হুমকির শাক দিয়ে দুর্নীতির মাছকে ঢাকা যায় না: হুশিয়ারি বার্তা আভাস রায় চৌধুরীর


নিজস্ব প্রতিবেদন, বেলঘরিয়া: মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে কম দামে সরকারি সম্পত্তি কেনার অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের। আর এই প্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায় চৌধুরী বলেন, "বলার কিছু নেই। সরকারটাই তো হচ্ছে দুর্নীতি গ্রস্ত। এগুলো তো হওয়ারই কথা। আমরা তো চাই যে শুধু কান টানলে হবে না। মাথাকেও ধরতে হবে। হুমকির শাক দিয়ে দুর্নীতির মাছকে ঢাকা যায় না। উনি তো সব সময় হুমকি দেন।"


CITU পক্ষ থেকে প্রবর্তক জুটমিলের শ্রমিকদের ন্যায্য দাবির প্রতিবাদে আলোচনা সভায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই একের পর এক রাজ্যের সমালোচনায় সরব হন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায় চৌধুরী। "এরা লুঠের সরকার। আমরা মানুষের জন্যে লড়াই করছি। আমরা রুটি রুজির জন্যে লড়াই করছি। চট শিল্পকে বাঁচানোর জন্যে লড়াই করছি। রাজ্য সরকারের আকাশ ছোঁয়া দুর্নীতি । তার বিরুদ্ধে আমাদের এই লড়াই চলছে। ভালো মানুষের জায়গা তৃণমূল কংগ্রেসে নয়। উনি যে একটা স্বৈরাচারী তার প্রমাণ তার ভাষায়। মুখ্যমন্ত্রী আসনে বসে যিনি বিরোধীদের উদ্দেশ্যে জিভ টেনে ছিড়ে ফেলার হুমকি দিতে পারে হিন্মত হলে ছিড়ে নেবে । আমরাও হিম্মত হলে মাঠে নামবো।" হুশিয়ারি সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায় চৌধুরী। 

Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের