জন্মদিনে হেমন্ত মুখোপাধ্যায় স্মরণ
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ বুধবার মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয় চত্বরে রবীন্দ্র স্মৃতি সমিতির উদ্যোগে শ্রদ্ধার সঙ্গে পালিত হলো প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন। এদিন এই উপলক্ষ্যে রবীন্দ্র নিলয় চত্বরে অবস্থিত হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তি এবং প্রয়াত সঙ্গীত শিল্পী তথা রবীন্দ্র স্মৃতি সমিতির প্রাক্তন সাংস্কৃতিক সম্পাদক হায়দার আলির প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এদিনের কর্মসূচিতে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী শাওন সিংহ ও সুদীপ করণ। উপস্থিত ছিলেন রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা, সাহিত্যিক বিদ্যুৎ পাল, বাচিক শিল্পী অমিয় পাল, অঞ্জন শিকদার, সুদীপ মাইতি, অমিত দাস,বিশ্বদেব চৌধুরী,শুভ চৌধুরী, শাওন সিংহ, সুদীপ করণ প্রমুখ সাংস্কৃতিক ব্যাক্তিত্ব। উল্লেখ্য গত বছর হেমন্ত মুখোপাধ্যায়ের শততম জন্মদিবসে প্রয়াত সঙ্গীত শিল্পী হায়দার আলির বিশেষ প্রচেষ্টায় রবীন্দ্র স্মৃতি সমিতির উদ্যোগে, শ্লেট পাথরের তৈরি ঝাড়গ্রামের শিল্পী সুবীর বিশ্বাসের তৈরি হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতিকৃতিটি রবীন্দ্র নিলয় চত্বরে প্রতিষ্ঠা করা হয়। অন্যদিকে বুধবার বিভিন্ন সময়ে হেমন্ত মুখোপাধ্যায়ের গান বাজিয়ে সময় বাংলায় স্মরণ করা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যাযকে। এছাড়া চার সঙ্গীত শিল্পী সুমন্ত সাহা, শাওন সিংহ, অনিন্দ্য সেন ও সুদীপ করণদের যৌথ উদ্যোগে ফেসবুকে সঙ্গীত পরিবেশনা মাধ্যমে অনুষ্ঠিত হয় হেমন্ত স্মরণ অনুষ্ঠান।
Comments
Post a Comment