ইস্টবেঙ্গল ক্লাবের সাথে যৌথ উদ্যোগে রাসবিহারীতে অন্ন প্রদান


গোপাল দেবনাথ ,কলকাতাঃ বর্তমানে আমাদের রাজ্যে করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা ৫০০০ এর ঘরে নেমে এসেছে, এটি খুবই আশার কথা। আমাদের আত্মনিয়ন্ত্রণ, করোনা বিধি মেনে চলা, টিকাকরণ সব কিছুরই জন্যেই আমরা এখন আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছি। সম্প্রতি বিধ্বংসী ঝড় যশ সাধারণ মানুষদের আর্থিক দিক থেকে আরো কোনঠাসা করে তুলেছে। ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে উদ্যোগ নিয়ে দিন আনা দিন খাওয়া মানুষেরা যারা কর্মহীন হয়ে পড়েছে, তাদের সাহায্য করার জন্য আমরা এগিয়ে আসি। তারই অঙ্গ হিসাবে রাসবিহারীতে আজ ২৫০ জন মানুষকে দুপুরের খাবার খাওয়ানো হল এই সব কথা সাংবাদিকদের জানালেন খুকুমনির ডিরেক্টর অরিত্র রায়চৌধুরী। এই মহতী অনুষ্ঠানের সাক্ষী ছিলেন বিধায়ক দেবাশিষ কুমার, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা। 

  

রূপক সাহা বলেন,  করোনা বিধি মেনে এত মানুষকে একসঙ্গে খাওয়ানোটাও ছিল একটা গুরুদায়িত্ব। যে সকল মানুষ  সচেতনভাবে সহযোগিতা করেছেন তারা হলেন সুমন দাস সোমনাথ দত্ত পিঙ্কু ঘোষ এবং গোপাল ঘোষ। 

Comments

Popular posts from this blog

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক