"সাম্প্রদায়িক
সম্প্রীতি সপ্তাহ" কর্মসূচি পালন করল ঐক্য বাংলা


অধিকাংশ বাঙালিই মনে করছেন সাম্প্রদায়িকতার বিষ
ছড়ানো হচ্ছে এবং কয়েক দশক আগেও বাংলার পরিবেশ ও বাতাবরণ অনেক বেশি সম্প্রীতিমূলক
ছিল। সুলগ্না দেবী আরো জানান , "ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেখানে ধর্মনিরপেক্ষতা সংবিধানের মূল
নীতিগুলির একটি , কিন্তু
মানুষের মধ্যে এমন ভীতি ছড়িয়ে দেওয়া হয়েছে যে বাঙালি সাম্প্রদায়িক সম্প্রীতি
মূলক কথা জনসমক্ষে বলতে ভয় পাচ্ছেন, 'সংখ্যালঘু তোষণকারী' তকমা পেয়ে যাবার আশংকায়।" তিনি
আপামর বাঙালি কে আহবান জানান এই ঘৃণার চক্রান্ত রুখে দিতে, কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার
সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষা করতে।
Comments
Post a Comment