অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর উদ্যোগে বিজয়া সম্মিলনী

 


সায়ন দেবনাথ ,কলকাতা: অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর উদ্যোগে মঙ্গলম ব্যাংকোয়েট এ আয়োজিত হলো বিজয়া সম্মিলনী।উপস্থিত ছিলেন সংস্থার সর্বভারতীয় চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা বুম্বা মুখার্জী। সাথে ছিলেন মেট্রোরেলের প্রাক্তন ডেপুটি জেনারেল ম্যানেজার এবং সংগীতশিল্পী প্রত্যুষ মুখার্জী, মধুসূদন দে, বিমল সাহা, শুভাশীষ গুহ, শেখ আব্দুল সেলিম, আলতামাস সামসি সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজন। বিশিষ্টজনদের উত্তরীয় দিয়ে সন্মান জানানো হয়। প্রত্যুষ বাবু একটি জনপ্রিয় গান পরিবেশন করেন। অন্যান্য বক্তাদের মধ্যে সংস্থার মিডিয়া সেলের সম্পাদক গোপাল দেবনাথ সংস্থার কার্য্যবিধি সম্পর্কে মূল্যবান বক্তব্য পেশ করেন। বুম্বা বাবু আগামী ১০ ডিসেম্বর রোটারি সদনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত সন্মাননা প্রদান অনুষ্ঠানে সকল সদস্যদের সক্রিয় অংশগ্রহণ করার আহ্বান জানান। বুম্বা বাবু আরও বলেন কলকাতার সকল সদস্য যেন মানবাধিকার আন্দোলন এবং সেবামূলক কাজে একসাথে ঝাঁপিয়ে পড়েন।

Comments

Popular posts from this blog

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক