নৈহাটিতে এসএফআইয়ের কেন্দ্রীয় সমাবেশ
বলোরাম বোস, কাঁচরাপারা: ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে শিক্ষা ক্ষেত্রে গৈরিকরণ সহ জাতীয় শিক্ষানীতি বাতিল করার দাবিতে জাঠার পদযাত্রা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ভারতবর্ষের তিনটে জায়গা থেকে বেরিয়েছে এই পদযাত্রা।
উত্তর ২৪ পরগনা জেলায় সেই জাঠা কাঁচরাপাড়া পর্যন্ত পৌঁছেছে। সেই উপলক্ষে নৈহাটিতে এসএফআইয়ের উদ্যোগে এক কেন্দ্রীয় সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য এসএফআই সম্পাদক শ্রীজন ভট্টাচার্য, ত্রিপুরা এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব , CITU নেত্রী গার্গী চট্টোপাধ্যায় সহ একাধিক SFI নেতৃত্বরা ।
Comments
Post a Comment