পরমাণুর স্পষ্ট ছবি প্রকাশ করে গোটা বিশ্বকে চমকে দিলেন বিজ্ঞানীরা

 


ওয়াশিংটন: ছবি তোলার সময় ছোট জিনিসকে বড় করতে আমরা সাধারণত জুম করে থাকি। আর কতটুকুই বা আমরা জুম করি। বড়জোর ৫ একক কিংবা ১০ একক। তার বেশি জুম করলে ছবির রেজলিউশন ঠিক থাকে না। এবার সেই জুমের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে গবেষকরা। একটি ছবিকে ১০০ মিলিয়ন একক জুম করা হয়েছে। অবাক হচ্ছেন তো? মনে হতেই পারে এমন ছবির গুণগতমান খুবই খারাপ হবে। তবে বলে রাখি সেইরকম কোনো কিছুই হয়নি। ছবির গুণগত মান নষ্ট তো হয়নি, বরং এভাবে জুম করেই পাওয়া গিয়েছে পরমাণুর (Atoms) সবচেয়ে নিখুঁত, ঝকঝকে ছবি।

নিউ-ইয়র্কের কর্নেল ইউনিভার্সিটির (Cornell University) গবেষকদের এই অসাধ্য সাধন করে গোটা পৃথিবীর বিজ্ঞানীদের অবাক করে দিয়েছে। আর একটি বিশেষ কম্পিউটার অ্যালগরিদমের সাহায্যে বিজ্ঞানীরা এই কাজ করেছেন।

 অবাক করা ছবিটি আসলে প্রেসিউডিয়াম অর্থোস্ক্যান্ডেট নামক একটি কেলাসের আণুবীক্ষণিক ছবি। ইলেকট্রন টাইকোগ্রাফিক রি-কনস্ট্রাকশন পদ্ধতিতে এই ছবিটা তৈরি করা হয়েছে। এই পদ্ধতিতে নানা দিক থেকে ইলেকট্রন রশ্মি দিয়ে আঘাত করা হয় একটি পরমাণুকে। তারপর নির্দিষ্ট ডিটেক্টরের সাহায্যে প্রতিফলিত ইলেক্ট্রনগুলিকে চিহ্নিত করা হয়। এরপর কম্পিউটার অ্যালগরিদমের সাহায্যে সেই তথ্য বিশ্লেষণ করে তৈরি করা হয় পরমাণুর ছবি। এই প্রক্রিয়াকেই বলা হয় ইলেক্ট্রন টাইকোগ্রাফিক রি-কনস্ট্রাকশন। এই পদ্ধতি চলে আসছে বহুদিন ধরে। কিন্তু তা সত্ত্বেও এমন নিখুঁত ছবি কোনোদিন তোলা সম্ভব হয়নি। নতুন ৩-ডি কনস্ট্রাকশন অ্যালগরিদমের (3D reconstruction algorithms) সাহায্যেই এই অসাধ্য সাধন করা হয়েছে। 

কর্নেল ইউনভার্সিটির অধ্যাপক ডেভিড মুলার (David Muller) এই ছবিটি আবিষ্কার করে ভীষণ উচ্ছসিত। তাঁর মতে, বিজ্ঞানীদের চোখে এতদিন একজোড়া পুরনো চশমা ছিল। এবার সেটা খুলে ফেলার সময় এসেছে। এর ফলে পারমাণবিক গঠন সম্পর্কে আরো স্পষ্ট ধারণা তৈরী হবে। এবং ভবিষ্যতে তা আরও উন্নত করা সম্ভব হবে।

তবে একটি পরমাণুর ছবি তোলার ক্ষেত্রে এই নতুন অ্যালগরিদম আগের তুলনায় অনেকটাই বেশি সময় নিচ্ছে। সেই সমস্যার সমাধানও ভবিষ্যতে সম্ভব হবে বলে জানিয়েছেন কর্নেল ইউনভার্সিটির অধ্যাপক ডেভিড মুলার। পরমাণু গবেষণার জগতে এই প্রযুক্তি এক যুগান্তকারী আবিষ্কার, তা বলার অপেক্ষা রাখে না।

#সংগৃহীত


Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের