Posts

Showing posts from June, 2021

সহযোগিতার প্রচেষ্টা বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত এক যুবকের পরিবারকে

Image
কল্যাণ দত্ত, বর্ধমানঃ আকস্মিক বৈদ্যুতিক শকে এক যুবকের মৃত্যুতে তার পরিবার অসহায়ের মত দিন কাটাচ্ছিলেন। ঘটনা পূর্ব বর্ধমান জেলার, খন্ডঘোষ ব্লকের, শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের চড়মানা গ্রামের। এই গ্রামেরই এক দুঃস্থ পরিবারের একমাত্র উপার্জনকারী ব‍্যক্তি ছিলেন শ‍্যামসুন্দর দাস। কিন্তু হঠাৎই বৈদ্যুতিক শকে প্রাণ হারান তিনি। ফলেই শ‍্যামসুন্দরের বিধবা মা, বৃদ্ধা ঠাকুমা, স্ত্রী লিপিকা দাস ও আট বৎসর এবং দুই বৎসর বয়সের দুই পুত্রসন্তানকে দিশেহারা অবস্থায় দিন কাটাতে হচ্ছিল। কিন্তু শ‍্যামসুন্দরের অবর্তমানে পরিবারটি যাতে তৎপরতার সাথে আর্থিক সুবিধা পেয়ে উপকৃত হয় তার জন‍্য‌ই জেলা পরিষদ সদস্য তথা বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ রায় উদ‍্যোগী হয়েছেন। এই পরিবার যাতে অতিসত্বর পশ্চিমবঙ্গ সরকারের 'কৃষক বন্ধু' প্রকল্পের মৃত্যু জনিত দুই লক্ষ টাকার সুবিধা পায় তার জন‍্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক সহযোগে অনুসন্ধান প্রক্রিয়া সম্পন্ন করতে চড়মানা গ্রামে মৃত শ‍্যামসুন্দর দাসের বাড়ি পরিদর্শন করেন, জেলা পরিষদ সদস্য বিশ্বনাথ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত কুমার বাগদী, পঞ্চায়েত সমিতির সদস্যা রেখা বিশ্বাস ও প্রকল্প আধিকারি

ভাতারের ওর গ্রামে পালিত হলো হুল দিবস

Image
কল্যাণ দত্ত , বর্ধমানঃ ভারতের স্বাধীনতা সংগ্রামে হুল দিবস একটি গুরুত্বপূর্ণ দিন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আদিবাসী সম্প্রদায়ের মুক্তির লক্ষ্যে রুখে দাঁড়িয়ে ছিলেন সিধু কানু ১৮৫৫ সালের ৩০ সে জুন। সিধু- কানুর আত্মবলিদান ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এ স্বর্ণাক্ষরে লেখা আছে। বুধবার পূর্ব বর্ধমানের ভাতার বিধান সভার বিধায়ক মানগোবিন্দ অধিকারীর সহযোগিতায় ও পণ্ডিত রঘুনাথ মূর্মু আদিবাসী সংগঠনের উদ্যোগে ভাতারের ওর গ্রাম পাওয়ার হাউস মাঠে যথাযথ মর্যাদায় হুল দিবস পালিত হল।  প্রথমে সিধু কানুর প্রতিকৃতিতে মাল্যদান ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন, ভাতার থানার ওসি প্রণব কুমার বন্দোপাধ্যায় ও ভাতার বিধান সভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী, জেলা তৃনমূল কংগ্রেসের সহ সভাপতি বাসুদেব যশ, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সান্তনু কোনার সহ পণ্ডিত রঘুনাথ মূর্মু ছাত্র সংগঠনের সদস্য বৃন্দরা। এই অনুষ্ঠানে সকল আদিবাসী সম্প্রদায়ের মানুষদের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়।গুসকরা মহাবিদ্যালয় এর আদিবাসী ছাত্র-ছাত্রী দের অনুরোধে এই হুল দিবস পালন করা হয়। 

সরকারি নির্দেশ মেনে সারারাজ্য জুড়ে শুরু হচ্ছে বাস পরিষেবা

Image
কল্যাণ   দত্ত ,বর্ধমানঃ  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নির্দেশ মেনে সারারাজ্য জুড়ে ১লা জুলাই শুরু হতে চলেছে বাস পরিষেবা। সেই মতো দক্ষিণ দামোদর রুট সহ বর্ধমান জেলার সমস্ত জায়গাতে বাস পরিষেবা চালু করার প্রস্তুতি চলছে। কিন্তু দিনের পর দিন যেভাবে পেট্রোল এর মূল্য বাড়ছে তাতে কপালে চিন্তার ভাঁজ বাস মালিকদের। ৯৩ টাকা লিটার প্রতি ডিজেল কিনে বাস চালিয়ে লাভের মুখ কিভাবে দেখবেন সেটাই বুঝতে পারছেন না বাস মালিকরা। রাজ্যে সরকারের নির্দেশিকা অনুযায়ী ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালাতে বলা হয়েছে সমস্ত সরকারি ও বেসরকারি বাস। কিন্তু হিসেব করে দেখা যাচ্ছে জীবাশ্ম জ্বালানির দাম এবং বাসের যা কিছু আনুষঙ্গিক খরচ তার সাথে ৫০% যাত্রী নিয়ে বাস চালাতে গিয়ে তার থেকে আয়ের থেকে ব্যায় বেশি করে লোকসানের মুখে পড়বে বাস মালিকরা। ট্যাক্সের ক্ষেত্রে গত বছর আইনি জটিলতার জন্য তিন মাসের জায়গায় দু মাসের ছাড় পেলেও এবারে সরকার কিন্তু সেরকম কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলেই অভিমত বাস মালিকদের। অন্য দিকে আবার খারাপ রাস্তার জন্য বাস মেরামত থেকে শুরু করে শ্রমিকদের মাইনে দেওয়া সব টাই রয়েছে।  বিশেষত বেকার যুবকরা বাসের কন্ডাক্ট

করোনা আক্রান্তদের স্বাভাবিক ছন্দে ফেরানোর অভিনব উদ্যোগ সরকার মডেলিং ও রুপালী মডেলিং এর

Image
বাবলু হাসান লস্কর ,দঃ ২৪ পরগণাঃ করোনা নামক ভাইরাস সংক্রমণে ভারতবর্ষ তথা বিশ্বে এই মুহূর্তে কয়েক লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছে ।  করোনা ব্যাধির কারণে লকডাউন, আর এই লকডাউনে করোনা রোগীরা ( কোভিড পজেটিভ) আক্রান্ত রোগীরা  মানসিকভাবে বিপর্যস্ত। এই মুহূর্তে তাদের  ভারাক্রান্ত মনকে আনন্দে ভরিয়ে তুলতে সরকার মডেলিং ও রুপালী মডেলিং এর যৌর্থ উদ্যোগে বিভিন্ন এলাকায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তাদের এই মুহুর্তের উদ্যোগ। কোভিডে আক্রান্ত রুগির মনে একটু ও  শান্তি ও ভালো বাসার  আশ্বাস যোগাতে বিভিন্ন সেন্টারে  রোগীদের কে একটু স্বস্তি দিতে স্বেচ্ছাশ্রমে এমনই  উদ্যোগ । দিনের পর দিন মানুষের মনে আনন্দ বিনোদনের মূহুর্ত কমে যাচ্ছে । আগের দিন গুলিতে বিশেষ কোন দিন টি কে চড়ুই-ভাতিতে মাতামাতি হতো । আর এই মুহূর্তে তা আর দেখা মিলছেনা । সোশ্যাল ডিসটেন্স বজায় রাখার পালা। মানুষিক অসুস্থ  ব্যক্তিদের শারীরিকভাবে সুস্থ করে তুলতে তাদের এই মুহূর্তের পরিকল্পনা। কি ভাবে করোনা পজিটিভ রোগীরা স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এই মুহূর্তে তাদের মস্তিষ্ক প্রসূত পরিকল্পনা। বিভিন্ন সোশ্যাল সাইটে  বিশেষ করে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানান দিতে

বিএসফের গুলিতে মৃত্যু গরু পাচারকারীর

Image
নিজস্ব প্রতিবেদন, কোচবিহারঃ বিএসফের গুলিতে মৃত্যু হল এক গরু পাচারকারীর। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের ভোগ্রমাগুড়ি এলাকায়। বিএসএফ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে গরু পাচার করার সময় পাচারকারীদের চ্যালেঞ্জ করেন ১৪০ নম্বর ব্যাটেলিয়নের কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। সেই সময় পাচারকারীরা বিএসএফ জওয়ানদের ওপর চড়াও হয়। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এক বিএসএফ জওয়ানকে। পাচারকারীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায় বিএসএফ। বিএসএফের গুলিতে মৃত্যু হয় এক গরু পাচারকারীরা। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

নব বিদ্যুৎ সংযোগ প্রদান শিবির

Image
কল্যাণ দত্ত , বর্ধমানঃ পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি লিমিটেড খন্ডঘোষ কাস্টমার কেয়ার সেন্টার এর পক্ষ থেকে বিদ্যুৎ পরিষেবা মেলা অনুষ্ঠিত হল রায়নার দুই ব্লকের উচালনের পুষ্পডাঙা এলাকায়। এই গ্রাহক পরিষেবা মেলা থেকে তৎক্ষণাৎ প্রায় ৪১ টি বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় । উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন, ডিভিশনাল ম্যানেজার বর্ধমান সাউথ ডিভিশন সোহেল হাসান এবং স্টেশন ম্যানেজার খণ্ডঘোষ জ্যোতির্ময় চক্রবর্তী সহ অন্যান্যরা। বর্ধমান সাউথ ডিভিশনের পক্ষ থেকে এবং সেহারাবাজার ইলেক্ট্রিসিটি অফিস এর কর্মীরা পুস্পডাঙা গ্রামে এসে দেখেন এই গ্রামে অনেক সদস্য আছেন যারা অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ করে ছিলেন তাই কর্মীরা এসে  তাদের বোঝান ও বলেন বৈধ ভাবে বিদ্যুৎ নেওয়ার জন্য  এবং তারা খুব ভালো সাড়াও দেন। তাই  পুষ্পডাঙা গ্রামে ৪১ টি বাড়িতে মিটার দেওয়া হয় এবং ২৪ টি পোলের সংযোগ দেওয়া হয়। এর পর মিটার এ যা বিল উঠবে সেই মতো বিল দেবেন গ্রামবাসীরা এটাই আশা করছেন কর্মীরা।  পুষ্পডাঙা  গ্রামের বাসিন্দা নিখিল মাঝি জানান, এর আগে ভয়ে ভয়ে তাদের বিদ্যুৎ ব্যবহার করতে হতো। কিন্তু এখন আর ভয়ে থাকতে হবে না। ইলেক

করিমপুর পান্নাদেবী কলেজের এন সি সি ইউনিট 9/2 এর উদ্যোগে আন্তর্জাতীক যোগা দিবস পালন

Image
  অনিন্দিতা চক্রবর্তী, করিমপুরঃ একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হল রাজ্যের বিভিন্ন প্রান্তে । করোনা অতি মারি পরিস্থিতিতে নিজেদের সুস্থ রাখা টা খুব জরুরী , যা বর্তমানে সম্ভব হচ্ছে যোগা ব্যায়াম এর মাধ্যমে। এই পরিস্থিতিতে নিজেদের সুস্থ রাখার একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে যোগা ব্যায়াম। করোনা পরিস্থিতির কারণে কোথাও ভার্চুয়ালি পালিত হয় আবার কোথাও একসাথে গোনা কয়েকজন ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত হয় যোগা দিবসের বিশেষ নিবেদন। তেমনি সমস্ত রকমের করোনা বিধি মেনে ও শারীরিক দূরত্ব বজায় রেখে করিমপুর পান্নাদেবী কলেজের এন সি সি ইউনিট 9/2 এর উদ্যোগে এই দিন পালিত হলো আন্তর্জাতিক যোগা দিবস ।করিমপুর পান্না দেবী কলেজেই পালিত হল এই দিনে এই অনুষ্ঠান অনেকেই এখানে অংশগ্রহণ করেছেন।এই অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মিস্টার মাধবেন্দ্র মন্ডল।  সকাল সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী চলে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সূচনা করেন ভারপ্রাপ্ত আধিকারিক অধ্যক্ষ শ্রী কৌস্তব ভট্টাচার্য এখানে উপস্থিত ছিল ৪৩ এনসিসি ক্যাডেট। এই অনুষ্ঠানের সম্পূর্ণ দায়িত্বে ছিলেন সুজিত কুমার বিশ্বা

অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের আয়োজিত ফুড ব্যাংকের সহস্র দিন পার

Image
গোপাল দেবনাথ, আসানসোল : গতকাল এক অসাধারন অনুষ্ঠানের সাক্ষী ছিল আসানসোল নিবাসী। আরাডাঙ্গা দুর্গামন্দিরে এমন একটা অনুষ্ঠান উদযাপিত হলো যে ঘটনা রেকর্ড সৃষ্টি করেছে। একটু খোলসা করে বলা যাক। এই অনুষ্ঠানের উদ্যোক্তা অল ইন্ডিয়া হিউম্যান রাইটস। এক হাজার দিন!!! না, এটাকে কোনো সংখ্যার মাপকাঠিতে বিচার করলে খুবই ভুল হবে। সিনেমার দিনক্ষণ নয় অথবা ব্যাংকের ফিক্সড ডিপোজিট এর আমানত নয়। আমাদের সাধারণ ব্যাংক বা ব্ল্যাড ব্যাংক সম্পর্কে ধারণা থাকলেও এক হাজার দিন আগে ফুড ব্যাংক নিয়ে কোনো মানুষের ধারণা ছিল না। এই বিষয়ে সবার আগে যিনি উদ্যোগ নিয়েছিলেন তিনি হলেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর প্রতিষ্ঠাতা ও সর্বভারতীয় চেয়ারম্যান বুম্বা মুখার্জী এবং সহযোগিতায় সংস্থার উদ্যমী সদস্যবৃন্দ।  এই সংস্হা টানা একহাজারদিন ধরে (কোনরকম বিরতি না দিয়ে ) রাস্তার নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দিয়েছে।সাধারণ ভাবে আমরা একদিন কাউকে খাবার দিলে নিজেরা আত্মতৃপ্তিতে ভুগি এবং ভাবি বিরাট কিছু একটা করে ফেললাম। এক হাজার দিন মানে বুঝতেই পারা যাচ্ছে প্রায় তিন বছর ছুঁই ছুঁই। এই তিন বছরের মধ্যে গতবছর অর্থাৎ ২০২০ সালের মার্চ মাস থেকে কোভিড মহামার

ফোরাম ফর দুর্গোৎসবের তত্বাবধানে করোনা ভ্যাকসিন প্রদান

Image
সমীরণ দাস: কলকাতা: ভবানীপুর সুদেশ ভবনে ফোরাম ফর দুর্গোৎসবের পক্ষ থেকে এক করোনা প্রতিরোধে ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করা হয়েছিল। রাজ্য সরকার এবং এস এস কে এমের (পিজি) তত্বাবধানে অনুষ্ঠিত হলো এই ভ্যাকসিন প্রদান অনু্ঠান। যে সমস্ত পুজাকমিটির সাহায্য আজ বেহালা এবং কসবা জোনের সদস্য সদস্যাদের ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করা হয়েছিলো। সুন্দর ব্যবস্থাপনায় সুদেশ  ভবনে সম্পন্ন হলো ভ্যাকসিন প্রদান অনুষ্ঠান। আগামী দুর্গোৎসব সুস্থ এবং সফভাবে সম্পন্ন করতে পূজা কমিটির সদস্যদের সুস্থ রাখার জন্য দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ফোরাম ফর দুর্গোৎসব।

কলকাতা প্রেস ক্লাবে সংবাদিকের সাড়ে বারোশো কোভিড টিকা

Image
সৌমেন সাহা, কলকাতাঃ কলকাতায় সোমবার সংবাদকর্মীদের টিকা দানের সপ্তম দিনের শিবিরের শেষে সাংবাদিক ও চিত্র সাংবাদিকের টিকাকরণের মোট প্রায় সাড়ে বারশো ডোজ সম্পুর্ণ হয়েছে। সংবাদপত্র, টিভি, বেতার ও সংবাদ পোর্টালের সঙ্গে যুক্ত ১৮ বছর বয়েসের উর্ধে সরকারি এক্রিডেটেডেট এবং এক্রিডেটেড নয় এমন সমস্ত ধরণের সংবাদকর্মীকে প্রেস ক্লাব, কলকাতা আয়োজিত এই শিবিরগুলিতে কোভিড টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হয়। পশ্চিমবঙ্গে সাংবাদিকদের করোনা যোদ্ধা ঘোষণা করায় রাজ্য সরকারের উদ্যোগে বিনামূল্যে অগ্রাধিকারের ভিত্তিতে প্রেস ক্লাব, কলকাতায় এই টিকাকরণ শিবিরগুলির আয়োজন করা হয়। সোমবার প্রেস ক্লাবে অনুষ্ঠিত সপ্তম দিনের শিবিরে দুশো জনের মতো সাংবাদিক ও চিত্র সাংবাদিক করোনার টিকা নেন। তাদের মধ্যে ১৮ থেকে ৪৪ বছর বয়েসের প্রায় ১২০ জন এবং ৪৫ বছরের বেশি বয়সের প্রায় ৭০ জন ছিলেন। কলকাতার নীলরতন সরকার হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা টিকা প্রদান করেন।

গ্রাম বাংলার ঘরে ঘরে পালিত আজ দশহরা পূজা

Image
সমীরণ দাস, কলকাতাঃ   গ্রাম বাংলার ঘরে ঘরে পালিত আজ দশহরা পূজা। এদেশীয় অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের একটি আদি পূজা অনুষ্ঠান। মূলত দেবী মনসার আরাধনা করা হয় পূজায়।কথিত আছে এই যদি কোনোরূপ বৃষ্টি না হয় তাহলে সাপের বিষ বেড়ে যায়। কোথাও  কোথাও আবার গঙ্গা পূজা হিসাবেও পালন করা হয় এই দিনটি।এই পূজাতে দশটি ফল, দশটি ফুল এবং দশটি সাপের মাটির প্রতিকৃতি তৈরী করে পূজা করা হয়। এই দিনটিতে এদেশীয় বাড়ীতে কোনোরূপ রান্নার উনান জ্বালানো হয় না।  সারা দিন ফলমূল,মিষ্টি এবং জলদেওয়া ভাত ও আলু সেদ্ধ খাওয়া হয়। কোনো বাড়ীতে আগের দিনের তৈরী করা রুটি,তরকারিও খাওয়া হয়। বর্তমান যুগে বাড়ীতে অরন্ধন পালন করে বাইরে গিয়ে প্রথা পালনের রীতি চালু হয়ে গেছে। বাংলার বুক থেকে অবলুপ্তির পথে আরও একটি রীতি আজও পালিত হচ্ছে ঘরে ঘরে।

জন্মদিন উৎযাপনে খাদ্যসামগ্রী প্রদান সৌমেন সাহার

Image
সৃঞ্চিনী পোদ্দার, পানিহাটিঃ করোনা আবহ কেড়ে নিয়েছে বহু মানুষদের রুচি রোজগার। পকেটে টান পড়ছে সংসার চালানোর ক্ষেত্রে। এই সংকটময় পরিস্থিতিতে সমাজের সচ্ছল ব্যাক্তি আবার বিভিন্ন ক্লাব সংগঠন নিজেদের প্রচেষ্টায় সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। এই সমস্ত কর্মকান্ড সমাজের কাছে তুলে ধরার ক্ষেত্রে যাদের ভুমিকা অপরিসীম তারা হলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। তারাও সমাজকর্মী হিসেবে মানুষদের পাশে থাকেন। এবার সংবাদদাতাদের উদ্যোগে পথশিশুদের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এর পাশাপাশি সোদপুর , খড়দহ স্টেশন চত্বরে থাকা দুস্ত অসহায় বৃদ্ধদেরও নিত্য প্রয়োজনীয় কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। করোনা সংক্রমণের জেরে সকলকে মাস্ক এবং স্যানিটাইজার দেওয়া হয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হাতে প্রয়োজনীয় প্রোটিন জাতীয় খাবারের সম্ভার তুলে দেন উদ্যোক্তারা। শিবম ডান্স সেন্টারের কর্ণধার সৌমেন সাহার তত্বাবধানে তার জন্মদিন উৎযাপনে সোদপুর স্টেশনে কোষার অবৈতনিক শিক্ষাকেন্দ্রের শতাধিক ছাত্রছাত্রীদের, পানিহাটি প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রায় দেড়শো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এবং খরদহ স্টেশনে প্রায় তিনশো লোকের হাতে তুলে দে

ত্রাণ নিয়ে মানুষের পাশে মেদিনীপুর কুইজ কেন্দ্র

Image
  নিজস্ব প্রতিবেদন, মেদিনীপুরঃ ইয়াশ ঘুর্ণি ঝড়ের পর থেকে ধারাবাহিকভাবে ত্রাণ বিতরণ করে চলেছে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। বৃহস্পতিবার ২১ দিনে ত্রাণ বিতরণ করে সংস্থা। ইতিমধ্যেই ঝড় ও জলোচ্ছ্বাস কবলিত পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি ব্লকে সংস্থার সদস্যরা সেখানকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বৃহস্পতিবার মেদিনীপুর কুইজ কেন্দ্র সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা পৌঁছে যায় প্রবল ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে প্রবল জলোচ্ছ্বাসে রূপনারায়ণ নদের তীরে ভেসে যাওয়া তমলুক থানার অন্তর্গত শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন ছোটো গ্রাম আঁচাইপুর ও গোবরাতে।  একেবারে রূপনারায়ণ নদের কোলে যেখানে চরের বাঁধ ভেঙে জল ঢুকেছিল। এখনও সেচ দপ্তর জরুরী ভিত্তিতে তৈরী অস্থায়ী নদীবাঁধের গা বেয়ে চলছে নদীর প্রবল জলস্রোত। প্রায় ৭০ ফুট কংক্রিটের রাস্তা ভেঙে জল ঢুকেছিল এই গ্রামে। এখানে প্রায় ৩০০ টি পরিবারের বসবাস। ঘূর্ণি ঝড় ইয়াশ এর প্রভাবে জলোচ্ছ্বাসে অনেক মানুষের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। কিছু মানুষকে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে। ম

