সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে বিজেপির নাকড়াকোন্দা অঞ্চল সম্মেলন

 


শুভেন্দু রায়, বীরভূম: আসন্ন ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচন এবং আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ভারতীয় জনতা পার্টি তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে শুরু করেছে অঞ্চল ভিত্তিক কর্মী সম্মেলন।আজ মঙ্গলবার,দুবরাজপুর বিধানসভার ২ নম্বর মন্ডলের অধীনস্থ নাকরাকোন্দা অঞ্চলের ভাদুলিয়া গ্রামে অনুষ্ঠিত হয়  কর্মী সম্মেলন।

 এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবমোর্চার সর্বভারতীয় সহসভাপতি তথা দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা, জেলার ওবিসি মোর্চার সভাপতি সুখময় গড়াই, বীরভূম সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক টুটুন নন্দী, সম্পাদক সঞ্জীব বাদ্যকর, দুবরাজপুর বিধানসভার কনভেনর সুকুমার নন্দী ,খয়রাশোল ব্লক কনভেনার মন্ত্রীরাম ঘোষ, কো-কনভেনার প্রদীপ রুইদাস, মণ্ডল সভাপতি রথিলাল সিংহ সহ বিভিন্ন স্তরের জেলা,মন্ডল ও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ও কর্মীবৃন্দ।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো