সরকারি নির্দেশ মেনে সারারাজ্য জুড়ে শুরু হচ্ছে বাস পরিষেবা
কল্যাণ দত্ত ,বর্ধমানঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নির্দেশ
মেনে সারারাজ্য জুড়ে ১লা জুলাই শুরু হতে চলেছে বাস পরিষেবা। সেই মতো দক্ষিণ দামোদর
রুট সহ বর্ধমান জেলার সমস্ত জায়গাতে বাস পরিষেবা চালু করার প্রস্তুতি চলছে। কিন্তু
দিনের পর দিন যেভাবে পেট্রোল এর মূল্য বাড়ছে তাতে কপালে চিন্তার ভাঁজ বাস মালিকদের।
৯৩ টাকা লিটার প্রতি ডিজেল কিনে বাস চালিয়ে লাভের মুখ কিভাবে দেখবেন সেটাই বুঝতে পারছেন
না বাস মালিকরা। রাজ্যে সরকারের নির্দেশিকা অনুযায়ী ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালাতে বলা
হয়েছে সমস্ত সরকারি ও বেসরকারি বাস। কিন্তু হিসেব করে দেখা যাচ্ছে জীবাশ্ম জ্বালানির
দাম এবং বাসের যা কিছু আনুষঙ্গিক খরচ তার সাথে ৫০% যাত্রী নিয়ে বাস চালাতে গিয়ে তার
থেকে আয়ের থেকে ব্যায় বেশি করে লোকসানের মুখে পড়বে বাস মালিকরা। ট্যাক্সের ক্ষেত্রে
গত বছর আইনি জটিলতার জন্য তিন মাসের জায়গায় দু মাসের ছাড় পেলেও এবারে সরকার কিন্তু
সেরকম কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলেই অভিমত বাস মালিকদের। অন্য দিকে আবার খারাপ রাস্তার
জন্য বাস মেরামত থেকে শুরু করে শ্রমিকদের মাইনে দেওয়া সব টাই রয়েছে।
বিশেষত বেকার যুবকরা বাসের কন্ডাক্টর বা চালকের কাজ করেন। বর্তমানে বাসের পরিষেবা বন্ধ থাকার জন্য তারা কেউ কেউ বেকার কেউ আবার অন্য পেশার সঙ্গে নিযুক্ত। এই সময় শ্রমিকের সমস্যা হওয়ায় বাস চালাতে পারবেন কিনা কথা দিতে পারছেন না বাস মালিকরা। তাই সব দিক বিচার করে আয় এবং ব্যায়ের মধ্যে সামঞ্জস্য বিধান করে ভাড়া ঠিক করা হোক। বাস মালিকরা এমনটাই জানিয়েছেন ট্রান্সপোর্ট কমিশনার এবং পরিবহন মন্ত্রীকে। আপাতত আগের ভাড়া তেই চলবে বাস । এছাড়াও দক্ষিণ দামদরের বাস গুলিকে বর্ধমান শহরের ভিতর দিয়ে প্রবেশ করতে না দেওয়া নিয়ে ক্ষুব্ধ বাস মালিকরা। তেলিপুকুরে যাত্রীদের নামিয়ে দেওয়া হলেই সেখানে নেই বাস দাঁড়ানোর জায়গা,যাত্রীদের বসার জায়গা বা টয়লেট। দক্ষিণ দামদরের মানুষদের কথা চিন্তা করে সঠিক ব্যাবস্থা নেওয়া হোক এমনটাই চাইছেন বাস মালিকরা।
Comments
Post a Comment