রাস্তাতেই জামাইদের নিয়ে জামাইষষ্ঠী পালন বিধায়ক অরিন্দম গুইনের

Image
সৃঞ্চিনী পোদ্দার, হুগলীঃ জামাইষষ্ঠী মানেই শাশুড়ি জামাই স্পেশাল দিন। নিজের হাতে সাজিয়ে গুছিয়ে শাশুড়িরা জামাইদের খাওয়ান। এটাই পরিচিত রীতি। আর রীতি পালন হয় ঘরে ঘরে।  আজ্ঞে না। ঘরে ঘরে এই রীতি পালন হয় না। বহু পরিবার এই সংকটময় পরিস্থিতির শিকার। আয়হীন হয়ে পড়েছেন অনেকেই। কোনো ক্রমে কাটছে দিন। তার উপর এই সমস্ত নিয়ম রীতি। এই সব আর সামলে ওঠা হচ্ছে। তবে কি সেই সমস্ত পরিবারে জামাইষষ্ঠী পালন হবে না? অভিনব ভাবনায় এবার রাস্তায় পালন করা হলো জামাই ষষ্ঠী অনুষ্ঠান। দুস্ত পরিবারের জামাইদের নিয়ে এক সাথে পালিত হলো জামাইষষ্ঠী। এর আগে এমন দৃশ্য হয়তো কখনও দেখা যায়নি। হুগলির চাপদানি বিধানসভার নব নির্বাচিত বিধায়ক অরিন্দম গুইনের উদ্যোগে এবার দুস্ত পরিবারের জামাইদের নিয়ে পেট পুজোর ব্যবস্থা করা হয়। পাতে ভাত, পাঁচ রকম ভাজা , মাছ , মাংস থেকে শুরু করে শেষ পাতে ছিলো দই মিষ্টিও। জামাই আপ্যায়নে কোনো রকম খামতি রাখলেন না চাপদানির বিধায়ক অরিন্দম গুইন। নিজে দাঁড়িয়ে থেকে জামাইদের খাওয়ালেন তিনি। এর আগে নির্বাচনে জয়লাভ করে এই জায়গায় বহু বিধায়ক এসেছেন। তবে এমন এক অভিনব ভাবনার কথা কেউ ভাবেনি। একেবারে নজির গড়লেন হুগলির চাপ

সংকল্প ফাউন্ডেশনের মানবিক প্রয়াস, রিক্সা চালকদের খাদ্য সামগ্রী বিতরণ

Image
নিজস্ব প্রতিবেদন, মেদিনীপুরঃ মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকার ৯০ জন রিক্সা চালককে মহামারির সময়ে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয় পটনাবাজার অন্তর্গত পার্কের মাঠে। প্রত্যেক রিক্সা চালক ভাই রিক্সা নিয়ে উপস্থিত হযে ছিলেন। বর্তমানে পরিস্থিতিতে রাস্তাতে লোক জন কম থাকার জন্য রিক্সা চালক ভাইয়েদের আয় কমেছে। তাই সংকল্প ফাউন্ডেশনের এই মহতী  উদ্যোগ তাদের মুখে আনন্দ ভরিয়ে দিয়েছে। ফাউন্ডেশন এই পরিস্থিতিতে ট্রাফিক পুলিশ, সাফাই কর্মী এবং অনাথদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে। এটি একটি ফাউন্ডেশনের অন্যতম উদ্যোগ। উপস্থিত ছিলেন  সংস্থার   প্রধান উপদেষ্টা গোপাল সাহা, সম্পাদিকা পারমিতা সাউ, প্রতিষ্ঠাতা  পিন্টু সাউ ও ড: শান্তনু পাণ্ডা । সদস্য রাকেশ দাস, অনিশ সাউ, প্রতিমা রানা, মুনমুন ঘোষ, নিলঞ্জ্না সাউ, মণ্টু সাউ, ড. বিদ্যুৎ ভট্টাচার্য, অপর্না দাস, রত্না দে, নরোত্তম দে। এছাড়া বিজয় দাস, বাবুদে, অমরনাথ বিদ। সমাজে যারা মানুষ কে পরিসেবা দেন তাদের পাশে সংকল্প ফাউন্ডেশন সব সময় আছে ও থাকবে।

দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মৃত্যুদিবসে শ্রদ্ধাজ্ঞাপন

Image
সন্দীপ চক্রবর্ত্তীঃ   দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ  হলেন একজন বাঙালি আইনজীবী,  রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী, কবি ও লেখক । তিনি বহুমুখী প্রতিভার অধিকারি ছিলেন । ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় বাংলায় স্বরাজ পার্টির  প্রতিষ্ঠাতা-নেতা ছিলেন তিনি । ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময়কালে তাঁর নাম সংক্ষেপে সি আর দাশ  নামে সমধিক পরিচিত ছিলো। তিনি অন্যায় কে কখনো সহ্য করতেন না, আর অসহায় দীন দারিদ্রের প্রতি তাঁর দয়ার অন্ত ছিলো না । তৎকালীন সময়ে বৃহৎ অঙ্কের আয় অর্জনকারী উকিল হওয়া সত্ত্বেও তিনি তার সম্পদ অকাতরে  বিলিয়ে দিয়ে বাংলার ইতিহাসে দানবীর হিসাবে সুপরিচিত হয়ে আছেন । তিনি "দেশবন্ধু" নামেতে জগৎ বিখ্যাত হয়ে আছেন।  এই মহান নেতার প্রয়ানের পর শোকার্ত রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্বন্ধে লিখেছেন.....    "এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ। মরণে তাহাই তুমি করে গেলে দান।।" জন্ম: ৫ ই নভেম্বর, ১৮৭০ সাল, কলকাতা  মৃত্যু:১৬ ই জুন,১৯২৫ সাল, দার্জিলিং চিত্তরঞ্জন দাশ কলকাতা এক উচ্চ মধ্যবিত্ত পরিবারে ১৮৭০ সালের ৫ ই নভেম্বর জন্মগ্রহণ করেন । তার পৈতৃক নিবাস বর্তমান বাংলাদেশের ঢাকা জেলার বিক্র

জন্মদিনে হেমন্ত মুখোপাধ্যায় স্মরণ

Image
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ বুধবার মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয় চত্বরে রবীন্দ্র স্মৃতি সমিতির উদ্যোগে শ্রদ্ধার সঙ্গে পালিত হলো প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন। এদিন এই উপলক্ষ্যে রবীন্দ্র নিলয় চত্বরে অবস্থিত হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তি এবং প্রয়াত সঙ্গীত শিল্পী তথা রবীন্দ্র স্মৃতি সমিতির প্রাক্তন সাংস্কৃতিক সম্পাদক হায়দার আলির প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এদিনের কর্মসূচিতে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী শাওন সিংহ ও সুদীপ করণ। উপস্থিত ছিলেন রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা, সাহিত্যিক বিদ্যুৎ পাল, বাচিক শিল্পী অমিয় পাল, অঞ্জন শিকদার, সুদীপ মাইতি, অমিত দাস,বিশ্বদেব চৌধুরী,শুভ চৌধুরী, শাওন সিংহ, সুদীপ করণ প্রমুখ সাংস্কৃতিক ব্যাক্তিত্ব। উল্লেখ্য  গত বছর হেমন্ত মুখোপাধ্যায়ের শততম জন্মদিবসে প্রয়াত সঙ্গীত শিল্পী হায়দার আলির বিশেষ প্রচেষ্টায় রবীন্দ্র স্মৃতি সমিতির উদ্যোগে, শ্লেট পাথরের  তৈরি ঝাড়গ্রামের শিল্পী সুবীর বিশ্বাসের তৈরি হেমন্ত মুখোপাধ্যায

বিবাহ বার্ষিকীতে রেড ভলান্টিয়ারদের পাশে শিক্ষক দম্পতি

Image
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ   বিবাহ বার্ষিকীতে রেড ভলান্টিয়ারদের পাশে শিক্ষক  দম্পতি। করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটে এখনো কাঁপছে গোটা দেশ।এই সময়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে গোটা বাংলা জুড়ে মানুষের পাশে দাঁড়াতে দিনরাত ছুটে বেড়াচ্ছেন বামপন্থী ছাত্রযুবদের নেতৃত্বাধীন রেড ভলান্টিয়ার্সরা। রেড ভলেন্টিয়ারদের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন শুভানুধ্যায়ীরা। বুধবার নিজেদের  বিবাহ বার্ষিকীর দিন রেড ভলান্টিয়ারদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এক শিক্ষক দম্পতি। মেদিনীপুর শহর সংলগ্ন তলকুই-এর বাসিন্দা মেদিনীপুর সদরের চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুমন সামন্ত ও তাঁর স্ত্রী পাহাড়ীপুর গার্লস হাইস্কুলের শিক্ষিকা সুনীতা সামন্ত'র পঞ্চদশ বিবাহ বার্ষিকী ছিল বুধবার। এদিন সকালে তাঁরা মেদিনীপুর শহরের রেড ভলান্টিয়ারদের হাতে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী কেনার জন্য তিন হাজার টাকার চেক তুলে দিলেন।  রেড ভলান্টিয়ারদের পক্ষ থেকে শিক্ষক দম্পতিকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়। ভলান্টিয়ারদের পক্ষে উপস্থিত ছিলেন সুব্রত চক্রবর্তী,মানস প্রামাণিক, মৃণাভ শুর, কৌশিক

বিশ্ব বিজ্ঞানীদের তালিকায় মেদিনীপুর সিটি কলেজের অধ্যাপক কুন্তল ঘোষ

Image
  নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ বিজ্ঞান শিক্ষার প্রসার এবং বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মেদিনীপুর সিটি কলেজ। সমস্ত রকম সীমাবদ্ধতাকে দূরে সরিয়ে জগৎসভায় স্থান করে নিলেন জঙ্গলমহলের জেলার এই কলেজের  একজন গবেষক অধ্যাপক।  সম্প্রতি প্রকাশিত বিশ্বের গবেষকদের তালিকায় স্থান করে নিলেন সদ্য চার বছরে পদার্পণ করা মহাবিদ্যালয় এর বায়োলজিক্যাল সায়েন্স  বিভাগের অধ্যাপক কুন্তল ঘোষ I তার এই কৃতিত্বে গর্বিত গোটা মহাবিদ্যালয় I খুশির হাওয়া মহাবিদ্যালয় জুড়ে। প্রতিবছরই বিশ্বের সমস্ত বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ে যে সমস্ত বিষয়ে গবেষণা হয়, তার নিরিখে বিজ্ঞানীদের অবস্থান দেখা হয় I এবারও তার ব্যতিক্রম হয়নি I বিশ্ববিজ্ঞানী এবং বিশ্ববিদ্যালয় রাঙ্কিং এর তালিকা অনুযায়ী দেখা গেল, কুন্তল বাবু গোটা এশিয়াতে রেংকিং এর স্থান 78103 আর দেশে রেংকিং-এ স্থান 7563 I এই তালিকা তৈরির ক্ষেত্রে প্রকাশিত ও স্বীকৃত গবেষণাপত্রের নিরিখে বেছে নেওয়া হয়েছে ওই অধ্যাপককে I তালিকা দেখে স্বভাবতই খুশি মহাবিদ্যালয় এর কর্ণধার অধ্যাপক প্রদীপ ঘোষ বলেন, "বিশ্বসেরা তালি

বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গী হলেন শ্রীময়ী চট্টরাজ

Image
 নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ বিধায়ক কাঞ্চন মল্লিকের জীবনে এবার এক নতুন অভিনেত্রীর আগমন? এই প্রশ্নই এখন কেবল ঘুরপাক খাচ্ছে তার ফ্যানের মুখে।  কৃষ্ণকলি ধারাবাহিকে রাধারাণির চরিত্রে অভিনয় করেছে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। একসাথে বহু ফ্রেমে নজর কাড়ছে কাঞ্চন-শ্রীময়ী জুটি। শোনা যাচ্ছে নানা গুজব। তাহলে কি সত্যিই প্রেমের বন্ধনে জড়ালেন এই দুই অভিনেতা অভিনেত্রী? প্রায়শয়ই বিধায়ক কাঞ্চন মল্লিকের সাথে উত্তরপাড়ার বিভিন্ন জায়গায় নানা সামাজিক কর্মসূচীতে সাধ দিতে উপস্থিত থাকছেন অভিনেত্রী শ্রীময়ি। ধীরে ধীরে অবলম্বন হয়ে উঠছেন বিধায়ক কাঞ্চনের। গতকাল উত্তরপাড়ার ২০ নম্বর ওয়ার্ডের দুস্ত অসহায় শিশুদের মাস্ক এবং খাদ্য বিতরণ করা হয়। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক কাঞ্চন মল্লিক এবং সাথে তার সঙ্গী শ্রীময়ি। এইদিনের এই কর্মসুচীতে উপস্থিত থাকাকালীন শ্রীময়ির সাথে সবসময় পাশাপাশি থেকেছেন কাঞ্চন। এবার কাঞ্চনের সংসারে কি হাইফেন হয়ে স্থান নিতে চলেছে অভিনেত্রী শ্রীময়ি।  স্ত্রী এবং ছেলেকে বাড়িতে রেখে রাজনীতির ময়দানে ব্যাপকভাবে কাজে ব্যস্ত বিধায়ক কাঞ্চন মল্লিক। অভিনেত্রী শ্রীময়িকে সঙ্গী হিসেবে পাশে রেখে উত্তরপাড়

বিধায়ক পরেশ পালের উদ্যোগে দুঃস্থদের খাদ্য সামগ্রী বিতরণ

Image
গোপাল দেবনাথ, কলকাতাঃ বেলেঘাটার বিধায়ক পরেশ পালের উদ্যোগে ৫০০০ দুঃস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ। বেলেঘাটার বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ আসেন এইদিনের এই কর্মসূচীতে। বহু অসহায় দুস্ত মানুষদের কিছুটা সাহায্য হবে এতে। এই কর্মসূচী পালনের মধ্যে দিয়ে এলাকার দুস্থ মানুষদের হাতে নিত্য প্রয়োজনীয় কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় । আগামী দিনেও এইভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন উদ্যোক্তা পরেশ পাল।  গতবছর থেকেই করোনা অতিমারী সাধারণ মানুষের জীবন দুর্বিসহ করে তুলেছে। লক্ষ লক্ষ মানুষ আজ কর্মহীন হয়ে পথে বসে গেছে । সেই সাথে বহু মানুষেরা তাদের প্রিয়জনদের হারিয়েছে। বছর ঘুরতে না ঘুরতেই করোনার দ্বিতীয় ঢেউ আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। এখনও চলছে নিয়ন্ত্রিত জীবন যাত্রা।  বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমাজসেবী পরেশ পাল।  সারা বছর ধরেই মানুষের সেবায় নিয়োজিত থাকেন তিনি। ঠিক তেমনই তার কাজের মধ্যে একটা বিরাট চমক থাকে। বিধায়ক পরেশ পালের উদ্যোগে এলাকার দুঃস্থ মানুষের কথা ভেবে গত ১৩ জুন বেলেঘাটা ফুলবাগানে নেতাজী ও গান্ধী মূর্তির পাদদেশে ৫০০০ জন দুঃস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দি

ইস্টবেঙ্গল ক্লাবের সাথে যৌথ উদ্যোগে রাসবিহারীতে অন্ন প্রদান

Image
গোপাল দেবনাথ ,কলকাতাঃ  বর্তমানে আমাদের রাজ্যে করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা ৫০০০ এর ঘরে নেমে এসেছে, এটি খুবই আশার কথা। আমাদের আত্মনিয়ন্ত্রণ, করোনা বিধি মেনে চলা, টিকাকরণ সব কিছুরই জন্যেই আমরা এখন আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছি। সম্প্রতি বিধ্বংসী ঝড় যশ সাধারণ মানুষদের আর্থিক দিক থেকে আরো কোনঠাসা করে তুলেছে। ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে উদ্যোগ নিয়ে দিন আনা দিন খাওয়া মানুষেরা যারা কর্মহীন হয়ে পড়েছে, তাদের সাহায্য করার জন্য আমরা এগিয়ে আসি। তারই অঙ্গ হিসাবে রাসবিহারীতে আজ ২৫০ জন মানুষকে দুপুরের খাবার খাওয়ানো হল এই সব কথা সাংবাদিকদের জানালেন খুকুমনির ডিরেক্টর অরিত্র রায়চৌধুরী। এই মহতী অনুষ্ঠানের সাক্ষী ছিলেন বিধায়ক দেবাশিষ কুমার, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা।     রূপক সাহা বলেন,  করোনা বিধি মেনে এত মানুষকে একসঙ্গে খাওয়ানোটাও ছিল একটা গুরুদায়িত্ব। যে সকল মানুষ  সচেতনভাবে সহযোগিতা করেছেন তারা হলেন সুমন দাস সোমনাথ দত্ত পিঙ্কু ঘোষ এবং গোপাল ঘোষ। 

রাজ্যে বিধিনিষেধের মেয়াদ বাড়ালো রাজ্য

Image
  নিজস্ব প্রতিবেদন,  নবান্নঃ ১৬ মে থেকে বিধিনিষেধ সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করল  রাজ্য।  *২৫ শতাংশ কর্মীদের উপস্থিতি নিয়ে সমস্ত সরকারি অফিস চলবে *বেসরকারি অফিস ১০টা থেকে -৪ টে পর্যন্ত খোলা থাকবে *২৫ শতাংশ কর্মী উপস্থিতি থাকতে পারেন বেসরকারি অফিসে *অফিসের কর্মীদের জন্য পরিবহণের ব্যবস্থা করবে অফিস। সেক্ষেত্রে ই-পাসের ব্যবস্থা থাকবে। *প্রাতঃভ্রমণের জন্য সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত পার্ক খোলা থাকবে *টিকার দুটো ডোজ সম্পূর্ণ হলে তবেই ঢোকা যাবে পার্কে *বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত *অন্যান্য দোকান খোলা থাকবে ১১টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত *রেস্তরা-বার, শপিং মল বা হোটেল খোলা থাকবে বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত *শপিং মল ১১-৬টা পর্যন্ত খোলা থাকবে *২৫ শতাংশের বেশি কর্মী হাজির থাকতে পারবেন না শপিং মলে।   *একসঙ্গে সর্বাধিক ঢুকতে পারবেন ৩০ শতাংশ ক্রেতা *স্টেডিয়ামে খেলা হতে পারে। তবে দর্শক থাকতে পারবেন না। *শুটিং ইউনিটে ৫০ জন সদস্য হাজির থাকতে পারবেন। প্রত্যেকের টিকাকরণ সম্পূর্ণ হতে হবে *স্কুল-কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ *লোকাল ট্রেন, মেট্রো পরিষেবা বন্ধ। বন্

পুরুষতান্ত্রিক সমাজে পুরুষত্বের সুরক্ষার অভাব নিয়ে মতবিরোধ, প্রয়োজন সরকারের হস্তক্ষেপ

Image
বিবেকানন্দ সেনগুপ্তঃ কোনো এক সময় নারীর উপর নির্যাতন করা, নারীকে অবহেলা করা, নারী ধর্ষন সহ নারীদের অসন্মানের প্রবনতা এতোটাই বর্ধিষ্ণু যে বাধ্য হয়ে নারীসুরক্ষার জন্য একটা পৃথক নারী নির্যাতন আইন প্রনয়ন হয়েছিল। কিন্তু বর্তমানে নারীরা সেই আইনকে অপব্যবহার করে পুরুষের উপর খবরদারি করছে ও নির্যাতন চালাচ্ছে, আর তাতে সহযোগিতা করছে নারীবাদীরা ও নারীভোগি লোভী পুরুষ, তাই এই আইন পরিবর্তন করতে হলে আন্দোলন ব্যতীত কোনো পথ নেই। ভারত সরকারী সংস্থা NCRB পরিসংখ্যান অনুযায়ী মামলাগুলির ৮৬% বধূ নির্যাতন মিথ্যা, ৭৩% ধর্ষন মিথ্যা, ৭৪% শ্লীলতাহানির মিথ্যা।  কর্মক্ষেত্রে যৌন হয়রানির অধিকাংশ অভিযোগ মিথ্যা। প্রতি বছর ভারতে বিবাহিত পুরুষের মধ্যে আত্মহত্যার হার বিবাহিত মহিলাদের তুলনায় প্রায় তিনগুণ বেশী। বাংলায় রুদ্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটি নিশুল্ক ফাউন্ডেশন, যারা ২০১৪ থেকে প্রচুর সামাজিক কাজের সাথে যুক্ত, পীড়িত পুরুষ-নারী নির্বিসারে আইনি সাহায্য তথা মানসিক শক্তি দৃঢ় করতে সাহায্য করে। কলকাতা থেকে হুগলি, ভবানিপুর জেলায় রুদ্রার বিভিন্ন শাখা বিস্তারিত হয়েছে। রুদ্রার লিগাল সেল খুবই শক্তিশালী। কলকাতা হাইকোর্টের বিশিস্ট