Posts

Showing posts from January, 2022

খুকুমণি সিঁদুর-আলতার পক্ষ থেকে সংবাদপত্র বিক্রেতাদের স্যানিটাইজার প্রদান

Image
গোপাল দেবনাথ , কলকাতা: করোনা অতিমারীর তৃতীয় ঢেউ এখনও চলছে এই বিশ্বজুড়ে। করোনা অতিমারীর ভ্যাকসিন এর দুটো ডোজ নিয়েও মানুষ শান্তিতে নেই। বহু মানুষ আজও ডাবল ভ্যাকসিন নিয়েও করোনা আক্রান্ত হচ্ছেন। বহু সংস্থা সাধারণ মানুষের হাতে ইতিমধ্যে তুলে দিয়েছে মাস্ক সহ হ্যান্ড স্যানিটাইজার। এই বাংলার আলতা ও সিঁদুরের প্রখ্যাত ব্র্যান্ড ৫০ বছরের খুকুমণি সিঁদুর-আলতার পক্ষ থেকে সংবাদপত্র বিক্রেতাদের হাতে তুলে দেওয়া হল হ্যান্ড স্যানিটাইজার। করোনাকালে সংবাদপত্র বিক্রেতাদের দৈনন্দিন জীবনে নিজেদের সুরক্ষার কথা ভেবেই সংস্থার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হলো বলে জানালেন সংস্থার ডাইরেক্টর অরিত্র রায় চৌধুরী। এই দিন অরিত্র রায় চৌধুরী প্রথম হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন সংবাদপত্র বিক্রেতা হেমন্ত প্রধানের হাতে। এর পরে বহু  সংবাদপত্র বিক্রেতাদের হাতে হ্যান্ড স্যানিটাইজার তুলে দেওয়া হয়। এই মহতী উদ্যোগে সংবাদপত্র বিক্রেতারা সকলেই খুশি বলে জানা গেল। About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are pre

বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস উদযাপন

Image
  সৃঞ্চিনী পোদ্দার, বারাসাত : সারা দেশ জুড়ে ৭৩ তম দেশের প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। প্রতি বছরের ন্যায় এ বছরেও বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালন করা হয় এ দিনটি। বারাসাত জেলা তৃনমূল কার্যালয়ের সামনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়।  এই করোনা কালের মাঝে সকলকে সচেতন করতে একটি সচেতনতা যাত্রার আয়োজন করা হয়। পথচলতি মানুষদের মাঝে বিতরণ করা হয়। বাইক রেলির মাধ্যমে এই সচেতনতা যাত্রার আয়োজন করা হয়। বারাসাত জেলা তৃনমূল কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই যাত্রাপথ। বারাসাত জেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এইদিন।  এই করোনাকালের মাঝে যেসব পরিবারে ঠিকমত সংসার চলছে না সেই সমস্ত পরিবারের মানুষদের শীতবস্ত্র এবং কম্বল উপহার হিসেবে তুলে ধরা হয় । তার সাথে উপহার হিসেবে লুঙ্গি, শাড়ি এবং বাচ্চাদের রকমারি খাবার ও প্রদান করা হয়।  পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিন এই দিন আর এই অনুষ্ঠান শুরু করা হয়। রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ পতাকা উত্তোলন করেন। এই দিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলীয় কর্মী

কোন্নগর সিপিআই-এমএল লিবারেশনের উত্তরপাড়া থানা এরিয়া কমিটির উদ্যোগে প্রজাতন্ত্র দিবস উৎযাপন

Image
নিজস্ব প্রতিবেদন, কোন্নগরঃ  ২৬ শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবস। ৭৩ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনটি উৎযাপন করলেন সিপিআই-এমএল লিবারেশনের উত্তরপাড়া থানা এরিয়া কমিটির সদস্যরা। কোন্নগর ২ নং কলোনি বাজার মোড়ে এই করোনাকালের মাঝে ভিড় এড়াতে গোনা কয়েক দলীয় কর্মীদের নিয়ে এইদিনটি পালন করা হয়।    কোন্নগর সিপিআই-এমএল লিবারেশনের উত্তরপাড়া থানা এরিয়া কমিটির উদ্যোগে স্বাধীনতা এবং গণতন্ত্র, বহুত্ববাদ, ধর্মনিরপেক্ষতা ও দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সাংবিধানিক অধিকার রক্ষার শপথ গ্রহণ কর্মসূচি সংগঠিত হয়। মোদী সরকারের জাতীয়তাবাদের কথার মধ্যে দিয়ে দেশ বিক্রি এবং ভোটার পরিচয়পত্র সহ সবকিছু নথিপত্রের সঙ্গে আধার সংযোগের অন্যায় সরকারী ষড়যন্ত্রের মাধ্যমে নাগরিক অধিকার কেড়ে নেওয়ার মারাত্মক চেষ্টাকে সবরকম ভাবে রুখে দেওয়ার আহ্বান রাখা হয় জনতার উদ্দেশ্যে। কয়েকজন পথচলতি মানুষ নিজ আগ্রহে এগিয়ে এসে বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন । কোন্নগর সিপিআই-এমএল লিবারেশনের উত্তরপাড়া থানা এরিয়া কমিটির আহ্বান যথার্থ বলে কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।  About Channel: Sothik Barta is a online

বহরমপুরে The C.P.D.R এর উদ্যোগে নেতাজির ১২৫তম জন্মজয়ন্তি বর্ষ উৎযাপন

Image
নিজস্ব প্রতিবেদন, বহরমপুরঃ নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৫তম জন্মদিবস উৎযাপনে মাতলেন দেশবাসী। বিভিন্ন প্রান্তে প্রান্তে ২৩শে জানুয়ারি এই দিনটিকে পালন করা হয়। সেই একই রকম ভাবে প্রতি বছরের ন্যায় এবছরেও বহরমপুরে কমিটি ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটসের পক্ষ থেকে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের।  বহরমপুরে কমিটি ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটসের পরিচালনায় আয়োজিত নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৫তম জন্মদিবস পালনের অনুষ্ঠানের পাশাপাশি এক জেলা সন্মেলনেরও আয়োজন করা হয়।  এইদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটি ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটসের রাজ্য সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য্য, জেলা সম্পাদক আবুল হাসান আল মামুন, জেলা সভাপতি সুরেন , স্থানীয় তৃনমূল নেতা অশোক দাস, ডালিয়া বেগম সহ কমিটির সকল সদস্যরা। এই করোনা কালের মাঝে সমস্ত নিয়ম নিধি মেনে গোনা কয়েক সদস্যদের নিয়ে আয়োজন করা হয় এই দিনের এই ঘরোয়া অনুষ্ঠানের।  About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are pres

চলে গেলেন শিল্পী ওয়াসিম কপুর

Image
নিজস্ব প্রতিবেদন , কলকাতা: ফের নক্ষত্রপতন। ৭১ বছর বয়সে কলকাতার নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিত্রশিল্পী ওয়াসিম কাপুর। ওয়াসিম কাপুরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে। তুলিতে টান দিতে দিতে কাটে শৈশব। ১৯৫১ সালের ৩রা জানুয়ারি লখনউতে জন্মগ্রহন করেন শিল্পী ওয়াসিম কাপুর। মাত্র ৬মাস বয়সে দুর্ঘটনার জেরে শৈশব কাটে বিছানায় শুয়ে । জানলা দিয়ে বাইরের পরিবেশ , যান চলাচল দেখে খাতার পাতায় ধরে রাখতেন সমস্ত দৃশ্য।  বাবার কাছে ছোট্ট শিল্পী ওয়াসিমের আবদার ছবি আঁকার। ছেলের আবদার মেটালে পরবর্তীতে অসুস্থ ওয়াসিম শুয়ে শুয়েই একের পর এক দুর্ধর্ষ ছবি আঁকতেন। পড়ে একের পর এক দেবী প্রসাদ চৌধুরী, অতুল বসু, মকবুল ফিদা হুসেন, পরিতোষ সেনদের মতো স্বনামধন্য শিল্পীদের সান্নিধ্যে আসেন তিনি।   প্রখ্যাত চিত্রশিল্পী ওয়াসিম কাপুরের তুলির টানে রেঙেছে দেশ বিদেশ । চিত্রশিল্পীর চিত্রকলা দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও পাড়ি দিয়েছে বহুবার। ভারতের সংসদ ভবন, উর্দু অ্যাকাডেমী, ললিতকলা অ্যাকাডেমী সর্বত্রই স্থান পেয়েছে তাঁর শিল্পকলা।  আজ সকালে সকাল ১১.৪৫ নাগাদ কলকাতায় নিজের বাসভবনে ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে প্রয়া

ওয়্যাটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শঙ্কুদেব পাণ্ডা

Image
 নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ বঙ্গ বিজেপির যুব মোর্চার যে’কটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সবগুলি থেকেই ‘লেফট’ নিলেন শঙ্কুদেব পাণ্ডা। বেশ কিছুদিন ধরে দলীয় কোনো কর্মসূচীতে দেখতে পাওয়া যাচ্ছিলো না তাঁকে। দলের সঙ্গে ক্রমশই দুরত্ব বাড়ছিল শম্ভুদেব পান্ডার। এই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। তাহলে কি আবারও দলে ফিরছেন তিনি? ২০১৯এ ভোটের আগে আগে তৃনমুল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শম্ভুদেব। একসময় তৃনমুল ছাত্র পরিষদের সভাপতি পদে ছিলেন তিনি। তারপর দল ত্যাগ করেছিলেন শম্ভুদেব পান্ডা। সুত্রের খবর, দলে কোনো গুরুত্বপুর্ন পদে ছিলেন না তিনি। দলীয় কোনো পদে তার নাম না থাকায় গ্রুপ ছাড়েন শম্ভু। তবে কি দলে ফিরছেন তিনি? এই নিয়ে আলোচনা এখন রাজনৈতিক মতাদর্শদের একাংশের।  About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cities and districts news. Our website:  www.sothikbartaofficial.blogspot.com Social Media

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে এসআইও'র প্রতিবাদ সভা

Image
  বিশ্বজিৎ মন্ডল,মালদা: অবিলম্বে রাজ্যজুড়ে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার  দাবিতে রবিবার হরিশচন্দ্রপুর-২ নং ব্লকের করিয়ালি বাজারে পথসভা করে বিক্ষোভ দেখালেন এসআইও সংগঠনের সদস্যরা।এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে তিন ঘণ্টা ধরে চলে বিক্ষোভ।প্রতিবাদে সামিল হল এলাকার ছাত্র-ছাত্রী থেকে শুরু করে জনসাধারণরা। তাদের আন্দোলনকে পুরোপুরি ভাবে সমর্থন জানিয়েছে শিক্ষকরাও। মালদা জেলা এসআইও সংগঠনের সভাপতি আমেরুল ইসলাম জানান করোনাবিধি মেনে ৫০% ছাত্র ছাত্রী নিয়ে স্কুল,কলেজ খোলার দাবি জানান। দীর্ঘ দুই বছর ধরে স্কুল বন্ধ থাকার কারণে দেশ জুড়ে বাড়ছে শিশু শ্রম। অভাবের তাড়নায় লেখাপড়ায় ইতি টেনে স্কুল-ছুট হচ্ছে প্রচুর সংখ্যক শিক্ষার্থী। রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট বলছে বিশ্ব জুড়ে প্রায় ৬০ কোটি শিশুর শিক্ষাজীবন এই অতিমারীর জাঁতাকলে শেষ। একদিকে প্রবল দারিদ্রতা, তারওপর লকডাউনে কাজ হারিয়ে দুবেলা খেয়ে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়ছে দেশ তথা রাজ্যের সেই বড় অংশের শ্রমজীবী মানুষের। আর অন্যদিকে বাড়ছে অপুষ্টির হার। দিনের পর দিন মিডিডে মিলের পরিমাণ কমছে। মেয়েদের অল্প বয়সে বিয়ের সংখ্যা বাড়ছে। ডিজিটাল পড়াশোনার সাথে পাল্লা দিতে না পেরে অকালে

আপনার করনীয় কি কি??????

Image
করোনার তৃতীয় ঢেউয়ে কম সময়ের মধ্যে অসংখ্য মানুষ আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।সচেতনতা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত করোনা প্রতিরোধ এবং মৃত্যু ও রুখে দিতে পারে। জেনে নিন কিভাবে সম্ভব - 1)  কি কি সমস্যায় কোভিড টেস্ট (RTPCR/RAT)করা দরকার? ১ জ্বর ২ কাশি  ৩ গন্ধ চলে যাওয়া ৪ দুর্বল  ৫ ডায়রিয়া  ৬ গায়ে ব্যথা/মাথা ব্যথা  2) রিপোর্ট পজিটিভ হলে করণীয় কি? রিপোর্ট পজিটিভ হলে শতকরা ৮৫ থেকে ৯০ জন মানুষের কোনো রকম লক্ষণ ছাড়াই তারা সামলে ওঠে। কিন্তু বাকি১০- ১৫ জনের ক্ষেত্রে নানা রকমের জটিলতা দেখা দিতে পারে। তবে সকলকে হাসপাতালে ভর্তি হবার দরকার ও নেই। এদের একটা অংশের চিকিৎসা বাড়িতেই বা নিকটবর্তী সেফ হোমে সম্ভব। 3) বাড়িতে কাদের রাখা সম্ভব? ●কোভিড পজিটিভ কিন্তু কোন সমস্যা নেই(Mild Disease)। ●বয়স ৫০ এর নীচে এবং কোন কো-মরবিডিটি নেই। ●বাড়িতে আলাদা ঘর ও বাথরুম আছে ও দেখাশোনার লোক। ●24×7 ঘন্টা একজন qualified ডাক্তারের সাথে ফোনে যোগাযোগ এর ব্যবস্থা থাকতে হবে। 4) কোন রোগী সেফ হোমে যাবে ? ●বাড়িতে আলাদা থাকার মত ঘর বা দেখাশোনার কেউ নেই । ●বয়স ৫০ এর বেশি এবং একটি কো-মরবিডিটি আছে। ●বয়স যাই হোক দুটো কো-মরবিডিটি আছে

পুরুনীয়ায় সমবায় মেলা

Image
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: চারদিনব্যাপী সমবায় মেলা অনুষ্ঠিত হল সম্প্রতি অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার প্রান্তিক গ্রাম পুরুনীয়াতে। বেলাবরুনীয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে আয়োজন ছিল বিপুল। ২৬ ডিসেম্বর স্বেচ্ছায় রক্তদান শিবির দিয়ে মেলার শুভ সূচনা। রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাষ্ট্রপতি-পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন পুরস্কার প্রাপক প্রধান শিক্ষক ও রবীন্দ্র গবেষক ড. বিবেকানন্দ চক্রবর্তী। রক্তদান শিবির উদ্বোধনের পূর্বে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের প্রাক্তন ডাইরেক্টর ও বেগুনিয়া ক্ষেত্রমোহন বিদ্যাপীঠ-এর প্রাক্তন যশস্বী শিক্ষক ক্ষিতীন্দ্র মোহন সাহু। সমবায় ব্যাংকের পতাকা উত্তোলন করেন বেলাবরুনীয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির সভাপতি প্রশান্ত প্রামাণিক। এইদিন সন্ধ্যায় এক আবেগঘন পরিবেশে সমবায় সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় পুরুনীয়ার ভূমিপুত্র তথা জাতীয় শিক্ষক ড. বিবেকানন্দ চক্রবর্তীকে। এদিনের দীক্ষান্ত ভাষণ দেন ড. চক্রবর্তীর শিক্ষক ক্ষিতীন্দ্র মোহন সাহু। সন্ধ্যেবেলায় তীরভূমি

প্রধানমন্ত্রীর ওপর হামলার প্রতিবাদে বিজেপির প্রতিবাদ

Image
  নিজস্ব প্রতিবেদন, ব্যারাকপুর : পাঞ্জাবের তান্দিতে প্রধানমন্ত্রীর কনভয় এর ওপর হামলার প্রতিবাদে প্রতিবাদে সরব বিজেপি।  রাজ্যের বিভিন্ন প্রান্ত জুড়ে এদিন প্রতিবাদে সরব বিজেপি কর্মীরা। সেই মত নদীয়া জেলা উত্তর এর ভারতীয় জনতা পার্টির কর্মীদের নিয়ে এলো প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। ব্যারাকপুর স্টেশন চত্বর থেকে চিরিয়া মোর পর্যন্ত মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। গোনা কয়েক যুব মোর্চার কর্মীদের নিয়ে চলে এই মিছিল।  পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে তার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় প্রতিবাদে সোচ্চার বিজেপি কর্মীরা। About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cities and districts news. Our website:  www.sothikbartaofficial.blogspot.com Social Media Handles: Facebook: https://www.facebook.com/sothikbarta/ Youtube : https://www.youtube.com/channel/UCSGK... Twitter: https://twitter.com/S

আশাপুরে যুবকবৃন্দের উদ্যোগে সচেতনায় পথে নামলো বিশিষ্টরা

Image
  বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- আতঙ্ক নয়,সচেতন হন। এই স্লোগানকে সামনে রেখে আশাপূর যুবক বৃন্দ দের উদ্যোগে   অঞ্চলের বিশিষ্ট জনেদের সঙ্গে নিয়ে সচেতনতা প্রচার চালান। রাস্তায় পথ চলতি মানুষ ও ব্যবসায়ীদের সতর্কতার পাশাপাশি মাস্ক বিলি করেন। উপস্থিত ছিলেন মাথুর অঞ্চলের কৃষাণ সেলের সভাপতি দেবব্রত খাঁড়া, বিশিষ্ট সমাজ সেবী কার্তিক গাঙ্গুলি সহ আশাপুর সকল যুবক বৃন্দরা I বিশিষ্ট সমাজ সেবী কার্তিক গাঙ্গুলি বলেন ফের করোনার বাড়বাড়ন্ত,তার মধ্যে অমিক্রণের আতঙ্ক, মাস্কই একমাত্র পথ, এই মহামারীতে লাগাম পরানোর জন্য,মানুষ এখনও উদাসীন। দেবব্রত খাড়া তিনিও বলেন আমরা এখনও সচেতন না হলে তার মূল্য চোকাতে হবে। আমরা মানুষকে সচেতন হওয়ার আবেদন জানাচ্ছি। এই অঞ্চলের মানুষ বিশেষ ভাবে সচেতন। তবু্ও আরও সতর্ক হওয়ার প্রয়োজন দেখা দিয়েছে। About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cities and districts news. Our website:  w

আগামীকাল থেকে বন্ধ থাকবে পার্ক স্ট্রীট উড়ালপুল

Image
নিজস্ব প্রতিবেদন, পার্কস্ট্রীটঃ আগামীকাল অর্থ্যাৎ ৭ই জানুয়ারি রাত ১০টা থেকে আগামী ১১ই জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে পার্ক স্ট্রীট উড়ালপুল। উড়ালপুলের ভারবহন ক্ষমতা পরীক্ষা নিরিক্ষা করার জন্যে গতকাল রাত থেকেই বন্ধ রাখা হয়েছে সেতুটি। সরকারি তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, আগামীতে যাতে বড়ো কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্যে তৎপর হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে ।  কলকাতার অন্যতম ব্যস্ততম এই সেতুটি। বন্ধ থাকার জেরে নিত্যযাত্রীদের যথেষ্টই ভোগান্তির শিকার হতে হচ্ছে। জানা যাচ্ছে, পার্ক স্ট্রীট উড়ালপুলের ভারবহন ক্ষমতা পরীক্ষা নিরিক্ষা করার মাধ্যমে এই প্রকল্পের কাজ শুরু করা হলো। এর পর একে একে গড়িয়াহাট, চিৎপুর লকগেট থেকে শুরু করে দমদম নাগের বাজার উড়ালপুল সংস্কারের কাজে আগামীতে এইভাবে বন্ধ রাখা হতে পারে। তবে নিত্যযাত্রীদের যাতায়াতে খুব বেশি যাতে অসুবিধা না হয় তার জন্যে ৮ ঘন্টার মধ্যে এ জে সি বোস উড়ালপুলের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।    About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, t

মেনে নিতে পারে করোনার তৃতীয় ঢেউ এর পালা

Image
  **মেনে নিতে পারি মহামারীর তৃতীয় ঢেউয়ের পালা মেনে নিতে পারি বেকারত্বের জ্বালা , মেনে নিতে পারি শিক্ষার অবনতি  হোক গে সমাজের কোনো ক্ষতি ; মদ-গাঁজা-ড্রাগ ছাড়া নেই ভাই বাঙালির কোনো গতি।** - ✍️ সৌগত দত্ত , রাজনৈতিক বিশ্লেষক করোনা আবহে বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান । খোলা আছে বার-রেস্টুরেন্ট থেকে নাইটক্লাব সব । ইতিমধ্যে এই নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে । অনেক নিন্দা -সমালোচনা এবং ট্রোলের ঝড় বইছে নেটদুনিয়ায় । আর তার মাঝেই উঠে এলো চাঞ্চল্যকর তথ্য , মদ বিক্রিতে নতুন রেকর্ড করেছে রাজ্য । সংবাদমাধ্যমে দেওয়া রাজ্য আবগারি দপ্তরের তথ্য থেকে জানা গেছে বড়োদিন - নিউ ইয়ারের মরশুমে  ৯ দিনে বিক্রি হয়েছে ৬৫০ কোটি টাকার বেশি মদ । অর্থাৎ প্রতিদিন গড়ে ৭০-৭৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছে , যা আগের বছরের বড়োদিন - নিউ ইয়ার এবং এমনকি দুর্গাপূজার মরশুমের রেকোর্ডকেও নাকি ছাড়িয়ে গেছে ‌। যদিও আগের বারের বড়োদিন ও নিউ ইয়ারের মরশুমে কিছুটা কড়া কোভিড বিধিনিষেধ এবং এবারের  লাগামছাড়া উন্মত্ততাকে এর কারণ হিসেবে ধরে নেওয়া যেতে পারে । কিন্তু বড়োদিনের প্রায় এক সপ্তাহ আগে , ২০২১ এর ১৮  ড

আই লিগে বড় জট, করণায় আক্রান্ত ৪৬ জন

Image
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: আপাতত আই লিগ অথৈ জলে। কারণ কলকাতায় জৈব সুরক্ষা বলয় ফাটল ধরেছে। এবারের আই লিগ আপাতত ছয় সপ্তাহ স্থগিত রাখার সিদ্ধান্ত নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কারণ কলকাতার নিউটাউনের তিনটি হোটেলে ১৩ টি টিম রয়েছে, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হোটেলে করোণা আক্রান্ত সংখ্যা বেশি। ফেডারেশন সূত্রে সংবাদমাধ্যমকে কত জনের করোনা হয়েছে তার না জানালেও ,সূত্রের খবর রবিবার পর্যন্ত ফুটবলার কোচ এবং সাপোর্ট স্টাফ মিলিয়ে অন্তত ৪৬ জন পজিটিভ । রিয়েল কাশ্মীর টিমের প্রায় কুড়ি জন আক্রান্ত এই রোগে। ফুটবল ফেডারেশন জানিয়েছেন পাঁচই জানুয়ারি সব টিমের ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের rt-pcr টেস্ট করা হবে, যারা নেগেটিভ তারা টিম হেটেল ছেড়ে চলে যাবেন আর যারা পজিটিভ হবেন তারা কোয়ারেন্টাইনে থাকবেন আর  আট তারিখ থেকে টিম গুলোর খরচ নিজেদেরকে বহন করতে হবে ফেডারেশন জানিয়েছে ।এদিকে করণা বাড়বাড়ন্ত হওয়ায় আইএফএ তাদের মেয়েদের ফুটবল লিগ কন্যাশ্রী সপ্তাহের জন্য পিছিয়ে দিল ।কন্যাশ্রী কাপ শুরু হওয়ার কথা ছিল আগামী ৫ই জানুয়ারি থেকে। About Channel: Sothik Barta is a online news channel which covers the ent

শ্রেয়া পান্ডের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ সিবিআই এর

Image
নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ রোজভ্যালি কান্ডে মন্ত্রী সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডের বিরুদ্ধে চার্জশিট পেশ করলো ভুবনেশ্বর আদালত। রোজভ্যালি থেকে প্রায় ১৩ কোটি টাকা তছরুপের অভিযোগের ভিত্তিতে মন্ত্রি সাধন পান্ডের মেয়ে মডেল তথা অভিনেত্রী শ্রেয়া পান্ডের নামে আজ ভুবনেশ্বর আদালতে চার্জশিট পেশ করলো সিবিআই।  সংস্থার পক্ষ থেকে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ করা হলেও তা সমস্তটাই অস্বীকার করেছেন মন্ত্রী সাধন পান্ডের মেয়ে মডেল শ্রেয়া পান্ডে। সিবিআই সুত্রের খবর, সল্টলেক থেকে মন্দারমণিতে সংস্থার অফিস স্থানান্তরের সময় কয়েক কোটি টাকা নিয়েছিলেন তিনি। তবে টাকা লেনদেনের কোনো রকম তথ্য নেই বলে দাবি করেছেন মন্ত্রী সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডের ।  About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cities and districts news. Our website:  www.sothikbartaofficial.blogspot.com Social Media Handles: Facebook: https://www.f

শতবর্ষ উৎযাপনে সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয়ের ইতিহাসে অভিনব উদ্যোগ

Image
নিজস্ব প্রতিবেদন, জলপাইগুড়িঃ ১৯২১ সালে সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল তারপর শতবর্ষ পূরণ হল২০২১ সালে । কিন্তু কোভিড ও লকডাউনের কারণে শতবর্ষ উপলক্ষ্যে কোনো বিশেষ অনুষ্ঠান বিদ্যালয়ের পক্ষ থেকে করা সম্ভব হয় নি।  সেক্ষেত্রে বিদ্যালয়ের অভিভাবকদের দাবি ছিল বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষ্যে ছাত্রদের জন্য কিছু একটা করা হোক। সেই দাবি কে মান্যতা দিয়ে সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রত্যেক ছাত্রের জন্য একটি করে ভালো বড় স্কুলব্যাগ উপহার দেওয়ার ব্যবস্থা করা হয়। ইতিপূর্বে ছাত্রদের গারজিয়ানদের নিয়ে মিটিং করে বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয়ের ১০০ বছরের ইতিহাসে এই প্রথম এতবড় উদ্যোগ নেওয়া হল। প্রত্যেক ছাত্রের জন্য বড় স্কুল ব্যাগ উপহার প্রদান। আজ বিদ্যালয়ের ছাত্রদের অভিভাবকদের হাতে মিড ডে মিল সামগ্রী, নতুন শ্রেণির পাঠ্যপুস্তক, মডেল অ্যাকটিভিটি প্রশ্নপত্র তুলে দেওয়া সাথে ছাত্রদের জন্য এই স্কুলব্যাগ তুলে দেওয়া হয়।  বিদ্যালয়ের শতবর্ষকে স্মরণে রেখে এই স্কুলব্যাগ গুলোতে বিদ্যালয়ের লোগো লাগিয়ে দেওয়া হয়। এই