Posts

Showing posts from August, 2022

সম্প্রতি মুক্তি পেতে চলেছে ভাগার

Image
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: সম্প্রতি আলোড়ন ফেলে দিয়েছে ভাগার এর প্রথম কয়েকটি character reveal poster, Final পোস্টার আর চমকপ্রদ ও ভিন্ন ধারার ট্রেলারও। SKYPAN'S COMMUNICATION প্রযোজিত ওয়েব সিরিজ সম্প্রতি মুক্তি পেতে চলেছে BHAGAR। যা ইতিমধ্যে ব্যাপক আলোড়ন ফেলে দিয়েছে গোটা বাংলায়। রাজদীপ ঘোষ পরিচালিত বাংলা ওয়েব সিরিজ এই ভাগার জুড়ে থাকছে ২০১৮ সালের সেই শিহরণ জাগানো ঘটনার কথা। এই ছবির সহযোগী পরিচালনা করেছেন রোহিত দে। এছাড়াও সহকারী পরিচালক রূপক, বাণী , মুনমুন, রাজিব। এই ছবিটির গোটা কাহিনী চিত্রনাট্য এবং সংলাপে রয়েছেন অম্লান মজুমদার।  এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা সভ্যসাচী চৌধুরী , রজতাভ দত্ত , ঐন্দ্রিলা শর্মা, অম্লান মজুমদার , বিপ্লব ব্যানার্জি, প্রীতম দাস , পূজা সরকার, গার্গী দাস, শক্তি দে , মৌ ভট্টাচার্য , সুমন্ত মুখার্জী।  ২০১৮ সালে ভাগাড় কাণ্ডে কেঁপে উঠেছিল সারা বাংলা। আর সেই ভাগাড় কাণ্ডের শিকার হয়েছিল নোনাডাঙার পরেশও। বিরিয়ানিতে থাকা পচা বিড়ালের মাংস কেড়ে নিয়েছিল তার একমাত্র সন্তানের জীবন। তারপর থেকেই ভীতু, শিরদারাহীন , গোবেচারা নিম্নবিত্ত মানুষটাকে

প্রথম মিনি সাহিত্য পত্রিকার ৫০বছর সমালোচনা

Image
  বাণীব্রত দত্ত, ত্রিপুরা: ত্রিপুরায় প্রথম মিনি সাহিত্য পত্রিকা  পৌণমী প্রকাশিত হয়েছিল  ১৯৭১ সালে । মে দিবসের দিনে। পত্রিকার সম্পাদনায় ছিলেন কবি রাতুল দেববর্মণ ও কথাকার  নিলিপ পোদ্দার। প্রথম সংখ্যায় পত্রিকাটি ছিল  একেবারে মিনি সাইজের ।  পত্রিকায় প্রথম সংখ্যায় লেখক সূচিতে ছিলেন কবি স্বপন সেনগুপ্ত ,কবি  বিজন কৃষ্ণ চৌধুরী , সলিলকৃষ্ণ দেববর্মন, কবি  মিহির দেব,অমল কুমার মিত্র, অমিতাভ কর ,শিশির দেব,সত্য দত্ত, এবং সুজয় রায়। প্রথম সংখ্যার অলংকরণ করেছিলেন চিত্রশিল্পী পার্থ প্রতিম  গাঙ্গুলী। প্রচ্ছদ করেছিলেন সম্পাদক  নিলিপ পোদ্দার নিজেই। প্রথম সংখ্যায় সম্পাদকীয়তে লেখা হয়েছিল "এ মিনি সে মিনি  নয় যখন ইউরোপ ও আমেরিকায় আর্থিক স্বচ্ছলতার চরম বহিঃপ্রকাশ মিনি,ইপি,হিপি,যার ঢেউ  আমাদের দেশের কিছু তরুণ তরুণীকে সে পথে ঠেলে দিচ্ছে তখুনি গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে এই সাহিত্য পত্রিকা হাজির করছি আপনাদের দরবারে ।ইচ্ছে থাকা সত্ত্বেও আর্থিক অসচ্ছলতার অবশ্যাম্ভাবী  ফলশ্রুতি পত্রিকায় মিনি আয়তন।মোদ্দা কথা হীরে যখন পাচ্ছি না তখন পদ্ম পাতায়  এক ফোটা শিশিরবিন্দু নিয়ে হীরের আনন্দই মেতে থাকতে দোষ  কি? স

ত্রিপুরার পুরাতন রাজবাড়ির কথা

Image
  বাণীব্রত দত্ত , ত্রিপুরা : রবীন্দ্রনাথ 'রাজর্ষি' ও 'বিসর্জন' লিখে বাড়িটির ব্যাপ্তি দিয়েছেন বিশ্বময়, বড় আকারে। তাই পৃথিবীজোড়া রবীন্দ্র-পাঠক এখানে এসে খুঁজে পেতে চান গোবিন্দমাণিক্য, নক্ষত্ররায়, গুণবতীদের। পান কি? নিশ্চয়ই, না। কেননা সেসব প্রসঙ্গ এখানে প্রদর্শিত বা লিখিত আকারে নেই। বলার মতো কোনো লোক নেই। গাইড নেই। তাই যে যার মতো দেখে বাড়ি ফিরে যান। বাড়িটি ছত্রমাণিক্য (১৬৬১-১৬৬৭) নির্মিত। ১৬৬০ সালে একবার রাজা হলেও গোবিন্দমাণিক্যকে রাজত্ব হারাতে হয় ভাইয়ের কাছে। সেই নক্ষত্ররায়ের পর তিনি আবার মসনদে বসে বেশকিছু বছর রাজত্ব করেন এই প্রাসাদ থেকে।  রাজামশাইয়ের বাসস্থান ছিল এই বাড়িটির পেছন দিকে। সেখানে ছিলো রাজার বৈঠকখানা, আরও কত কী। কেমন ছিল রাজার পোশাক, রাজার কনভয়, রাজদরবার, রাজার সকাল বিকেল? রাজার হাতি ও ঘোড়াগুলি কেমন ছিল? কি হয়েছিল সেবার রাজবাড়িতে আগুন লাগার পর?  এসব কথা কি জানেন রাজনগর বা উদয়পুরের মানুষ, কতজন জানেন? আমি হলফ করে বলতে পারি অনেকেই অনেক কথা জানেন না। ১৭৬০ সালে এখান থেকে রাজধানী সরিয়ে নেন কৃষ্ণমাণিক্য। অর্থাৎ ১৬৬১-১৭৬১, এই ১০০ বছর ছিল এটা রাজ্যের কেন্দ্র। কারা কারা

বিজেপি সর্বসমন্বয়ী ভাবধারায় বিশ্বাসী: জে পি নাড্ডা

Image
  বাণীব্রত দত্ত, ত্রিপুরা : সোমবার সকালে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেন সস্ত্রীক বিজেপি সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ২৩ এর নির্বাচনে বিজেপির মূল প্রতিপক্ষ সিপিএম; খুমুলুঙের সভায় এসে প্রকাশ্যে জন সন্মুখে জে পি নাড্ডা নিশানা করেন বামেদের। সাড়ে ৪ বছরে রাজ্যে সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। বেড়েছে মাথা পিছু গড় আয়। জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।  ভারতীয় জনতা পার্টি সর্বসমন্বয়ী ভাবধারায় বিশ্বাসী, সবাইকে পাশে নিয়ে এগিয়ে যাওয়াই BJP-ৱ মুলমন্ত্র। স্বাধীনতার ৭৫ তম বর্ষে প্রথমবার ট্রাইব্যাল রিসার্চ ইনস্টিটিউট কিংবা জনজাতীয় গৌরব দিবসের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। বললেন জে পি নাড্ডা । 

নৈহাটিতে এসএফআইয়ের কেন্দ্রীয় সমাবেশ

Image
  বলোরাম বোস, কাঁচরাপারা: ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে শিক্ষা ক্ষেত্রে গৈরিকরণ সহ জাতীয় শিক্ষানীতি বাতিল করার দাবিতে জাঠার পদযাত্রা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ভারতবর্ষের তিনটে জায়গা থেকে বেরিয়েছে এই পদযাত্রা। উত্তর ২৪ পরগনা জেলায় সেই জাঠা কাঁচরাপাড়া পর্যন্ত পৌঁছেছে। সেই উপলক্ষে নৈহাটিতে এসএফআইয়ের উদ্যোগে এক কেন্দ্রীয় সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য এসএফআই সম্পাদক শ্রীজন ভট্টাচার্য, ত্রিপুরা এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব , CITU নেত্রী গার্গী চট্টোপাধ্যায় সহ একাধিক SFI নেতৃত্বরা । 

হুমকির শাক দিয়ে দুর্নীতির মাছকে ঢাকা যায় না: হুশিয়ারি বার্তা আভাস রায় চৌধুরীর

