Posts

Showing posts from January, 2023

পুলিশদের উদ্যোগে রক্তদান শিবির কর্মসূচি পালন

Image
  নিজস্ব প্রতিবেদন, মানিকতলা: যারা আইনের রক্ষক। তারা এবার মানবিকতার পরিচয় দিতেন রক্তদান শিবির কর্মসূচি পালনের মধ্য দিয়ে। কলকাতা পুলিশের উদ্যোগে 'উৎসর্গ' নামে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মানিকতলা থানায় রক্তদান শিবিরের আয়োজন করে কলকাতা পুলিশের কমিউনিটি পুলিসিং উইং। মোট ৭৫ জন রক্তদাতা রক্তদান করেন।  রক্তদান কেন্দ্র পরিদর্শনে যান ডেপুটি কমিশনার অফ পুলিশ (ইস্ট সুবার্বান ডিভিশন) প্রিয়ব্রত রায়, আইপিএস ও ডেপুটি কমিশনার অফ পুলিশ ২ (ইস্ট সুবার্বান ডিভিশন)  অরুময় মুখার্জী। তাঁরা সাক্ষাৎ করেন রক্তদাতাদের সঙ্গে এবং তাদের অনুপ্রাণিত করেন। রক্তের চাহিদা মেটাতে এইদিনের এই প্রচেষ্টা অব্যাহত। এইদিন সমস্ত পুুলিশ কর্মীদের কাজের ফাঁকে মানুষের প্রাণ বাাঁচাতে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল মানুষেরাও। 

শিক্ষার জন্য দৌড়, স্বাস্থ্যের জন্য দৌড়

Image
দেবু রায় চৌধুরী, বারাসাত: ক্ষমতায়নের একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বারাসতের কিংস্টন এডুকেশনাল ইনিস্টিটিউট । শিক্ষার জন্য দৌড়,স্বাস্থের জন্য দৌড়।২৩ জানুয়ারি '২০২৩ সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত অনুষ্ঠিত এই পর্বটি পরিচালিত হবে সংস্থার সম্পাদক উমা ভট্টাচার্য ও সভাপতি তপন ভট্টাচার্য দ্বয়ের যৌথ উদ্যোগে।  অনুষ্ঠান প্রাঙ্গণ বারাসত মিলনী সংঘের কলোনী মোড়ের মাঠ।সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই অনুষ্ঠানে ছিলেন টলিউড জগতের সোহিনী সরকার, দেবশ্রী রায়, আবীর চ্যাটার্জি , প্রাক্তন ক্রীড়াবিদ জ্যোতির্ময়ী শিকদার, প্রাক্তন ফুটবলার দিপেন্দু বিশ্বাস প্রমুখ। একটি সংগৃহীত তহবিল গড়ে তোলা হয়েছে সমাজের দুর্বল শ্রেণীর মানুষদের জন্য l

লিট্টি চোখা উৎসব পালন

Image
  শুভ ঘোষ, কলকাতা: উত্তর কোলকাতা পোস্তায় বাঙালির ১২ মাসের আরও একটা পার্বণের মধ্যে হিন্দি ভাষীদের লিট্টি চোখা উৎসব পালন করা হয়। মূলত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর-কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শ্রীমতি শশী পাঁজা,পরিবহন মন্ত্রী সান্তুনুসেন,প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সী,রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য,সায়নী ঘোষ তৃণমূল নেত্রী,ভাটপাড়া বিধায়ক অর্জুন সিং, অনেক অতিথি বর্গ আজকের এই মূলত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বারানসীর আদলে গঙ্গারোতী এবার কালনাগিনী নদীবক্ষে

Image
  শুভ ঘোষ, কাকদ্বীপ: বারানসি ও হরিদ্বারের আদলে এবার দক্ষিণ ২৪ পরগণা জেলার কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় গঙ্গার শাখা নদী কালনাগিনী নদীবক্ষে শুরু হল সমবেত গঙ্গারতি। ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে  মকর সংক্রান্তি উপলক্ষে পরপর তিন দিন গঙ্গা আরতির আয়োজন হয়েছে  গিরিরচক গ্রামের বাঁশতলা খেয়াঘাটে।  শতশত ভক্তের উপস্থিতিতে পতিত  পাবনী গঙ্গার মহিমা জনসাধারনের মধ্যে ছড়িয়ে দিতে পবিত্র তীর্থ ভূমি গঙ্গাসাগর থেকে কয়েক  কিলোমিটার দুরে এই অভিনব গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়। সঙ্ঘের প্রাণপুরুষ পরমাত্মা স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৮তম আবির্ভাব বর্ষকে পাথেয় করে একদিকে পবিত্র গঙ্গাসাগর তীর্থভূমি ও তীর্থযাত্রীকে সুরক্ষিত রাখতে শতশত স্বেচ্ছাসেবক সন্ন্যাসীদের নিরলস সেবার সাথে কালনাগিনী নদীবক্ষে এই অভিনব আরতির সাথে ১২৮জন মায়েরা পবিত্র গঙ্গাবক্ষে ১২৮টি ঘটে জল দিয়ে অভিষেক করেন! পরপর তিনদিন ধরে এই পবিত্র গঙ্গা আরতিতে এক হাজার একটি প্রদীপ প্রজ্জলন করে গঙ্গায় ভাসানো হয়,  ১২৮টি ধূণাচি ও ১২৮টি মশাল নিয়ে এই পবিত্র গঙ্গা আরতি করা হয়। এই আরতি দর্শন করার জন্য কালনাগিনী নদীর

জলের পাইপ লাইনের জন্য রাস্তায় ধস , নির্বিকার প্রশাসন

Image
  সঞ্জয় মন্ডল , বাঁকুড়া :পানীয় জলের পাইপ লাইন অপরিকল্পিত ভাবে বসানোর ফলে  বড়জোড়া ব্লকের মালিয়াড়া তে মালিয়াড়া - দুর্গাপুর ব্যারেজ ভায়া মেটালী রাস্তার প্রায় ২০০ মিটার ধসে যায়। প্রশাসন নির্বিকার। এই রাস্তা দিয়ে দুর্গাপুরে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন সাইকেল, মোটর সাইকেল, ছোট গাড়িতে যাতায়াত করেন। এর ফলে শিশু থেকে ছাত্র ছাত্রী, গাড়ি দুর্ঘটনার কবলে পড়ছে। অন্যদিকে পানীয় জল সরবরাহ বন্ধ। আজ খবর পেয়ে এলাকায় ছুটে যান  C. P. I. (M) বড়জোড়া এরিয়া সম্পাদক সুজয় চৌধুরী, এরিয়া সদস্য ভারত বন্ধু ব্যানার্জী, সজল খাঁ প্ৰমুখ। সুজয় চৌধুরী বড়জোড়া র বিডিও ও পুলিশ ইন্সপেক্টর, মালিয়াড়া ফাঁড়ির আধিকারিক কে জানান। স্থানীয় বাসিন্দারা আবেদন করেন। পার্টি এরিয়া কমিটির পক্ষ থেকে বিডিও কে জানানো হয় ২৪ ঘন্টার মধ্যে সারাই ও ব্যবস্থা না হলে রাস্তা অবরোধ সহ বৃহত্তর আন্দোলন হবে বলে লিখিত জানান।

ওরা উৎসবের সাথে গঙ্গা উৎসব উৎযাপন পানিহাটিতে

Image
বলোরাম বোস, সোদপুরঃ পানিহাটি একতা মঞ্চের উদ্যোগে পি বি হাট রোড অঞ্চলে বিশ্ব শান্তি ও একতা পরিবেশ গঠনের উদ্দেশ্য নিয়ে আয়োজন করা হয়। ওরা উৎসব ও গঙ্গা আরতি উৎসব উৎযাপনে এইদিন সম্পন্ন হয় এই অনুষ্ঠান। ঘুড়ি ওড়ানোর মধ্যে দিয়ে এইদিনের এই মহোৎসবের সূচনা করেন পানিহাটি পৌরসভার পৌর প্রধান মলয় রায় । এছাড়াও উপস্থিত ছিলেন বাগবাজার রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী গোকুলানন্দজী মহারাজ, পানিহাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজা আহমেদ সহ বিশিষ্ট জনেরা। এইদিনের এই ঘুড়ি ওড়ানোর মহোৎসবের মধ্য দিয়ে একতার বার্তা দিতে চাইছেন উদ্যোক্তারা। তাদের দাবি স্বাধীনতা আন্দোলনের সময় যেভাবে পশ্চিমবঙ্গ অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল ঘুড়ি ওড়ানোর এই মহোৎসবের মধ্যে দিয়ে আবারো দেশজুড়ে একতার বার্তা শুরু হল আজ থেকে।

আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে সম্পন্ন হল সর্বদলীয় বৈঠক

Image
বানীব্রত দত্ত, ত্রিপুরাঃ মিশন জিরো পোল ভায়লেন্সকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যের অন্তর্গত শান্তির বাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য প্রতিনিয়ত কাজকরেযাচ্ছে। বিধানসভা নির্বাচনে যাতে করে কোনো প্রকার অপ্রতিকর ঘটনানাঘটে ও লোকজন যেন উৎসবের মেজাজে ভোটদান করতে পারে তারইপ্রয়াস চালিয়েযাচ্ছে মহকুমা শাসক। যে কোনো সময় বিধানসভা নির্বাচনের ঘোষনা হয়েযেতে পারে।   নির্বাচন ঘোষনার পরবর্তী সময় কি কি করনীয় প্রয়োজন।  প্রাসন কি কি পদক্ষেপ গ্রহন করবেন তার সম্পর্কে অবগত করারজন্য সোমবার শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে শান্তির বাজার মহকুমার সব কয়টি দলের নেতৃত্বদের নিয়ে এক আলোচনাসভার আয়োজন করাহয়।  আলোচনার মাধ্যমে মহকুমা শাসক নির্বাচনের বিধিনিশেষ সম্পর্কে সকলকে অবগতকরেন।  এই আলোচনাসভার মাধ্যমে বিভিন্নদলের নেতৃত্বরা উনাদের বিভিন্নধরনের প্রশ্ন উপস্থাপন করেন।  মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য সকলের প্রশ্নের উত্তর প্রদানকরেন।  আলোচনা সভা শেষে আজকের এই অনুষ্ঠানের মূল আলোচ্যবিষয় সম্পর্কে সংবাদমাধ্যমকে জানান মহকুমা শাসক।

দীঘা থেকে আর বাড়ীতে ফেরা হলো না আলির

Image
  সঞ্জয় মন্ডল, বাঁকুড়া :  বাঁকুড়া জেলার বড়জোড়া থানার পখন্না গ্রামের ১০জন বন্ধু একটি বোলেরো  গাড়ী করে দীঘায় পিকনিক করার জন্যে রওনা দেয়। দীঘায় সারাদিন আনন্দ করে বোলেরো গাড়ী টি দীঘা থেকে বাঁকুড়ার পখন্না ফিরে আসার জন্য রওনা দেয় গত কাল সন্ধ্যা 6 নাগাদ। রওনা হওয়ার ঘন্টা দেড়েক এর মধ্যেই মেদিনীপুর জেলার বেলদার কাছাকাছি একটি জায়গায় একটি বাঁশ বোঝাই ট্রাক সজোরে এসে ধাক্কা মারে বোলেরো গাড়ী টিকে। ঘটনাস্থলেই মারা যায় বোলেরো থাকা আলি মির্জা। বোলেরোতে থাকা বাকি ৯ জন অল্প বিস্তর আঘাত পেলেও গুরুতর আহত হয়নি কেউ। প্রত্যেকেই ঘটনাস্থল থেকে নিজেদের বাড়ী ফিরে এসেছে বন্ধু হারানোর বেদনা নিয়ে। গোটা গ্রামেই শোকের ছায়া নেমে এসেছে। আলিও ফিরছে , তবে শববাহী গাড়িতে লাশ হয়ে।

পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের কর্মবিরতি পালন

Image
  সঞ্জয় মন্ডল ও দেবনাথ মোদক, বাঁকুড়া: পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন খাতড়া ইউনিট কর্মবিরতি পালন করলো। আজ শুক্রবার বিভিন্ন দাবিতে খাতড়া ইউনিট খাতড়খ মহাকুমা আদালতে কর্মবিরতি পালন করে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে ল ক্লার্ক এক্ট অনুযায়ী রাইট টু অ্যাক্ট চালু করা, প্রতিটি আদালতে ও ভূমি সংস্কার দফতরের ল ক্লার্কের বসার ব্যবস্থা করা, সরকারিভাবে ল ক্লার্ক দের জন্য ওয়েলফেয়ার ফান্ড গঠন করা সহ আরো বেশ কয়েক দফা দাবিতে এদিন আদালত চত্বরে ও খাতড়া শহরে ল ক্লার্ক অ্যাসোসিয়েশন খাতড়া ইউনিটের সদস্যরা বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে খাতড়া ভূমি সংস্কার দপ্তরে বিভিন্ন দাবিতে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয় বলে অ্যাসোসিয়েশন পক্ষ থেকে জানানো হয়।

শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ভারতের প্রথম ইন্টারেক্টিভ কনসেপ্ট স্টোর ‘ব্রিলিয়ান্ট সাউন্ড গ্যালাক্সি

Image
  গোপাল দেবনাথ, কলকাতা: হিয়ারিং এইড শিল্পের অন্যতম অগ্রণী সংস্থা সিগনিয়া এবং  পূর্ব ভারতের একটি বিখ্যাত চেইন অফ হিয়ারিং ক্লিনিক সি সি সাহা লিমিটেড, যৌথ ভাবে  'ব্রিলিয়ান্ট সাউন্ড গ্যালাক্সি (বিএসজি)' সূচনার কথা ঘোষণা করেছেন।  এটি ভারতে এই ধরণের একটি প্রথম স্টোর, যেখানে মানুষ সেলফ স্ক্রিনিং এর মাধ্যমে নিজেরাই নিজেদের শ্রবণশক্তির সমস্যাগুলি আবিষ্কার করতে পারবেন, এবং  শ্রবণযন্ত্রের (হিয়ারিং এইডের) সাহায্যে লাইভ শোনার অভিজ্ঞতা নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন তাদের প্রয়োজনীয় হিয়ারিং এড সম্পর্কে।  এই উন্নত  পরিকাঠামোর সাহায্যে শ্রবণ সমস্যার নিরাময় হবে আরো ভালো ভাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) অনুমান অনুসারে, ভারতে প্রায় 63 মিলিয়ন লোক অর্থাৎ ভারতীয় জনসংখ্যার 6.3% মানুষ উল্লেখযোগ্য শ্রবণ প্রতিবন্ধকতায় ভুগছেন। স্টোরটি উদ্বোধন করেন সিভান্তোস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী অবিনাশ পাওয়ার ও সি সি সাহা লিমিটেড এর অন্যতম অধিকর্তা শ্রী বিক্রম সাহা। ব্রিলিয়ান্ট সাউন্ড গ্যালাক্সি হলো শ্রবণ সমস্যার সুচিকিৎসার জন্য অত্যাধুনিক  ইন্টারেক্টিভ কেন্দ্র। এক ছাদের

সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে বিজেপির নাকড়াকোন্দা অঞ্চল সম্মেলন

Image
  শুভেন্দু রায়, বীরভূম: আসন্ন ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচন এবং আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ভারতীয় জনতা পার্টি তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে শুরু করেছে অঞ্চল ভিত্তিক কর্মী সম্মেলন।আজ মঙ্গলবার,দুবরাজপুর বিধানসভার ২ নম্বর মন্ডলের অধীনস্থ নাকরাকোন্দা অঞ্চলের ভাদুলিয়া গ্রামে অনুষ্ঠিত হয়  কর্মী সম্মেলন।  এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবমোর্চার সর্বভারতীয় সহসভাপতি তথা দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা, জেলার ওবিসি মোর্চার সভাপতি সুখময় গড়াই, বীরভূম সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক টুটুন নন্দী, সম্পাদক সঞ্জীব বাদ্যকর, দুবরাজপুর বিধানসভার কনভেনর সুকুমার নন্দী ,খয়রাশোল ব্লক কনভেনার মন্ত্রীরাম ঘোষ, কো-কনভেনার প্রদীপ রুইদাস, মণ্ডল সভাপতি রথিলাল সিংহ সহ বিভিন্ন স্তরের জেলা,মন্ডল ও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ও কর্মীবৃন্দ।