আপনার করনীয় কি কি??????

করোনার তৃতীয় ঢেউয়ে কম সময়ের মধ্যে অসংখ্য মানুষ আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।সচেতনতা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত করোনা প্রতিরোধ এবং মৃত্যু ও রুখে দিতে পারে। জেনে নিন কিভাবে সম্ভব -


1)  কি কি সমস্যায় কোভিড টেস্ট (RTPCR/RAT)করা দরকার?

১ জ্বর

২ কাশি 

৩ গন্ধ চলে যাওয়া

৪ দুর্বল 

৫ ডায়রিয়া 

৬ গায়ে ব্যথা/মাথা ব্যথা 


2) রিপোর্ট পজিটিভ হলে করণীয় কি?


রিপোর্ট পজিটিভ হলে শতকরা ৮৫ থেকে ৯০ জন মানুষের কোনো রকম লক্ষণ ছাড়াই তারা সামলে ওঠে।

কিন্তু বাকি১০- ১৫ জনের ক্ষেত্রে নানা রকমের জটিলতা দেখা দিতে পারে। তবে সকলকে হাসপাতালে ভর্তি হবার দরকার ও নেই। এদের একটা অংশের চিকিৎসা বাড়িতেই বা নিকটবর্তী সেফ হোমে সম্ভব।


3) বাড়িতে কাদের রাখা সম্ভব?

●কোভিড পজিটিভ কিন্তু কোন সমস্যা নেই(Mild Disease)।

●বয়স ৫০ এর নীচে এবং কোন কো-মরবিডিটি নেই।

●বাড়িতে আলাদা ঘর ও বাথরুম আছে ও দেখাশোনার লোক।

●24×7 ঘন্টা একজন qualified ডাক্তারের সাথে ফোনে যোগাযোগ এর ব্যবস্থা থাকতে হবে।

4) কোন রোগী সেফ হোমে যাবে ?


●বাড়িতে আলাদা থাকার মত ঘর বা দেখাশোনার কেউ নেই ।

●বয়স ৫০ এর বেশি এবং একটি কো-মরবিডিটি আছে।

●বয়স যাই হোক দুটো কো-মরবিডিটি আছে।

● Mild Disease.


5) Mild Disease- কি ?


●কোন কো-মরবিডিটি নেই।

●হালকা জ্বর (১০০.৪°F এর নিচে)।

●শ্বাসকষ্ট নেই।

●Spo2 স্বাভাবিক (95% এর উপরে)।

● মিনিটে শ্বাস-প্রশ্বাস ২২ এর কম।

● মানসিক অবস্থা স্বাভাবিক এবং BP (Systolic) ১০০ এর বেশি)।


6) কো-মরবিডিটি কি ?

● বয়স ৬০ এর বেশি 

●সুগার (Diabetes Mellitus)

● প্রেসার (Hypertension/IHD)

●COPD, 

● কিডনির সমস্যা (CKD)

●লিভারের অসুখ (CLD)

● স্থুলতা (Obesity)

●Cancer/(Immunocompromised state)]


7) বাড়িতে বা সেফ হোমে কি কি দেখতে হবে?


●Temperature 

●SPO2 (by Pulse oximeter ২- ৪ ঘন্টা পর পর অক্সিজেনের মাত্রা (SPO2) দেখতে হবে)

● systolic BP 100 এর নিচে থাকা ভালো লক্ষণ নয়।


8) বাড়িতে বা সেফ হোমে চিকিৎসা

Level 1


■ Tab  Famotidine 40mg BDAC X 2 Wks


■Tab Ondem 4 mg দিনে দু থেকে তিন বার অল্প জল দিয়ে খাবার আধঘণ্টা আগে।


■ Tab Azithromycin 500 দিনে একবার x5 দিন


■ Tab Paracetamol 650 S.O.S (চার ঘন্টা পর পর খাওয়া যাবে দরকার হলে)

■ Tab Vitamin-C. BD X2wks


■ Budenoside 400 inhaler 

2 puffs BD x 5 to 12 Days (কাশি শুরুর দিন অথবা 5ম দিন থেকে with spacer)


■  ORS এবং বেশি করে জল।


Level 2 (অবশ্যই কোন qualified doctor এর supervision এ)

( Day 5 of symptom)

( if CRP >5 x ULN, D-dimer > 2 x ULN, NLR > 3.13 )

■Inj Dexamethasone 4-6 mg IM BD X 5-10 days 

■Inj.Enoxoperine 40 mg S/C

OD X 5 days.

■ Oxygen দরকার হলে(SPO2 <95 )

সময় মতো Steroid শুরু করতে পারলে oxygen এর প্রয়োজন হবে না, হাসপাতালে ভর্তি হওয়ার দরকার পড়বে না,এমন কি মৃত্যুও রুখে দেওয়া সম্ভব।

আরো কিছু আধুনিক চিকিৎসা সম্প্রতি কোভিড চিকিৎসার জন্য যুক্ত হয়েছে।


9) বাড়িতে /সেফ হোমে কি কি  পরীক্ষা করা দরকার?

জ্বর বা প্রাথমিক সমস্যা গুলো চলে গেলেও রোগী বিপন্মুক্ত নয়।রক্ত এবং আরো কিছু পরীক্ষা নিয়ম মেনে দেখে রাখা দরকার।কারণ বেশির ভাগ ক্ষেত্রে শ্বাসকষ্ট শুরু হয় জর চলে যাবার পরে।


■Blood for CBC, CRP,, D-Dimer ৫ থেকে ১৭ দিন এর মধ্যে ৪৮ -৯৬ ঘন্টার পর পর।

■CBG,Creatinine এবং ECG প্রয়োজন মনে হলে।


■হোম আইসোলেশনের শেষে আর কোভিড টেস্ট এর প্রয়োজন নেই ।


10): বাড়ির লোকেদের জন্য


●  Covid appropriate behaviour 

● উপরোক্ত যে কোন সমস্যা হলে অথবা রোগীর সংস্পর্শে আসার ৫-১০ দিনের মধ্যে টেস্ট করতে হবে।


11) কখন কোভিড হাসপাতালে ভর্তি করতে হবে


● spo2  <95 % (Room Air)

● শ্বাসকষ্ট

●খুব বেশি জ্বর (100.4 °F >) বা ৭ দিনের বেশি লাগাতার জ্বর বা জ্বর কমে গিয়ে আবার ফিরে আসলে।

● বুক ধরফর (palpitation)

●বুক ব্যথা/ ভারি ভাব

●খুব কাশি

●CRP >5 times of the upper limit 

●D-Dimer > 2 times of the upper limit


About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cities and districts news.

Our website:  www.sothikbartaofficial.blogspot.com

Social Media Handles:

Facebook: https://www.facebook.com/sothikbarta/

Youtube : https://www.youtube.com/channel/UCSGK...

Twitter: https://twitter.com/SothikBarta

Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের