শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এর উদ্যোগে শুরু হলো কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্প

 


গোপাল দেবনাথ, কলকাতা: বিশ্বজুড়ে করোনা অতিমারীর দাপট আজও শেষ হলো না। উপরন্তু গত বছরের শুরু হওয়া করোনা অতিমারীর প্রকোপ এই বছর অনেকটাই বেশি মাত্রায় দেখা যাচ্ছে। সেই সাথে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা অনেকটাই বেশি। বিশ্বের নানা প্রান্তের বিশেষজ্ঞদের একটাই মত করোনা ভ্যাকসিন এর ডোজ না নিলে এই রোগের প্রকোপ থেকে মুক্ত হওয়া সম্ভবপর নয়। সেই সাথে অন্যান্য বিধি নিষেধ তো আছেই। 

রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় সকল ব্যবসায়ী সংস্থা কে অনুরোধ করেছেন তারা যেন তাদের কর্মচারীদের ভ্যাকসিনের দায়িত্ব নেন। সেই কথা মাথায় রেখে  শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এর উদ্যোগে হয়ে গেল 'কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্প'। সংস্থার কর্মীদের সাথে এই পেশার সঙ্গে জড়িত কারিগরদেরও ভ্যাকসিন দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর), মন্ত্রী অরূপ বিশ্বাস (ক্রীড়া এবং বিদ্যুৎ মন্ত্রী ), দেবাশীষ কুমার (বিধায়ক ) , রূপক সাহা, অর্পিতা সাহা (কর্ণধার, শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স)।


Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো