Posts

Showing posts from September, 2023

মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা যাত্রীর, দুর্ঘটনা থেকে রক্ষা যাত্রীদের

Image
বাণীব্রত দত্ত: নেশাগ্রস্ত যুবকের তান্ডবে ইন্ডিগো বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা, MBB বিমানবন্দরে নিরাপদ অবতরণ।  লেন্ডিং এর পূর্বে ফ্লাইং অবস্থায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্ডিগো বিমান। বৃহস্পতিবার কলকাতা থেকে আগরতলা আসার পথে ইন্ডিগো বিমানের এক যাত্রীর প্লেনের দরজা খুলার চেষ্টা করে বহুবার। যাত্রী এবং বিমানের কর্মীদের চেষ্টায় তাঁকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে নিরাপদে লেন্ডিং করে এই বিমান। কলকাতা থেকে আগরতলা আসার পথে গুয়াহাটি থেকে ইন্ডিগো বিমানে উঠেছিল বিশ্বজিৎ দেবনাথ নামে এক ব্যক্তি। আগরতলা আসার সময় আকাশ পথে বেশিরভাগ সময় ছিল স্বাভাবিক। কিন্তু লেন্ডিং এর প্রায় ১০ মিনিট আগে ফ্লাইং অবস্থায় প্লেনের দরজা খোলার চেষ্টা করে রাজদীপ। প্রথমে এয়ার হোস্টেস তাকে বাঁধা দেওয়ার চেষ্টা কর। কিন্তু বিমানের সেবিকাকে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিমানে থাকা অন্যান্য কর্মীরা ছুটে এলেও তাঁকে থামাতে হিমশিম খায়। ছুটে আসে বিমানের যাত্রীরা। তারপরই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তাঁকে। জানা গেছে নেশাগ্রস্থ অবস্থায় বিমানে উঠেছিল সে। এই ঘটনাকে কেন্দ্র করে বিমানের যাত্রীদের মধ্যে ব্যাপক চাঞ্চল

কন্ঠিবাড়ি পথের দিশারী আয়োজিত বিদ্যাসাগর শিক্ষারত্ন ও বিদ্যাসাগর সমাজ কল্যাণ রত্ন-২০২৩ প্রদান

Image
  গোপাল দেবনাথ ,কলকাতা: পূর্ব মেদিনীপুরের কন্ঠিবাড়ি পথের দিশারী আয়োজিত বিদ্যাসাগর শিক্ষারত্ন ও বিদ্যাসাগর সমাজ কল্যাণ রত্ন-২০২৩ তুলে দেওয়া হলো সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিতদের হাতে। এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল বাইপাস সংলগ্ন লায়ন্স ডেন এ। বিশিষ্ট সমাজসেবী ও লায়ন দেবাশীষ বাগ তার প্রয়াত পিতা বিনোদ বিহারী বাগ এর স্মৃতির উদ্দেশ্যে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ছিলেন। উপস্থিত সকল পুরস্কার প্রাপকদের হাতে অতিথিগণ উত্তরীয় ট্রফি ও সার্টিফিকেট দিয়ে সন্মান জানান। এই দিনের অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন স্বামী সুপর্ণনন্দ মহারাজ, (মুখ্য অতিথি) শ্রী সুজয় চন্দ (আইপিএস), লায়ন কনক দুগার ডিস্ট্রিক্ট গভর্নর 322B2 ইন্টারন্যাশনাল, প্রফেসর কৌশিক চ্যাটার্জি, এসিপি শ্রী গুরুপ্রসাদ ব্যানার্জী। এই অনুষ্ঠান মঞ্চে সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের নারীকণ্ঠে সংগীত পরিবেশন করেন শ্রী অনিমেষ সিকদার। সমগ্ৰ অনুষ্ঠানটি আয়োজন করেন শ্রী দেবাশীষ বাগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ণ আশীষ বসাক। এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে স্বামী বিবেকানন্দ'র জীবন ও বাণী বইটি তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থ

শুরু হয়ে গেল দ্বিভাষিক সিনেমা ক্যারাটের শ্যুটিং

Image
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: উত্তর কলকাতার বিধান শিশু উদ্যানে রাখী পূর্ণিমার পুণ্যলগ্নে দ্বিভাষিক সিনেমা বাংলা ও হিন্দি "ক্যারাটে" এর শুভ মহরত অনুষ্ঠিত হলো। শিব ঠাকুরের সামনেই মহরত এর পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূজানুষ্ঠানের পরেই ক্রীড়াবিদ অভিনেতা প্রযোজক ও পরিচালক অশোকরাজ হাত দিয়ে নারকেল ফাটিয়ে উপস্থিত সকলকে চমক লাগিয়ে দেন। যিনি নিজে এর আগে একাধিক বাংলা ও হিন্দি সিনেমার অভিনয় করেছেন। মহরত এর পরবর্তী পর্যায়ে শারীরিক কসরৎ এর পরে  কেক কাটিং অনুষ্ঠানের মধ্যদিয়ে শুভ মহরত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন পরিচালক। এদিনের অনুষ্ঠানে  অভিনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন অশোকরাজ, বিশিষ্ট সাংবাদিক ও অভিনেতা গোপাল দেবনাথ, শিশুশিল্পী আমিশা, আয়েশা, প্রত্যুশা, পিয়াসা, অমর, বরুন দাস, দৈপায়ন চক্রবর্তী, বেঙ্গল অলিম্পিক এসোসিয়েশনের সম্পাদক জহর দাস।  এই দ্বিভাষিক সিনেমায় অভিনয় করবেন মুম্বাই এর বেশ কয়েকজন প্রতিষ্ঠিত অভিনেতা অভিনেত্রী তাদের মধ্যে উল্লেখ্য প্রিয়াঙ্কা চক্রবর্তী, ভূপিন্দার সিং, সৌরভ সরকার সহ বিশিষ্টরা। এই সিনেমার কাহিনী সংলাপ প্রযোজনা ও পরিচালনা অশোকরাজ। চিত্রনাট্য শ্রীমতি রাজ,  গীতিকার ও সু