বিরাটি সমন্বয়ের ডাকে প্রতীকী অনশন মঞ্চ
সৃঞ্চিণী পোদ্দার, বিরাটি: সমন্বয় বিরাটির ডাকে প্রতীকী অনশন মঞ্চে শামিল শতাধিক মানুষ। বাচ্চা থেকে শুরু করে এলাকার সাধারও মানুষ। বহু চিকিৎসক সকলদের নিয়ে সাংস্কৃতিক প্রতিবাদী সন্ধ্যার আয়োজন করা হয়। সমর্থন করেন পথ চলতি মানুষ থেকে শুরু করে স্থানীয় দোকানদাররাও।
আরজিকর কান্ডের প্রতিবাদে ফুঁসছে গোটা রাজ্য। কলকাতার বুকে সরকারি হাসপাতালের ভিতর হয়ে যাওয়াকে নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সঠিক বিচারের দাবি চিকিৎসক মহল থেকে শুরু করে আমজনতার। তারই মাঝে বিচার এবং দোষীদের শাস্তির দাবি জানিয়ে প্রতিকী অনশনের ডাক দেওয়া হয়। সমন্বয় বিরাটির উদ্যোগে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিরাটি বণিক মোর জুড়ে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়। এই দিনের এই অনশন মঞ্চে বহু চিকিৎসক থেকে শুরু করে এলাকার শিশু এবং সাধারণ মানুষ সামিল হন । কেউ তুলির টানে প্রতীকী অনশন মঞ্চ থেকে প্রতিবাদের আওয়াজ তুলে। আবার কেউ গানের সুরে স্লোগান তুলে প্রতিবাদে সামিল হন।
Comments
Post a Comment