কন্ঠিবাড়ি পথের দিশারী আয়োজিত বিদ্যাসাগর শিক্ষারত্ন ও বিদ্যাসাগর সমাজ কল্যাণ রত্ন-২০২৩ প্রদান

 


গোপাল দেবনাথ ,কলকাতা: পূর্ব মেদিনীপুরের কন্ঠিবাড়ি পথের দিশারী আয়োজিত বিদ্যাসাগর শিক্ষারত্ন ও বিদ্যাসাগর সমাজ কল্যাণ রত্ন-২০২৩ তুলে দেওয়া হলো সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিতদের হাতে। এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল বাইপাস সংলগ্ন লায়ন্স ডেন এ। বিশিষ্ট সমাজসেবী ও লায়ন দেবাশীষ বাগ তার প্রয়াত পিতা বিনোদ বিহারী বাগ এর স্মৃতির উদ্দেশ্যে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ছিলেন। উপস্থিত সকল পুরস্কার প্রাপকদের হাতে অতিথিগণ উত্তরীয় ট্রফি ও সার্টিফিকেট দিয়ে সন্মান জানান। এই দিনের অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন স্বামী সুপর্ণনন্দ মহারাজ, (মুখ্য অতিথি) শ্রী সুজয় চন্দ (আইপিএস), লায়ন কনক দুগার ডিস্ট্রিক্ট গভর্নর 322B2 ইন্টারন্যাশনাল, প্রফেসর কৌশিক চ্যাটার্জি, এসিপি শ্রী গুরুপ্রসাদ ব্যানার্জী।



এই অনুষ্ঠান মঞ্চে সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের নারীকণ্ঠে সংগীত পরিবেশন করেন শ্রী অনিমেষ সিকদার। সমগ্ৰ অনুষ্ঠানটি আয়োজন করেন শ্রী দেবাশীষ বাগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ণ আশীষ বসাক। এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে স্বামী বিবেকানন্দ'র জীবন ও বাণী বইটি তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে।

Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের