বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গী হলেন শ্রীময়ী চট্টরাজ
নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ বিধায়ক কাঞ্চন মল্লিকের জীবনে এবার এক নতুন অভিনেত্রীর আগমন? এই প্রশ্নই এখন কেবল ঘুরপাক খাচ্ছে তার ফ্যানের মুখে।
স্ত্রী এবং ছেলেকে বাড়িতে রেখে রাজনীতির ময়দানে ব্যাপকভাবে কাজে ব্যস্ত বিধায়ক কাঞ্চন মল্লিক। অভিনেত্রী শ্রীময়িকে সঙ্গী হিসেবে পাশে রেখে উত্তরপাড়ার মানুষদের পাশে থাকছেন বিধায়ক কাঞ্চন। অধিকাংশ সময়ই তাদের দুজনকে একসাথে এখন দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় গেলে পাশে থাকছেন কাঞ্চন মল্লিকের রাধারাণী শ্রীময়ি। এতে পিঙ্কি কাঞ্চনের সুখের সংসারে চিড় ধরছে।
কৃষ্ণকলি ধারাবাহিকে রাধারাণির চরিত্রে অভিনয় করেছে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। একসাথে বহু ফ্রেমে নজর কাড়ছে কাঞ্চন-শ্রীময়ী জুটি। শোনা যাচ্ছে নানা গুজব। তাহলে কি সত্যিই প্রেমের বন্ধনে জড়ালেন এই দুই অভিনেতা অভিনেত্রী?
প্রায়শয়ই বিধায়ক কাঞ্চন মল্লিকের সাথে উত্তরপাড়ার বিভিন্ন জায়গায় নানা সামাজিক কর্মসূচীতে সাধ দিতে উপস্থিত থাকছেন অভিনেত্রী শ্রীময়ি। ধীরে ধীরে অবলম্বন হয়ে উঠছেন বিধায়ক কাঞ্চনের। গতকাল উত্তরপাড়ার ২০ নম্বর ওয়ার্ডের দুস্ত অসহায় শিশুদের মাস্ক এবং খাদ্য বিতরণ করা হয়। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক কাঞ্চন মল্লিক এবং সাথে তার সঙ্গী শ্রীময়ি। এইদিনের এই কর্মসুচীতে উপস্থিত থাকাকালীন শ্রীময়ির সাথে সবসময় পাশাপাশি থেকেছেন কাঞ্চন। এবার কাঞ্চনের সংসারে কি হাইফেন হয়ে স্থান নিতে চলেছে অভিনেত্রী শ্রীময়ি।স্ত্রী এবং ছেলেকে বাড়িতে রেখে রাজনীতির ময়দানে ব্যাপকভাবে কাজে ব্যস্ত বিধায়ক কাঞ্চন মল্লিক। অভিনেত্রী শ্রীময়িকে সঙ্গী হিসেবে পাশে রেখে উত্তরপাড়ার মানুষদের পাশে থাকছেন বিধায়ক কাঞ্চন। অধিকাংশ সময়ই তাদের দুজনকে একসাথে এখন দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় গেলে পাশে থাকছেন কাঞ্চন মল্লিকের রাধারাণী শ্রীময়ি। এতে পিঙ্কি কাঞ্চনের সুখের সংসারে চিড় ধরছে।
"সংসার সুখের হয় রমণীর গুণে" ধারাবাহিকে অভিনয়ের সময় থেকে কাঞ্চন মল্লিকের সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়েছিলেন অভিনেত্রী পিঙ্কি। তারপর তা পরিণয় হয় বিবাহ বন্ধনে। এতদিন তারা একে অপরের পাশে থেকেছে। সাধ দিয়েছে দুজন দুজনের ভাবনা চিন্তাতে, পদক্ষেপে। এবার একসাথে একইভাবে একে অপরের সাথে অঙ্গাঙ্গীভাবে দেখা যাচ্ছে। তবে সেখানে এখন নেই পিঙ্কি। কাঞ্চন মল্লিকের সাথে এখন রয়েছেন পিঙ্কি। তাহলে কি পিঙ্কি-কাঞ্চন জুটির মতো কাঞ্চন-শ্রীময়ি জুটিও কি পরিণতি পাবে? নাকি এইভাবেই একে অপরের পাশে থেকে বাকিটা পথ এগিয়ে যাবেন?
রাজনীতি ও তার বাইরেও কাঞ্চন - শ্রীময়ি একসাথে সময় কাটাচ্ছে। শ্রীময়ি চট্টরাজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল দেখলে এটা স্পষ্টতই বোঝা যায় যে, নতুন নতুন প্রেম করছেন তিনি। তবে কার প্রেমে পড়লো শ্রীময়ি তা ষ্পষ্ট করে বলেননি তিনি। আবার শোনা যাচ্ছে, অভিনেতা বিধায়কের বাড়িতেও স্ত্রীর সাথে মনমালিন্যের জেরে দুরত্ব বেড়েছে পিঙ্কি-
কাঞ্চনের মধ্যে। খুব স্বভাবতই একটাই প্রশ্ন ভক্তদের মনে আসছে যে, অভিনেতা বিধায়ক তাহলে এবার নতুন করে প্রেম করছেন অভিনেত্রী শ্রীময়ির সাথে।
কাঞ্চনের মধ্যে। খুব স্বভাবতই একটাই প্রশ্ন ভক্তদের মনে আসছে যে, অভিনেতা বিধায়ক তাহলে এবার নতুন করে প্রেম করছেন অভিনেত্রী শ্রীময়ির সাথে।
Comments
Post a Comment