ত্রাণ নিয়ে মানুষের পাশে মেদিনীপুর কুইজ কেন্দ্র
নিজস্ব প্রতিবেদন, মেদিনীপুরঃ ইয়াশ ঘুর্ণি ঝড়ের পর থেকে ধারাবাহিকভাবে ত্রাণ বিতরণ করে চলেছে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। বৃহস্পতিবার ২১ দিনে ত্রাণ বিতরণ করে সংস্থা। ইতিমধ্যেই ঝড় ও জলোচ্ছ্বাস কবলিত পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি ব্লকে সংস্থার সদস্যরা সেখানকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বৃহস্পতিবার মেদিনীপুর কুইজ কেন্দ্র সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা পৌঁছে যায় প্রবল ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে প্রবল জলোচ্ছ্বাসে রূপনারায়ণ নদের তীরে ভেসে যাওয়া তমলুক থানার অন্তর্গত শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন ছোটো গ্রাম আঁচাইপুর ও গোবরাতে।
একেবারে রূপনারায়ণ নদের কোলে যেখানে চরের বাঁধ ভেঙে জল ঢুকেছিল। এখনও সেচ দপ্তর জরুরী ভিত্তিতে তৈরী অস্থায়ী নদীবাঁধের গা বেয়ে চলছে নদীর প্রবল জলস্রোত। প্রায় ৭০ ফুট কংক্রিটের রাস্তা ভেঙে জল ঢুকেছিল এই গ্রামে। এখানে প্রায় ৩০০ টি পরিবারের বসবাস। ঘূর্ণি ঝড় ইয়াশ এর প্রভাবে জলোচ্ছ্বাসে অনেক মানুষের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। কিছু মানুষকে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে। মেদিনীপুর কুইজকেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে প্রায় ৫৬ টি পরিবারের হাতে চাল, আলু, পেঁয়াজ, লবন, সরিষার তেল, মুসুর ডাল, সোয়াবিন, চিনি, চা-বিস্কুট, মুড়ি ও ‘রাধামনির কুইজ কেয়ার' সংস্থা ও বার্ণপুরের ‘বার্ণপুর কুইজ লাভার্স অ্যাসোসিয়েশন'র সদস্যদের পাঠানো সাহায্যে জীবাণুনাশক সামগ্রী হ্যান্ড স্যানিটাইজার, সাবান, ফিনাইল, ব্লিচিং পাউডার, সার্জিক্যাল মাস্ক, স্যানিটারি ন্যাপকিন ইত্যাদি তুলে দেয়।
এদিন ত্রাণ বিতরণ শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক কৃষ্ণপ্রসাদ ঘোড়া সহ কমলিকা সামন্ত, ভার্গব মান্না, সপ্তর্ষি চক্রবর্তী, চন্দন মন্ডল, অপূর্ব জানা, দিব্যেন্দু রায় সহ অন্যান্যরা।
Comments
Post a Comment