Image
নিজস্ব প্রতিবেদন, বেলঘরিয়া : মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে কম দামে সরকারি সম্পত্তি কেনার অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের। আর এই প্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায় চৌধুরী বলেন, "বলার কিছু নেই। সরকারটাই তো হচ্ছে দুর্নীতি গ্রস্ত। এগুলো তো হওয়ারই কথা। আমরা তো চাই যে শুধু কান টানলে হবে না। মাথাকেও ধরতে হবে। হুমকির শাক দিয়ে দুর্নীতির মাছকে ঢাকা যায় না। উনি তো সব সময় হুমকি দেন।" CITU পক্ষ থেকে প্রবর্তক জুটমিলের শ্রমিকদের ন্যায্য দাবির প্রতিবাদে আলোচনা সভায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই একের পর এক রাজ্যের সমালোচনায় সরব হন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায় চৌধুরী। "এরা লুঠের সরকার। আমরা মানুষের জন্যে লড়াই করছি। আমরা রুটি রুজির জন্যে লড়াই করছি। চট শিল্পকে বাঁচানোর জন্যে লড়াই করছি। রাজ্য সরকারের আকাশ ছোঁয়া দুর্নীতি । তার বিরুদ্ধে আমাদের এই লড়াই চলছে। ভালো মানুষের জায়গা তৃণমূল কংগ্রেসে নয়। উনি যে একটা স্বৈরাচারী তার প্রমাণ তার ভাষায়। মুখ্যমন্ত্রী আসনে বসে যিনি বিরোধীদের উদ্দেশ্যে জিভ টেনে ছিড়ে ফেলার হুমকি দিতে পারে হিন্মত হলে

মুখ্যমন্ত্রীকে নিয়ে এ কি বললেন বিকাশ ভট্টাচার্য্য

Image
  নিজস্ব প্রতিবেদন, বেলঘরিয়া: আপাদ মস্তক দুর্নীতিগ্রস্ত দল, যে দলটা দুর্নীতি এবং দুর্বৃত্তদের নিয়ন্ত্রণ করে চলে। রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে বিস্ফোরক মন্তব্য করলেন সিপিএমের রাজ্য সভার সদস্য তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন , আমার হিসেবে তৃণমূল কংগ্রেস দলের কোনদিনই ভাবমূর্তি ছিল না আর আজও নেই। যা ছিল তা হল তাদের মিথ্যে প্রচার আর সেই মিথ্যে প্রচারের ওপর দাঁড়িয়ে তাদের একটা মিথ্যে প্রকল্প তৈরি করা। ২০১১ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণের পর থেকে আজ পর্যন্ত ব্যাপক হারে সম্পত্তি বৃদ্ধি এবং কম দামি সরকারি সম্পত্তি কেনার অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। আর এই প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এর আগেও বহু কেস হয়েছে। এরকম বহু মামলা আছে। শাসক দলের নেতাদের আয় বহির্ভূত সম্পত্তি বৃদ্ধির কারণ নিয়ে বহুবার মামলা হয়েছে। এখন তার শুনানি হবে।  আজ মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমাবেশের মঞ্চে বক্তব্য রাখেন তৃণমূল সুপ্রিমো মমতা

উষা উত্থুপকে সম্মান প্রদান

Image
     নিজস্ব প্রতিনিধি,কলকাতা: হৃদয়া রোটারি ক্লাব অফ ওল্ড সিটি আয়োজিত এবং খুকুমণি সিন্দুর ও আলতা নিবেদিত প্রয়াত সঙ্গীত শিল্পী কেকে এর স্মরণে ই জেড সি সি তে ট্রিবিউট টু কেকে জমজমাট অনুষ্ঠানের মঞ্চে শিল্পী উষা উত্থুপকে সম্মান জানানো হলো। শিল্পীকে সন্মান জানানোর জন্য উপস্থিত ছিলেন অনুষ্ঠানের নিবেদক সংস্থার চেয়ারম্যান প্রদীপ রায় চৌধুরী, শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর কর্ণধার রূপক সাহা। অনুষ্ঠানে বিক্রিত টিকিটের অর্থ ব্যয় করা হবে দুঃস্থ শিশুদের হার্ট সার্জারির কাজে। এখনো পর্যন্ত চুয়াল্লিশ জন শিশুর হার্ট সার্জারি সফল ভাবে সম্পন্ন হয়েছে।

শুভ উদ্বোধন হতে চলেছে প্রিন্স ইনোভেশন বাইক শোরুমের

Image
  নিজস্ব প্রতিবেদন, মুর্শিদাবাদ: ধামাকা অফার নিয়ে শুভ উদ্বোধন হয়ে গেলো প্রিন্স ইনোভেশন নামে ইলেকট্রনিক মোটর বাইক শোরুমের। মুর্শিদাবাদ জেলার ডোমকলে পুরাতন বিডিও মোড় কলেজ রোডে অবস্থিত এই শোরুমে এলে মিলবে আকর্ষণীয় নানা রকমের নতুন প্রযুক্তির ইলেকট্রনিক মোটর বাইক । এখানে এলে অজন্তা অরিভা, ই ওয়েন্ট, মুডিট কর্পোরেশন কোম্পানির আধুনিক প্রযুক্তির নানা ধরনের বৈদ্যুতিক মোটর বাইক রয়েছে । প্রিন্স ইনোভেশন পুজো উপলক্ষে নিয়ে এসেছে আকর্ষণীয় অফারও । প্রতিটি গাড়ির কেনাকাটায় থাকছে ক্রেতাদের জন্যে ৩০০০ টাকা পর্যন্ত ছাড়ও।  অতি শীঘ্রই ডোমকলে পুরাতন বিডিও মোড় কলেজ রোডের ধারে অবস্থিত এই গাড়ির শোরুমটি উদ্বোধন হতে চলেছে। ডোমকল থানার আইসি জ্যোতির্ময় বাগচী আগামী ২রা সেপ্টেম্বর প্রিন্স ইনোভেশন নামে এই শোরুমের যাত্রা পথের শুভ আরম্ভ করবেন। মুর্শিদাবাদ জেলা জুড়ে বহু গাড়ির শোরুম থাকলেও ডোমকলে অবস্থিত এই শোরুমে এলে মিলবে অত্যাধুনিক প্রযুক্তির নানা রকম বৈদ্যুতিক গাড়ি। আর একই ছাদের তলায় পাওয়া যাবে নিজের পছন্দের রঙ দিয়ে সাজানো গাড়ি । তাও আবার একদম নিজের সামর্থ্যের মধ্যে। সাথে থাকছে আকর্ষণীয় কেনাকাটায়

রিলিফ ওয়েলফেয়ার এম্বুলেন্স কোরের হীরক জয়ন্তীবর্ষ উৎযাপন

Image
  গোপাল দেবনাথ, কলকাতা: রিলিফ ওয়েলফেয়ার এম্বুলেন্স কোর এর হীরক জয়ন্তী বর্ষের জমজমাট অনুষ্ঠান হলো এ জে সি বোস রোডের আর ডব্লু সি বিল্ডিং নিজস্ব ভবনে। স্বাধীনতার আগে ডাঃ সুবোধ মিত্র এর হাতে প্রতিষ্ঠিত হওয়া এই সংস্থা শুরু হয়েছিল ১৯৪৬ সালে। এই সংস্থার কর্মকান্ডের মূল উদ্দেশ্য হলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে সেবা প্রদান করা। মূলত নিঃশুল্ক স্বাস্থ্য পরিষেবা সেইসাথে ত্রাণ সম্পর্কিত সেবা দেওয়াই ছিল মূল উদ্দেশ্য এই কথা সাংবাদিকদের জানালেন সংস্থার সভাপতি বিশ্বজিৎ ঘোষ। এই দিনের অনুষ্ঠানে মুখ্যঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন অশোক সুরানা। এ ছাড়াও ছিলেন ডাঃ অমিয় কুমার ভট্টাচার্য, শঙ্কর লাল মুখার্জী, সুরেশ চন্দ্র দত্ত, অমল ব্যানার্জী, সাংবাদিক অনুপ কুমার বর্ধন সহ বিশিষ্টজন। বিশ্বজিৎ বাবু বলেন আমাদের সংস্থা ১৯৪৭ সাল থেকে জনসাধারণের জন্য স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছে। এ ছাড়াও আমফান এর সময় গঙ্গাসাগরে দীর্ঘদিন ত্রাণ সামগ্রী দেওয়ার ব্যবস্থা করেছিলাম। শুরুর দিকে আমাদের এই সংস্থা আর ডব্লু সি এর চিফ প্যাটরন ছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত জহরলাল নেহরু এবং জাতির জনক মহাত্মা গান্ধী। এইদিন

'চোর ধরো জেল ভরো'- সিপিএমের প্রতিবাদ মিছিল

Image
  বলোরাম বোস, বরানগর : যতই করো হুশিয়ারি। পরোয়া করি না। ভয় পাই না। আর এই মনোভাব নিয়ে আজ সকালে সিপিআইএম বরানগর ২ নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে ফের চোর ধরো জেল ভরো স্লোগানকে সামনে রেখে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। গতকাল সিবিআই এবং ইডির নিরপেক্ষ তদন্তের দাবিতে কামারহাটিতে তৃণমূল যুব কংগ্রেসের প্রতিবাদ মিছিল থেকে সিপিএমকে হুমকি দিয়েছিলেন যেন,চোর ধরো জেল ভরো এই স্লোগান না দেওয়া হয়। কিন্তু রাত পেরোতেই সিপিএম বরানগর ২ নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে আয়োজিত প্রতিবাদ মিছিল থেকে এই চোর ধরো জেল ভরো স্লোগানকে তোলা হয়।    রাজ্যে যেভাবে তৃণমূলের নেতা মন্ত্রীদের বাড়ি থেকে টাকা - সোনা -  সম্পত্তি উদ্ধার হচ্ছে।   সিবিআই এবং ইডির তদন্তে উঠে আসছে একের পর দুর্নীতির কথা । আর এই সমস্ত  বিষয়েই প্রতিবাদ জানিয়ে আজ সকালে আয়োজন করা হয় এই মিছিলের। মিছিল সংঘটিত হয় বিটি রোড টপিন রোড মোড় থেকে গোপাল রোড এবং টপিন রোড সংযোগ স্থলে শেষ হয় । এই মিছিলে  উপস্থিত ছিলেন কিশোর গাঙ্গুলী, শানু রায় সহ সিপিএমের নেতৃত্ব কর্মী সমর্থক এবং ছাত্র যুব মহিলারা।

জিও মার্ট এর সাথে এসএমই ক্রেডিট প্ল্যাটফর্ম; সহযোগিতায় ই-পে লেটার

Image
  নিজস্ব প্রতিবেদন,কলকাতা: জিও মার্ট পার্টনার এক ছাদের নীচে সমস্ত দৈনন্দিন পন্যের অফার করছে, যা বি-টু-বি গ্রাহকদের ঝামেলামুক্ত কেনাকাটায় সহায়তা করেতে সক্ষম হবে। এটি কিরানা, রসায়নবিদ এবং ইনস্টিটিউশনাল গ্রাহকদের জন্য উচ্চতর পরিষেবার একটি স্তর, যা প্রতিযোগিতামূলক মূল্য, সুবিধাজনক অর্থপ্রদানের বিকল্প এবং সমস্ত বিভাগের ক্রেডিট দ্বারা সমর্থিত। ই-পে লেটার বি-টু-বি গ্রাহকদের ঋণদানের ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করতে সক্ষম হবে, যা জিও মার্ট অংশীদারের সাথেও সহযোগিতা করেছে। এটি এই গ্রাহকদের নতুন প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতে, তাদের ব্যবসাকে বহুগুণ বৃদ্ধি করতে এবং আগামীকালের উন্নত ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে সাহায্য করবে।   ই-পে লেটার এবং জিও মার্ট পার্টনার এর প্রধান লক্ষ্য হল সারা ভারতে খুচরো বন্টন পরিবর্তন করা। এই শিল্প সহযোগিতার মাধ্যমে খুচরো বিক্রেতারা উপকৃত হবেন এবং ই-পে লেটার-এর থেকে ক্রেডিটের সুবিধা পাবেন।  জিও মার্ট পার্টনার, রিলায়েন্স রিটেইল -এর ই-বি টু বি নতুন কমার্স প্ল্যাটফর্ম, যার দ্বারা শহর ও শহরতলির পাশাপাশি গ্রাম এর ব্যবসায়ীরাও উপকৃত হবেন। এটি ভারতে সাধারণ,মধ্য এবং ছোট দোকা

সিবিআই ইডির বিরুদ্ধে প্রতিবাদ তৃণমূলের

Image
 নিজস্ব প্রতিবেদন, মেদিনীপুর: তদন্ত হোক নিরপেক্ষ। রাজনৈতিক স্বার্থে সিবিআই, ইডিকে ব্যবহার করা হচ্ছে। আর এর প্রতিবাদে এদিন পথে নেমে প্রতিবাদে সরব হলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ ও মেদিনীপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।  এদিন কয়েকশো তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন। এক প্রতিবাদ সভারও আয়োজন করা হয়। এই সভায় বক্তব্য রাখেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান এবং পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।

যোগীরাজ শক্তি কিংকরের স্মরণে মহা সম্মেলন

Image
  গোপাল দেবনাথ, কলকাতা : পাইক পাড়া সৃজনী'র আয়োজনে আগামী ৭ আগস্ট রবিবার কলকাতার মহাজাতি সদনে অনুষ্ঠিত হতে চলেছে যোগীরাজ শক্তি কিংকরের স্মরণে সর্ব ধর্ম মহা সম্মেলন 'যত মত তত পথ'। এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় বিধায়ক শ্রী দেবাশীষ কুমার। উপস্থিত থাকবেন সর্ব ধর্মের সাধু মহারাজ সহ আধ্যাত্মিক জগতের প্রধান ব্যক্তিত্বরা। এ ছাড়াও থাকবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণীজন। এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন যোগীরাজ কন্যা ব্রততী ভট্টাচার্য, স্বাগতালক্ষী দাশগুপ্ত এবং অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। উল্লেখ করা যেতে পারে সমাজের চারিদিকে যে ভাবে খুন জখম মারামারি কাটাকাটি অর্থ নয়ছয় তছরূপ চলছে সেই সময় এই ধরণের একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য পাইকপাড়া সৃজনী কে সাধুবাদ জানাতে হয়। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে এই প্রতিবেদকের যোগীরাজ'জী সাথে ৩০ বছর আগেই খুবই কাছ থেকে দেখা ও চেনার সুযোগ হয়েছিল। একজন অতি সাধারণ মানুষ গৃহে থেকে সংসার ধর্ম পালন করেও কি ভাবে মানবের কল্যাণ করা যায় প্রতিনিয়ত সেই চিন্তাই করতেন এবং সেইসাথে মানবের কল্যাণ এ সদা নিয়োজিত থাকতেন। আধ্যাত্মিকতায় বিশ্বাসী এই যোগীরাজ সদাই

NIFT পোশাক শিল্পে জাতীয় পরিমাপ সমীক্ষা

Image
গোপাল দেবনাথ, কলকাতা : ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি সমীক্ষার ভিত্তিতে প্রথম পোশাকের একটি পরিমাপ তালিকা তৈরি করেছে গ্রাহক স্বার্থে। ফলে ভারতীয় নাগরিকের পোশাক সঠিক পরিমাপে তৈরি সম্ভব হবে। একটি ত্রিমাত্রিক বিজ্ঞাননির্ভর সমীক্ষার মাধ্যমে লিঙ্গ, এলাকা ও বয়সের ওপর ভিত্তি করে প্রথম পর্যায়ে ১৫ থেকে ৬৫ ও তার বেশি বয়স্কদের জন্য একটি নির্দিষ্ট পরিমাপ ও দ্বিতীয় পর্যায়ে ছোটদের জন্য একটি নির্দিষ্ট পরিমাপের তালিকা তৈরি হবে। এর জন্য প্রয়োজনীয় প্রতি স্ক্যানিং এ লাগবে ১৫ মিনিট। দেশের ছয়টি রাজ্যের ছয়টি শহরের প্রায় ২৫ হাজার ১৫ থেকে ৬৫ বছর বয়সী নাগরিকদের ত্রিমাত্রিক স্ক্যানিং পদ্ধতিতে একটি সাধারণ পরিমাপের সমীক্ষায় ভারতীয় জনসংখ্যার একটি নির্দিষ্ট পরিমাপ করা সম্ভব হয়েছে। এই সমীক্ষার শুরু ২০২১ সালের জুলাই থেকে। সমীক্ষাটি বাস্তবায়ন হয়েছে ডিজাইন স্মিথ প্রাইভেট লিমিটেডের সহযোগিতায়। এই প্রকল্পের সহযোগী সংস্থার পক্ষে নুপুর আনন্দ বলেন, নির্দিষ্ট সাধারণ পরিমাপের সমীক্ষা হয়েছে উত্তর ভারতে নিউ দিল্লি শহরে, পশ্চিম ভারতে মুম্বাই শহরে, দক্ষিণ ভারতে চেন্নাই ও পূর্ব ভারতের কলকাতা শহরে। পরবর্তী