গ্রাম বাংলার ঘরে ঘরে পালিত আজ দশহরা পূজা

সমীরণ দাস, কলকাতাঃ  গ্রাম বাংলার ঘরে ঘরে পালিত আজ দশহরা পূজা। এদেশীয় অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের একটি আদি পূজা অনুষ্ঠান। মূলত দেবী মনসার আরাধনা করা হয় পূজায়।কথিত আছে এই যদি কোনোরূপ বৃষ্টি না হয় তাহলে সাপের বিষ বেড়ে যায়। কোথাও  কোথাও আবার গঙ্গা পূজা হিসাবেও পালন করা হয় এই দিনটি।এই পূজাতে দশটি ফল, দশটি ফুল এবং দশটি সাপের মাটির প্রতিকৃতি তৈরী করে পূজা করা হয়। এই দিনটিতে এদেশীয় বাড়ীতে কোনোরূপ রান্নার উনান জ্বালানো হয় না। 

সারা দিন ফলমূল,মিষ্টি এবং জলদেওয়া ভাত ও আলু সেদ্ধ খাওয়া হয়। কোনো বাড়ীতে আগের দিনের তৈরী করা রুটি,তরকারিও খাওয়া হয়। বর্তমান যুগে বাড়ীতে অরন্ধন পালন করে বাইরে গিয়ে প্রথা পালনের রীতি চালু হয়ে গেছে। বাংলার বুক থেকে অবলুপ্তির পথে আরও একটি রীতি আজও পালিত হচ্ছে ঘরে ঘরে।

Comments

Popular posts from this blog

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক