার মহাশয় ও কো -অর্ডিনেটর মাননীয়া শ্রীমতী সুচিস্মিতা দে মহাশয়ার নির্দেশনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলুড় মঠের পরম শ্রদ্ধেয় স্বামী বেদাতীতানন্দ মহারাজ এবং  বিশিষ্ট অভিনেতা ও সংগীতশিল্পী শ্রী সাহেব চট্টোপাধ্যায়। এছাড়া কলকাতা ও তৎসংলগ্ন স্কুলের অধ্যক্ষ মহাশয়দেরও এই বার্ষিক দিবসের অনুষ্ঠান উপলক্ষে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধেয় অধ্যক্ষ মহাশয় এবং সমন্বয়কারী ম্যাডাম প্রতিষ্ঠানের সম্মানিত অতিথি মহোদয় স্বামী বেদাতিতানন্দ জি মহারাজ এবং শ্রী সাহেব চট্টোপাধ্যায়কে উষ্ণ অভ্যর্থনা জানান এবং সকলে একসাথে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন

National Press Day

Image
  On National Press Day, what 'BARD' writes on AI's role in media landscape By- Banibrata Datta  National Press Day is observed on November 16 every year in India to commemorate a free and responsible press. Along with the entire country, National Press Day is observed in Tripura in line with the theme for National Press Day 2023 - “Media in the Era of Artificial Intelligence”.  The State-level program has been held in Agartala where a seminar on the central theme of the Day will be organized today evening. It was on this day that the Press Council of India started functioning as a moral watchdog to ensure that the press maintains high standards and is not fettered by any influence or threats. Since the year 1997, the Council has commemorated the day in a significant way through seminars with relevant themes.  With for the first time, Artificial Intelligence taking center stage in charting out the present and future course of an already diverse media landscape, Google's

গ্রাম ও শহরের কবিদের মেলবন্ধনে উন্মোচন হল ফুলকি পত্রিকা

Image
  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মধ্য কলকাতার ত্রিপুরা হিত সাধনী সভাকক্ষে এক সান্মাসিক পত্রিকা 'ফুলকি' -এর যাত্রা শুরু হল। প্রদীপ প্রজ্জ্বলন এবং উদ্বোধনী সঙ্গীত দিয়ে এই অনুষ্ঠানের শুভ সুচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি আরণ্যক বসু, উপস্থিত ছিলেন, প্রানী ও মৎস্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শান্তনু বেরা, বিশিষ্ট সমাজসেবী তথা মানবদরদী বিদ্যুৎ কুমার দিন্দা, সাংবাদিক ও লেখক অপূর্ব দাস, অধ্যাপক দেবপ্রসাদ পাল সহ প্রমুখ । বিভিন্ন জেলা থেকে কবি সাহিত্যিকরা এসেছিলেন এই অনুষ্ঠানে। এই প্রসঙ্গে newssundarban.com এবং ফুলকি পত্রিকার সম্পাদক তাপস পাল বলেন, গ্রাম ও শহরের কবিদের মেলবন্ধন হল এই পত্রিকার মূখ্য উদ্দেশ্য। আমাদের এই পত্রিকায় শুধু আমাদের দেশ নয় বিদেশ থেকে ও কবিদের লেখায় সমৃদ্ধ হয়েছে এই ফুলকি। এটি newssundarban.com এর আরো একটি অংশ।পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজল দাস সিনহা।

মার্লিনের সেরা পুজো -২০২৩” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Image
  সায়ন দেবনাথ , কলকাতা: ভারতের শীর্ষ স্থানীয় রিয়েল এস্টেট সংস্থা মার্লিন গ্রুপ গত ৪ নভেম্বর শনিবার প্রিন্সটন ক্লাবে "মার্লিনের সেরা পুজো- ২০২৩" আয়োজন করেছিল। এই নিয়ে ৫ তম বর্ষে পা দিল। বিভিন্ন হাউজিং কমপ্লেক্সের বাসিন্দাদের উৎসাহের সাথে দুর্গা পূজার আয়োজন ও উদযাপন করতে মার্লিন গ্রুপ ২০১৯ সালে "মার্লিনের সেরা পুজো" প্রতিযোগিতা শুরু করেছিল। প্রতি বছরের মতো মার্লিন গ্রুপ কলকাতা, হাওড়া এবং হুগলির মোট ১৭টি কমপ্লেক্স জুড়ে পূজা পরিক্রমার আয়োজন করেছিল। বিশিষ্ট জনপ্রিয় টলি অভিনেত্রী অপরাজিতা আঢ্য, অভিনেত্রী উশষী রায় এবং দিতিপ্রিয়া রায় মহাষষ্ঠী মহাসপ্তমী এবং মহাষ্টমীতে কলকাতা, হুগলি এবং হাওড়া জুড়ে মার্লিন হাউজিং অ্যাপার্টমেন্টগুলিতে পরিক্রমা করেছিলেন। এদিনের অনুষ্ঠানে মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শ্রী সাকেত মোহতা এবং মার্লিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মোহতার উপস্থিতিতে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। “মার্লিনের সেরা পুজো পুরস্কার ২০২৩”-এ সোদপুরের হাউজিং কমপ্লেক্স মার্লিন ম্যাক্সিমাস এই বছর প্রথম পুরস্কার এবং ৫০,০০০/- টাকা নগদ পুরস্কার জিতেছে।

ইন্দিরা গান্ধীর ৪০ তম প্রয়াণ দিবস পালন

Image
  সৃঞ্চিণী পোদ্দার, বেলঘরিয়া: রক্তে মাখা ৩১শে অক্টোবর। এই দিনেই দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রয়াত হন। তার বন্ধুকের গুলিতে গোটা শরীর ঝাঁঝরা হয়ে যায় এই দিনেই। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪০ তম প্রয়াণ দিবস  উদযাপন করা হয়।  ১৯৬৬ সালে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বচিত হন৷ ১৯৭১ সালে সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যক ভোট পেয়ে ইন্দিরা গান্ধী দ্বিতীয় বারের মত প্রধানমন্ত্রী হিসেবে  নির্বাচিত হন ৷ তার অদম্য সাহসিকতায় এবং তার লড়াকু শক্তিতে দেশের প্রধানমন্ত্রীর আসনে বসে দেশ শাসন করেছেন। তার ৪০ তম প্রয়াণ দিবসকে সামনে রেখে বেলঘরিয়া হিন্দুস্থান মিল গেটের সামনে এক স্মরণ সভার আয়োজন করা হয়। কংগ্রেস নেতা সোমনাথ সরকারের তত্বাবধানে সম্পন্ন হয় এই দিনের এই অনুষ্ঠান। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছবিতে মাল্যদান করে তার অবদান এবং ভূমিকা নিয়ে বিশেষ বক্তব্য পেশ করেন উপস্থিত অতিথিরা। এই দিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএনটিউসি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক দিব্

ওড়িশি আশ্রমের পরিচালনায় সম্পন্ন হলো চন্দ্রকলা নৃত্য উৎসব

Image
  শুভ ঘোষ, কলকাতা: কলকাতা আই,সি,সি,আর গ্যালারিতে ওড়িশে আশ্রমের সৌজন্যে গুরু গিরিধারী নায়েক চন্দ্রকলার ডান্স একাডেমির পক্ষ্য থেকে ২য় তম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন সম্পাদিকা সুজাতা নায়েক।এই অনুষ্ঠানে অনেক দূর দূর থেকে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছেন ওড়িশি নৃত্যে সঙ্গীতে অংশগ্রহণ হতে।বাংলার বুকে ওড়িশি নৃত্যে একটা অন্যরকম স্থান করে বাংলার জনগণের মন কেড়েছে।এই অনুষ্ঠানে যারা বিশিষ্ট অতিথি ছিলেন সুজাতা মহাপাত্র নৃত্যশিল্পী,মীনাক্ষী মিশ্র আই.সি.সি.আর. নির্দেশক,দেবাশীষ মন্ডল রবীন্দ্রভারতী (ডিন),ডঃ অমৃতা দত্ত( অধ্যক্ষ), তমালিকা নায়েক ও সুজাতা নায়েক সম্পাদিকা (চন্দ্রকলা ডান্স একাডেমি) এছাড়া অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।