মুখ্যমন্ত্রীকে নিয়ে এ কি বললেন বিকাশ ভট্টাচার্য্য

 


নিজস্ব প্রতিবেদন, বেলঘরিয়া: আপাদ মস্তক দুর্নীতিগ্রস্ত দল, যে দলটা দুর্নীতি এবং দুর্বৃত্তদের নিয়ন্ত্রণ করে চলে। রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে বিস্ফোরক মন্তব্য করলেন সিপিএমের রাজ্য সভার সদস্য তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন , আমার হিসেবে তৃণমূল কংগ্রেস দলের কোনদিনই ভাবমূর্তি ছিল না আর আজও নেই। যা ছিল তা হল তাদের মিথ্যে প্রচার আর সেই মিথ্যে প্রচারের ওপর দাঁড়িয়ে তাদের একটা মিথ্যে প্রকল্প তৈরি করা। ২০১১ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণের পর থেকে আজ পর্যন্ত ব্যাপক হারে সম্পত্তি বৃদ্ধি এবং কম দামি সরকারি সম্পত্তি কেনার অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। আর এই প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এর আগেও বহু কেস হয়েছে। এরকম বহু মামলা আছে। শাসক দলের নেতাদের আয় বহির্ভূত সম্পত্তি বৃদ্ধির কারণ নিয়ে বহুবার মামলা হয়েছে। এখন তার শুনানি হবে। 



আজ মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমাবেশের মঞ্চে বক্তব্য রাখেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিরোধীদের কটাক্ষ করে একের পর এক বিস্ফোরক অভিযোগের ছুরে দেন এই দিনের এই অনুষ্ঠানের মঞ্চ থেকে। সিপিএমের উদ্দেশ্যে করা মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনার প্রতিবাদ জানিয়ে পাল্টা জবাব দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য।  তিনি বলেন যে,  অপরাধী যখন বুঝতে পারে যে তার অপরাধ ধরা পড়ে গিয়েছে তখন তার অপরাধ মনস্কতার প্রতিফলন হচ্ছে এইটা। 


আকাশবাবু, বিকাশবাবু ক’টা অভিযোগ করেছেন। ২০০-২৫০টি। তাঁরাই মূলত নতুন চাকরি দেওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন। রাজি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সিপিএমের রাজ্যসভার সদস্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "মুখ্যমন্ত্রী তাহলে নিজের মুখেই স্বীকার করলেন 200 থেকে 250 জনের ক্ষেত্রে চাকরিতে নিয়োগে দুর্নীতি হয়েছে। তাহলে ভয় পাচ্ছেন কেন তিনি। ২০০-২৫০ লোককে চাকরি দিয়ে কি পার্থর অত ধন সম্পত্তি হয়েছে? নাকি অনুব্রতর অত সম্পদ হয়েছে??" 


"তার যা দুর্নীতি । তার দুর্নীতির সাথে ক্লাব গুলোকে যুক্ত করে নিতে চাইছেন তিনি। তাই এত টাকা দিয়ে ক্লাবগুলোকে সাহায্য করছেন তিনি।" ফের দুর্গাপুজোয় ক্লাবকে ৬০০০০ টাকা অনুদান দেওয়া নিয়ে রাজ্য সরকারকে দোষারোপ করলেন তিনি।

Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের