Posts

Showing posts from June, 2022

ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের বার্ষিক সভা অনুষ্ঠিত হয় গেলো

Image
  গোপাল দেবনাথ, কলকাতা: গত ২৬ শে জুন রবিবার ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব এর ৪৪ তম বার্ষিক সভা অনুষ্ঠিত হলো মধ্য কলকাতার সুবর্নবণিক সমাজ হল এ। বেশিরভাগ সদস্যদের উপস্থিতিতে অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হলো এই বার্ষিক সাধারণসভা। এই অনুষ্ঠান মঞ্চেই ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত ক্লাবের সম্পাদক পদে আসীন ছিলেন সদ্য প্রয়াত ক্লাবের সহ -সভাপতি রাহুল গোস্বামী। সদা হাসিখুশি ক্লাব অন্তপ্রাণ এই ব্যাক্তির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হলো এই অনুষ্ঠান মঞ্চে। উপস্থিত ছিলেন রাহুল বাবুর পুত্র ও কন্যা সহ বিশিষ্টজন। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থেকে সভা পরিচালনা করলেন ক্লাবের সম্পাদক ইমন কল্যাণ সেন, সভাপতি প্রান্তিক সেন, সহ সভাপতি পূর্ণেন্দু চক্রবর্তী এবং কোষাধ্যক্ষ সাধনা দাস বসু। স্মৃতিচারণ করেন রথীন্দ্রমোহন বন্দোপাধ্যায়, পার্থপ্রতিম গোস্বামী, সুস্মিতা গোস্বামী, অশোক সেন সহ বিশিষ্ট সাংবাদিকগণ। এদিনের অনুষ্ঠানে ক্লাবে নিজস্ব তথ্যসমৃদ্ধ ম্যাগাজিন 'সাংবাদিক' সকল সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর রথযাত্রা উপলক্ষ্যে বিশেষ অফার

Image
  গোপাল দেবনাথ, কলকাতা: শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে এসেছে 'বিশেষ রথযাত্রা উৎসব অফার' যা চলবে ২৭শে জুন থেকে ২রা জুলাই ২০২২ পর্যন্ত। এই বিশেষ বার্ষিক অফারটি এমন একটি উৎসবকে উৎসর্গ করা হয়েছে যা ঐশ্বরিক শক্তির পরিপূর্ণতা প্রকাশ করে।প্রভু জগন্নাথদেব-এর কৃপায় এই বছরের বিশেষ আকর্ষণ হল, প্রভুর কৃপা ধন্য সোনার গয়নার চোখ ধাঁধানো সম্ভার। এছাড়াও থাকছে সোনা আর হিরের গয়নার এক্সক্লুসিভ কালেকশন৷  সব গয়নার কালেকশনের ওপর থাকছে বিশেষ ছাড়। পাশাপাশি থাকছে প্রচুর অফার, লাকি ড্র ও অনেক আকর্ষণ।প্রতি গ্রাম সোনা আর হিরের গয়নার কেনাকাটায় থাকছে ২২৫ টাকার বিশেষ ছাড়। প্রতিদিন লাকি ড্র-এ থাকছে গৃহস্থালি সামগ্রী। মেগা ড্র হিসেবে থাকছে ৩ ভাগ্যবান পরিবারের ২ জনের জন্য ৩ রাতের পুরী প্যাকেজ ট্যুর।এছাড়া রথযাত্রা উপলক্ষ্যে যাঁরা কেনাকাটা করবেন তাঁদের প্রত্যেকের জন্য পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদ- এর ব্যবস্থা থাকছে। একইসঙ্গে আমাদের সবসময়ের জন্য থাকা সুবিধা ও পরিষেবা, যেমন - সোনায় সোহাগা ( সোনা ও হিরের গয়নার কেনাকাটায় বিশেষ ডিসকাউন্ট স্কিম), পুরনো সোনার বদলে নতুন সোনার গয়না, IGI ও GSI পরীক্ষিত গ্

দমদমের বোর্ডিং স্কুল থেকে নিখোঁজ দুই ছাত্র

Image
  নিজস্ব প্রতিবেদন, দমদম : দমদমের কুমার আশুতোষ বোর্ডিং স্কুল থেকে ফের নিখোঁজ দুইজন ছাত্র। একজন ছাত্রের নাম সুজিত রায় বাড়ি আনোয়ার শাহ রোডে এবং আরেকজন ছাত্রের নাম প্রশান্ত বিশ্বাস বাড়ি নদীয়া জেলার তাহেরপুরে। স্কুল ছুটি হওয়ার পর স্কুল থেকে বাকি সমস্ত ছাত্র-ছাত্রীরা বেরোলে স্কুল থেকে বের হতে দেখা যায় না সুজিত এবং প্রশান্ত এই দুই নিখোঁজ ছাত্রকে। স্কুলের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর শেষমেশ বিকেল পাঁচটা নাগাদ এই দুই নিখোঁজ ছাত্রের পরিবারকে ফোন করে জানানো হয় স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে।  দমদমে কুমার আশুতোষ বোর্ডিং স্কুলের পঞ্চম তলায় বোর্ডিং এর ব্যবস্থা রয়েছে। সেখানে প্রায় ৪৫ জন ছাত্রছাত্রী থাকে। এর আগেও এরকম নিখোঁজ হয়ে গিয়েছিল ছাত্র। পরবর্তীতে খোঁজ পাওয়া যায় যে তারা বাড়ি ফিরে গিয়েছিলো। তবে আবারো সেই একই রকম ঘটনা ঘটলো দমদমের এই বোরিং স্কুলে। স্কুল ছুটির পর থেকে নিখোঁজ সুজিত এবং প্রশান্ত নামে এই দুই ছাত্র।  স্কুলের ভিতরে থাকাকালীন কি করে তারা বাইরে বেরোলো ছাত্ররা। এমনকি বোরিং স্কুল কর্তৃপক্ষের চোখের আড়াল করে কিভাবে তাদের নিখোঁজ হয়ে যাওয়া সম্ভব। এই নিয়ে উঠছে একাধিক প্র

রিষড়ায় লেভেল ক্রসিং এ রেডি মিস্কার ট্রাক

Image
রাকেশ চক্রবর্তী, রিষড়াঃ   রিষড়ায় লেভেল ক্রসিং এ একটি রেডিমিস্কার ট্রাক আটকে পড়ে বন্ধ হলো ট্রেন চলাচল প্রক্রিয়া। যান্ত্রিক গোলযোগের জেরে রেললাইন পার করতে গিয়েই মাঝ পথে বিকল হয়ে পড়ে রেডিমিস্কার ট্রাক । তার জেরে বন্ধ করে দেওয় হয় হাওড়া বর্ধমান মেন লাইনের ট্রেন চলাচল।  রেল সুত্রে জানা যায় গেট পার হবার সময় একটি রেডি মিস্কার ট্রাক খারাপ হয়ে যায়। ফলে বন্ধ করা হয়  হাওড়া বর্ধমান শাখায় ট্রেন চলাচল। রিষড়া পৌরসভার জলের ট্যাঙ্ক তৈরীর জন্য ঢালাই সামগ্রী নিয়ে যাচ্ছিল গাড়িটি। রেল গেটের মাঝে ট্রাকটি খারাপ হওয়ার খবর পেয়ে পুরসভার কর্মীরা তৎপর ঘটনাস্থলে পৌছে যান ৷ দির্ঘক্ষন ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় নিত্যযাত্রীদের  ৷পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে উপস্থিত হন রেলপুলিশ এবং রেলের কর্তা ব্যাক্তিরা ৷ 

রামি সার্কেল প্রসেনজিৎকে নিয়ে ২টি নতুন টিভিসি চালু করেছে

Image
গোপাল দেবনাথ, কলকাতাঃ  রামি সার্কেল, রামির জন্য ভারতের বৃহত্তম অনলাইন স্কিল-গেমিং প্ল্যাটফর্ম আজ দুটি নতুন টিভিসি প্রকাশের ঘোষণা করেছে। "দেখলে হবে না খেলতে হবে" থিম থেকে অনুপ্রেরিত যা অনুবাদ করলে হয় 'দর্শক হবেন না, বিজয়ী হোন'। টিভিসি গুলি দুটি পৃথক পরম্পরাগত পরিবেশে কলকাতার বুকে ক্যামেরা-বন্দি করা হয়। নতুন চলচ্চিত্রগুলি আজ মুক্তি পাবে এবং মাল্টিমিডিয়া প্রচারের মাধ্যমে বিস্তৃত টিভি, ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে দেখা যাবে। 

শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পন্ডিত এ টি কাননের ১০১ তম জন্মবার্ষিকী উদযাপন

Image
গোপাল দেবনাথ,কলকাতা : প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পন্ডিত এ টি কাননের ১০১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সুরমূর্চ্ছনা ইউএস এবং কলকাতা আয়োজন করলো এক অনবদ্য শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা। গত ১৮ জুন শনিবার কলকাতার উত্তম মঞ্চে বিকাল থেকে  শুরু হয়ে এই অনুষ্ঠান চললো রাত ৯টা পর্যন্ত। উপস্থিত দর্শক শ্রোতাদের উপস্থিত ছিল নজরকাড়া। এদিন এই সঙ্গীত সন্ধ্যায় সঙ্গীত ও বাদ্যযন্ত্র পরিবেশনায় উপস্থিত ছিলেন; সংগীতজ্ঞ পন্ডিত ধনন্ঞ্জয় হেগড়ে, শ্রী সোমনাথ রায়, শ্রী শুভজ্যোতি গুহ, শ্রী অঞ্জন সাহা, বিশেষভাবে সকলের মন জয় করে নেন পদ্মবিভূষণ পন্ডিত বিশ্বমোহন ভাট সেই সাথে পন্ডিত বিক্রম ঘোষ।

প্রকাশিত হলো সাইকো থ্রিলার কলিং বেল এর পোস্টার এবং টিজার

Image
  শুভ ঘোষ, কলকাতা : বাড়ির দরজায় থাকা বেল সবসময় যে আনন্দের খবর নিয়ে আসে তা কিন্তু নয়। অনেক সময় নিয়ে আসে দুর্ঘটনা বা আতঙ্ক। ET এন্টারটেইমেন্ট র সল্প দৈর্ঘ্যের ছবি ' Calling Bell ' ঠিক এই জিনিসকে সামনে রেখেই তৈরি করা হয়েছে।  ২০ জুন এই ছবির পোস্টার এবং টিজার প্রকাশ হয়ে গেলো। প্রযোজক তৃষা দাস, পরিচালক অরূপ সেনগুপ্ত । এই ছবিতে অভিনয় করেছেন জয় সেনগুপ্ত, তৃষা দাস প্রমুখ। ছবিটির লেখক রণজিৎ দাস।  জানা যায় এই ছবিটি হলো একটি সাইকো থ্রিলার ছবি। ছবির প্রতিটি ধাপে রয়েছে রোমহর্ষক প্লট। এবং রয়েছে খুনের ঘটনা। ১৫ মিনিটের এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি দর্শকদের মন জয় করবেই আশাবাদী পরিচালক।  ছবির সকল কলা কুশলির উপস্থিতির মাঝেই ছবির প্রযোজক তৃষা দাস আরেকটি নতুন ঘোষণা করলেন। ফুটবল মানেই কলকাতা আর কলকাতা মানেই ফুটবল, তাই ফুটবল কে নিয়ে একটু অন্যভাবে চিন্তা করলেন তারা। প্রাক্তন ইস্টবেঙ্গল এবং প্রাক্তন জাতীয় দলের ফুটবলার দীপঙ্কর রায়ের বায়োপিক তৈরি হবে যার নাম ড্রিবেল'।  এই ছবির পরিচালক অরূপ সেনগুপ্ত জানান বিগত দিনে যেসব বায়োপিক তৈরি হয়েছে তাতে দেখা গেছে মানুষ জীবনের সাথে কিভাবে

বাড়িতে বসেই এবার ইভেন্ট প্ল্যানিং সাথে SAPPHIRE EVENT MARKETING

Image
  শুভ ঘোষ, কলকাতা: বর্তমানে কোনো সামাজিক অনুষ্ঠানে করতে হলে আমরা প্রায়শই ইভেন্ট ম্যানেজমেন্ট এর কাছে গিয়ে থাকি অনুষ্ঠানের ছোট জিনিস থেকে বড় জিনিস সবকিছুই সুষ্ঠুভাবে সম্পন্ন করে থাকে তারা। অর্থাৎ একজন ইভেন্ট ম্যানেজমেন্ট প্লেনার এর দায়িত্ব পড়ে এক কথায় জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ।  সমাজের বিভিন্ন স্তরের মানুষ এখন যে কোন অনুষ্ঠানের জন্য ইভেন্ট প্ল্যানার কে দায়িত্ব দিয়ে থাকেন পরিচিতি হিসাবে বিভিন্ন ইভেন্ট প্ল্যানার সম্পূর্ণ অনুষ্ঠান খরচ বিভিন্ন রকম হয়ে থাকে। বিশেষ করে মধ্যবিত্তরা একটু চান যাতে কম খরচায় ভালো ভাবে তার বাড়ির অনুষ্ঠান করা যায়। কম খরচে দক্ষিণ কলকাতায় বেহালায় চৌরাস্তা এমনই এক ইভেন্ট প্ল্যানার -  SAPPHIRE EVENT MARKETING ।  পথ চলতে চলতে তারা পূর্ণ করল এই ১০টি বছর। কোন অনুষ্ঠানের ক্যাটারিং সার্ভিস, ফটোগ্রাফি,  সমস্ত অনুষ্ঠান জায়গাকে ডেকোরেশন থেকে শুরু করে সবকিছুই করে থাকেন। এছাড়া বিয়ের অনুষ্ঠানে শপিং, বিয়ের কার্ড ছাপানো তো রয়েছেই।  শুধু তাই নয় সংস্থার কর্ণধার সায়ন্তি দাস রায় দাবি করছেন অন্যান্য ইভেন্ট প্ল্যানার দের থেকে কম খরচেই তিনি সবাইকে পরিষেবা দিতে পারবেন। 

গানের হাত ধরে ভ্রমণ মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল এর উদ্যোক্তা সুদীপ্ত চন্দের সাথে

Image
গোপাল দেবনাথ, কলকাতা : গানের হাত ধরে ভ্রমণ এক অন্য রকম ট্রাভেল ভ্লগের আনুষ্ঠানিক সূচনার কথা জানালেন মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল এর উদ্যোক্তা সুদীপ্ত চন্দ। কখনো মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল, কখনো "পোস্টার বয়", ভিনটেজ চলচ্চিত্রের পোস্টারের সংগ্রহ,পরিচর্যা, প্রদর্শনী, সেই দুষ্প্রাপ্য পোস্টার-ফিল্ম পাবলিসিটি মেটেরিয়াল এর ছবি সম্বলিত ক্যালেন্ডার প্রকাশ, কখনো আবার কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল এর আয়োজন, আবার পাহাড় নিয়ে গান বানানো। এক ঝাঁক তরুণ শিল্পীদের নিয়ে "পাহাড়ের গান" শীর্ষক ছ'টা আধুনিক বাংলা গানের ডালি নিয়ে হাজির সুদীপ্ত চন্দ। গানের কথা-সুর সুদীপ্তের।গান নিয়ে নানা রকমের কাজের ফাঁকে মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল এর পরিকল্পনা করেন।পাহাড়ের উপত্যকায় নানা ধারার সুরের মিশেলে হবে এক সঙ্গীতের মহোৎসব। যেমনটা ভাবনা,তেমনটা কাজ।ঠিক করোনা কালের আগেই ২০২০-তে ইস্ট সিকিমের আগোমলোকে বসল এই সঙ্গীতের উৎসব।কলকাতার শিল্পীদের পাশাপাশি স্থানীয়রাও গান-বাজনায় অংশগ্রহণ করেন।পরের বার দার্জিলিং-কে কেন্দ্র করে দেওয়াইপানির ছোট্ট গ্রামে অনুষ্ঠিত হয় এই উৎসব।পরে এরই রেশ ধরে একটা মিউজিক অ্যালবাম

দক্ষিণ কলকাতা কলাকুশলীর বই প্রকাশ ও শ্রুতি নাটকের অনুষ্ঠান

Image
  নিজস্ব প্রতিনিধি,কলকাতা: দক্ষিণ কলকাতা কলাকুশলী দ্বারা আয়োজিত বই প্রকাশ ও শ্রুতি নাটকের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাংলা একাডেমি সভাঘরে। বহু আকাঙ্ক্ষিত ভিতরে বাহিরে কবিতা সংকলনটি প্রতিথযশা কবি সুবোধ সরকার প্রকাশ করলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাট্যকার উজ্জ্বল চট্টোপাধ্যায় ও কবি শুভদীপ চক্রবর্তী মহাশয়। বিশিষ্ট কবি সুবোধ সরকার, উজ্জ্বল চট্টোপাধ্যায় ও কবি তন্ময় চক্রবর্তীর কবিতা সহ মোট ১০০টি কবিতার এই সংকলন বেশ মনোগ্রাহী। সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য সুদর্শন দাস জানালেন – সনামধন্য ৫ জন কবিদের কবিতা সহ উজ্জ্বল সম্ভাবনাময় মোট ১৩ জন কবির কবিতা এই সংকলনটিতে স্থান পেয়েছে। প্রতিটি কবিতা রচনাশৈলী ও সাহিত্যগুনে ভরপুর। প্রত্যেক কবির ভিন্ন ভিন্ন অনুভূতির প্রকাশ ঘটেছে এই সংকলনে। কবি মহঃ গোলাম রসূল , বিপ্লব ঋজু সরদার, প্রিয়াংকা ঘোষ সরদার , প্রবীর বোস, ধনঞ্জয় সাহা , সুদর্শন দাস , রাজশ্রী , শুভাশিস দাস ,দেবাশীষ চক্রবর্তী , রঞ্জিত ভট্টাচার্য, গায়েত্রী চক্রবর্তী, প্রভাস মন্ডল ও সাকিরউদ্দিন সরদার -এর কবিতা গুলো যেন জীবন্ত হয়ে ধরা দেয় পাঠক কুলের মনে। এই সম্পাদক মন্ডলীর প্রকাশিত অন্যান্য বইগুলো হলো:‘কব

দর্পনীর রবীন্দ্র সৃষ্টির এক সন্ধ্যায় গানে সুজয় প্রসাদ, জয়তী, পাঠে চৈতালী, নৃত্যে অলকনন্দা, অর্ণব, সৌমিলি সহ আরো অনেকে নিবেদনে খুকুমণি

Image
নিজস্ব প্রতিনিধি , কলকাতা : এক সন্ধ্যায় নানা আঙ্গিকে রবি ঠাকুর। দর্পনীর পঁচিশ বছর হলো আর সেই উদযাপনেরই রেশ টেনে টুকরো, টুকরো রবীন্দ্র সৃষ্টির কোলাজে এক সন্ধ্যা সাজালেন বিশিষ্ট নৃত্যশিল্পী অর্ণব বন্দোপাধ্যায়। গত ১০ জুন রবীন্দ্রসদনে অনুষ্ঠিত হলো এই বিশেষ অনুষ্ঠান। সমগ্ৰ অনুষ্ঠানটির নিবেদনে ছিল খুকুমণি সিন্দুর-আলতা, সহযোগিতায় সঙ্গীত নাটক আকাডেমি, সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকার। এই সন্ধ্যায় তিনটে ভিন্ন স্বাদের নিবেদন নিয়ে হাজির দর্পনীর ছাত্র-ছাত্রীরা। গুরু অর্ণব বন্দোপাধ্যায়ের নির্দেশনায় রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের উপর আধারিত নৃত্য-গীতি আলেখ্য "চির সখা"। এই নিবেদন সহ দর্পনীর আড়াইশোর মতো ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। এর পরের নিবেদনে বিশিষ্ট কিংবদন্তি নৃত্যশিল্পী অলকানন্দা রায় এর একক নৃত্য পরিবেশনায় চন্ডালিকা। শিল্পী নিজের একার প্রচেষ্টায় নিবেদন করলেন এই নৃত্যনাট্য। সব শেষে চৈতালি দাশগুপ্তের রচনায় নৃত্য-গীতি আলেখ্য "মোন মোর মেঘের সঙ্গী"। রবীন্দ্রনাথের বর্ষা ঋতুর গানের সাথে নৃত্য পরিবেশনা। এই বিশেষ নিবেদনে সংগীত পরিবেশন করেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, ন

চালু হলো নতুন হেল্পলাইন নম্বর - এক ডাকে অভিষেক

Image
  বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার: -সামনে লোকসভা নির্বাচন কে সামনে রেখে প্রত্যেক রাজনৈতিক তাদের দল কে প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছে। কেন্দ্রের মোদী সরকারের পক্ষ থেকে যে প্রচার চলছে,তারই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে ছবি সহ লিখিত ভাবে পুস্তিকা আকারে পৈলান দৌলতপুর যুব সংঘের মাঠে, আজ বৈকালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজ লোকসভা কেন্দ্রে বিগত ৮ বছরের উন্নয়নের খতিয়ান সম্বলিত পুস্তিকা প্রকাশ অনুষ্ঠান "নিঃশব্দ বিপ্লব"-২০২২ অনুষ্ঠিত হলো। তার পাশাপাশি ডায়মন্ড হারবার এলাকার সাধারণ মানুষের সুবিধার জন্য সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের ঐকান্ত প্রচেষ্টায় চালু করা হলো নতুন হেল্পলাইন নম্বর-৭৮৮৭৭৭৮৮৭৭ এই নম্বরে ফোন করে নিজেদের অভাব অভিযোগ জানাতে পারবেন এলাকার বাসিন্দারা। পরিষেবার নাম দেওয়া হয়েছে এক ডাকে অভিষেক, অর্থাৎ হাত বাড়ালেই সাংসদকে পাবেন সংশ্লিষ্ট সংসদীয় এলাকার বাসিন্দারা। সাধারণত ভোটে জেতার পর এলাকায় জনপ্রতিনিধিদের সময়ে তেমনটা দেখা পাওয়া যায় না বলেও কিছু কিছু মানুষ অভিযোগ তো

জাহাঙ্গীর খান এর নেতৃত্বে অনুষ্ঠিত হলো সম্প্রীতি পথযাত্রা

Image
  বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- বিশ্ব নবী হজরত মহম্মদ এর নামে অবমাননার বিরুদ্ধে ও বিজেপির মুখপাত্র নূপুর শর্মার গ্রেফতার এর দাবীতে উত্তাল এই রাজ্যের পাশাপাশি সারাদেশের বিভিন্ন প্রান্তে থেকে শুরু করে বিদেশে। তারই মাঝে বিভেদকামী সাম্প্রদায়িক শক্তির চক্রান্তকে রুখতে ফলতা বিধানসভা তৃনমূল কংগ্রেসের উদ্যোগে ও যুব সভাপতি জাহাঙ্গীর খান এর নেতৃত্বে সর্ব ধর্ম সমন্বয়ে সম্প্রীতি পথ যাত্রা অনুষ্ঠিত হয়।এদিন জোড়া বটতলা থেকে সহরার হাট নতুন রাস্তার মোড় পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে হাজার হাজার মানুষের উপস্থিতিতে এক সম্প্রীতি মিছিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি ঐ স্থানে এক সর্ব ধর্ম সমন্বয়ে সম্প্রীতি সভার আয়োজন করা হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন ফলতা যুব সভাপতি জাহাঙ্গীর খান,স্থানীয় বিধায়ক শঙ্কর কুমার নস্কর,স্বামীজি, প্রভাকর পান্ডা,জিয়ারুল হক কাসেমী,ফাদার সহ আরও অনেকে সম্মানীয় ব্যাক্তি বর্গ। হিন্দু মুসলিম, বৌদ্ধ সকলেই পা মেলান মিছিলে এবং স্লোগান দিতে থাকেন আমরা দেশে বিভেদ নয় শান্তি চাই, এই দেশে যারা বিভেদ সৃষ্টি করছে তারা নিপাত যাক। যুব সভাপতি জাহাঙ্গীর খান বলেন হজরত মুহাম্মদ স: কে নিয়ে নূপুর শর্মা যে

মধ্যবিত্তের আবাসনে বিজিএ রিয়লটর্স-এর নতুন প্রকল্প বাড়ির সঙ্গে গাড়ি

Image
  শুভ ঘোষ, কলকাতাঃ সোনারপুরে 'অমৃতা আবাস' ও শিলিগুড়িতে 'অমৃতা আলয়ম-২' সাধ্যের মধ্যে আধুনিক পরিষেবা সহ নতুন দু'টি প্রকল্প শুরু করছে বিজিএ  রিয়লটর্স । মধ্যবিত্তের আবাসন নির্মাণে খ্যাত বিজিএ রিয়লটর্স কলকাতার কাছেই 'অমৃতা আবাস' নামে একটি আবাসন প্রকল্পের ঘোষণা করল। ট্রেন ও বাস পরিবহন মাধ্যমে এই নতুন প্রকল্প কলকাতার সঙ্গে সহজেই সংযুক্ত। মূলত কম খরচে আবাসন নির্মাণে যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন এই প্রতিষ্ঠান নতুন আবাসন প্রকল্পের ফ্ল্যাটের মূল্যমান যেমন সাধ্যের মধ্যে রেখেছে তেমনি এই আবাসনকে আধুনিক পরিষেবা দিয়ে সমৃদ্ধ করেছে।  'অমৃতা আবাস' প্রকল্পে মোট  ১৫৫ টি ফ্ল্যাট তৈরি হবে । যেখানে থাকবে  ৯২টি সিঙ্গল বেডরুম ও ৬৩টি টু বেড রুমের ফ্ল্যাট । কিন্তু সাধ্যবিত্তের আবাসনের প্রচলিত ধারণার বাইরে বেরিয়ে এই আবাসনে থাকছে বেসমেন্ট পার্কিং, লিফ্ট, ক্লাব, সুইমিং পুলও। শুধু তাই নয় এই আবাসনের বিশাল ছাদে গড়ে উঠছে অসাধারণ ল্যান্ডস্কেপের জগিং ট্র‍্যাক, ছোটদের জন্য কিডস্ জোন, বয়স্কদের জন্য সিনিয়র সিটিজেন পার্ক, বার্বি কিউ করার লন সহ পার্টি এরিনা। যা এই ধরনের সাধ্যবিত্তের আবাসনে অবশ্য

রুপনারায়ন নদীতে ডুবলো ট্রলার, উদ্ধার ৬

Image
  সুভাষ মিশ্র, নারায়ণপুরঃ  জোয়ারের টানে উল্টে গেল মৎস্যজীবীদের একটি ট্রলার। স্থানীয়দের চেষ্টায় উদ্ধার করা হয় ট্রলারে থাকা ৬ মৎস্যজীবী।  যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নারায়ণপুরে। জানা গিয়েছে , এদিন কোলাঘাট থেকে একটি ট্রলার গেঁওখালীর উদ্দেশ্যে যাওয়ার সময় তমলুকের নারায়নপুরে রুপনারায়নের চরে আটকে যায়। জোয়ার আসায় ট্রলারটি উলটে যায়।  ট্রলারে থাকা মৎস্যজীবীদের চিৎকারে স্থানীয়দের চেস্টায় তাদের উদ্ধার করা সম্ভব  হয়। ৬ জনের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক বলে জানা গিয়েছে। জোয়ারের টানে ট্রলারটিকে ভাসিয়ে নিয়ে গিয়েছে। কাঁথির পর আবার তমলুকে ট্রলার ডুবির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

তৃণমূল প্রধানের বিরুদ্ধে চিকিৎসককে হেনস্থার অভিযোগে বন্ধ চিকিৎসা পরিষেবা

Image
  দেবাশীষ মন্ডল, বনগাঁ: হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে চিকিৎসককে হেনস্তার অভিযোগ উঠল তৃণমূল নেত্রী তথা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। তারপর থেকে ওই চিকিৎসক হাসপাতালে আসা বন্ধ করে দিলে সমস্যায় রোগী ও তার পরিজনেরা। বাগদা হাসপাতালের ঘটনা।চিকিৎসকের নাম দীপাংশু সরকার। তিনি সাত বছর ধরে বাগদা গ্রামীণ হাসপাতালে কর্মরত। অভিযুক্ত বাগদার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের প্রধান এর নাম চায়না বিশ্বাস। শনিবার রাতে জরুরী বিভাগে আসা এক রোগীকে নিয়ে চিকিৎসকের সঙ্গে প্রথমে বাকবিতণ্ডা হয় প্রধান চায়না বিশ্বাস ও তার স্বামীর। তাদের অভিযোগ, ওই চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করে ভয় দেখায় হেনস্থা করে তৃনমুল নেতা ও তার দলবল। তারপর থেকে চিকিৎসক আর হাসপাতালে আসছেন না। বিজেপি নেতা দেবদাস মন্ডল বলেন" শুনেছি দেবাংশু বাবু বিএম ওএইচ কে লিখিতভাবে ঘটনার কথা জানিয়ে অনির্দিষ্টকালের জন্য হাসপাতালে আসা বন্ধ করেছেন। তৃণমূল নেত্রীর গুন্ডামির জন্য চিকিৎসক আতঙ্কে আসছেন না৷ এ বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় বলেন..হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক এ বিষয়ে কোনো বক্তব্য দিতে অস্বীকার করেছেন। About Channel: Sothik Ba

প্লাস্টিক বর্জনে পথে নেমে সরব বালুরঘাট পৌরসভা

Image
  জয়দীপ মৈত্র, বালুরঘাটঃ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভার পৌর এলাকায় ৭৫% মাইক্রোনের নিচে ক্যারি ব্যাগ ১ জুলাই থেকে নিষিদ্ধ করতে চলেছে বালুরঘাট পৌরসভা। আর সেকারণে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বালুরঘাট পৌর এলাকায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে। এই কর্মসূচির অংশ হিসেবে বালুরঘাট শহরে একটি মিছিলের আয়োজন করে বালুরঘাট পৌরসভা। বালুরঘাট পুরসভা সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট পৌরসভা কে প্লাস্টিক মুক্ত করতে আগামী ১ জুলাই থেকে প্লাস্টিক কাপ, গ্লাস জাতীয় পাত্র এবং ৭৫% মাইক্রন এর নিচে প্লাস্টিক ক্যারি ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের পর তা ব্যবহার করলে বিক্রেতা দের ৫০০ টাকা এবং ক্রেতাদের ৫০ টাকা জরিমানা করা হবে। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, বালুরঘাট শহর কে দূষণ মুক্ত করতে আগামী ১ জুলাই থেকে প্লাস্টিক নিষিদ্ধ করতে শহর জুড়ে সচেতনতা প্রচার চলছে। About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover diffe

বজবজে নুপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল

Image
অরুন লোধ, বজবজঃ সারা রাজ্য জুড়ে উত্তাল নুপুর শর্মার মন্তব্য নিয়ে। দিন দশেক আগে টেলিভিশনের এক বিতর্ক অনুষ্ঠানে বিজেপি নেত্রী নূপুর শর্মা মুসলিম ধর্মের মানুষদের সর্বশ্রেষ্ঠ তথা মানবতার মুক্তির দিশারী হযরত মহন্মদকে নিয়ে কটুক্তি করেন। তার জেরেই আন্তর্জাতিক স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত ইসলাম ধর্মের মানুষেরা তাদের ভাবাবেগে আঘাত পেয়েছে মনে করে প্রতিবাদে সামিল হন। তাই তার বিরুদ্ধে এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজে শ্যামপুর পেট্রোল পাম্প থেকে চড়িয়াল শিশু উদ্যান পর্যন্ত এক বিরাট প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। বিগত কিছুদিন ধরে লাগাতার ভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ থেকে শুরু করে প্রতিবাদ মিছিলের মাধ্যমে প্রতিবাদে সামিল হচ্ছেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা।  ঠিক একই ভাবে রবিবাসরীয়র দিনেও বিজেপি নেত্রী নূপুর শর্মাকে ফাঁসির দাবিতে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। নুপুর শর্মার টিভি অনুষ্ঠানে করা ওই আপত্তিকর মন্তব্যের স্ক্রিনশট টুইটারে শেয়ার করার পর থেকে দিল্লিতে তাদের মিডিয়া শাখার প্রধান নাভিন কুমার জিন্দালের বিরুদ্ধেও প্রতিবাদের সুর তোলেন মুসলিম ধর্মের মানুষেরা।  এদিন নাভিন কুমার জিন্দ

প্রেস ক্লাবের শাখার উদ্যোগে মাটির শাখা লোকসাংস্কৃতিক অনুষ্ঠান

Image
  জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের গঙ্গারামপুর শাখার উদ্যোগে শনিবার সন্ধ্যায় গঙ্গারামপুর পৌরসভার দেবীকোট ভবনে অনুষ্ঠিত হল "মাটির কথা" ও গান বিষয়ক কর্মশালা ও লোকসাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিবেশের কথা মাথায় রেখে ও বিশ্ব উষ্ণায়নকে দূরে রাখতে মাটির কথা ভেবে মাটির কাছে ফিরে যেতেই বৃক্ষ বিতরণ করা হয়। "মাটির কথা" শীর্ষক কর্মশালা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার লোকসংস্কৃতির কবিগান, পালা, গান, ভাওয়াইয়া শিল্পীরাও, যারা কবিগান, পালা, গান, ভাওয়াইয়া গান গেয়ে এই লোকসংস্কৃতির মধ্য দিয়ে মাটির কাছে ফিরে যাওয়ার চেষ্টায় এক আবহ পরিবেশ তৈরি করেন তারা। এই অনুষ্ঠানটির আয়োজক ছিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের গঙ্গারামপুর শাখার সাংবাদিকরা। দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের গঙ্গারামপুর শাখার সাংবাদিকরা সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। পাশাপাশি এদিন শিল্পীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রকে সংবর্ধনা জানানোর সাথে তাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান প্রেসক্লাবের সকলেই।  এদিন অনুষ্ঠা

কলকাতায় পিআরসির আয়োজনে চাঁদের হাট

Image
  নিজস্ব প্রতিনিধি , কলকাতা: রবিবাসরীয়র সন্ধ্যা কার্যত ছিল আনন্দময় আর পড়ন্ত বিকেলের গোধূলি মেঘ তখন পূর্ব কলকাতার আকাশ ছেয়ে। ভিতরে কলকাতা বোটিং এবং হোটেল রিসর্ট, ড্রাগন বোট ফেস্টিভ্যাল ২০২২ কনস্যুলেট এর উদ্যোগে প্রকৃত অর্থেই ছিল জমকালো, ঝাঁ চকচকে ভাবে অনুষ্ঠিত হলো। আয়োজনে কলকাতার গণপ্রজাতন্ত্রী চিন কনসাল জেনারেল (পিআরসি) এবং বিভিন্ন স্থানীয় চিনা সম্প্রদায় "ইন্ডিয়া চায়না কালচারাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন" সহ সংস্থাগুলি। কে না হাজির হয়েছিলেন সেই অনুষ্ঠানে! কলকাতায় পিআরসির কনসাল জেনারেল শ্রী ঝা লিউ, পশ্চিমবঙ্গ সরকারের দুর্যোগ ও বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা মন্ত্রী জনাব জাভেদ আহমেদ খান, রাজ্যসভার সাংসদ শ্রী সুখেন্দু শেখর রায়, জনাব নাদিমুল হক, প্রাক্তন সাংসদ ও সি পি এম পার্টির নেতা মহম্মদ সেলিম, ললিত কলা একাডেমির কল্যাণ কুমার চক্রবর্তী, ভারতের কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের প্রাক্তন সচিব শ্রী অনিন্দ্য মজুমদার, পশ্চিমবঙ্গের প্রাক্তন উপ-মুখ্য সচিব রাজপাল সিং কাহলন, পশ্চিমবঙ্গ বন উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান শ্রীমতী মারিয়া ফার্নান্দেজ, এছাড়াও ছিলেন বিভিন্

দুস্ত ছাত্রীকে আর্থিক সাহায্য বিজেপি মহিলা মোর্চার

Image
অরুন লোধ, বেহালাঃ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এক মেধা ছাত্রীর পাশে দাঁড়ালো দক্ষিণ কলকাতা জেলা মহিলা মোর্চা। সম্প্রতি প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আর তাতে দক্ষিণ কলকাতা জেলার পশ্চিম বেহালা ১২৭ নম্বর ওয়ার্ড এর বাসিন্দা অনুষ্কা বিশ্বাস এই বছর মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। স্বপ্ন বড়ো হয়ে একজন প্রকৃত মানুষ হবে সে। নিজের জ্ঞানের ভান্ডার ভরে তা সকলের মাঝে ছড়িয়ে দেবে। দূর করবে সে পরিবারের দুর্দশা । তবে আর্থিক অনটন অনুষ্কার উচ্চশিক্ষার পথে বাধা হয়ে দাড়িয়েছে। তাই নিজেদের সাধ্য মতো আর্থিক সহায়তার দিকে হাত বাড়ালো এবার দক্ষিণ কলকাতা জেলা মহিলা মোর্চার সদস্যরা।  মাধ্যমিকের ফল প্রকাশের পরই দক্ষিণ কলকাতা জেলা মহিলা মোর্চার সদস্যরা পৌছে যায় বছর ১৫ এর ছাত্রী অনুষ্কা বিশ্বাসের বাড়িতে। আর্থিক অনটনের মধ্যে কোনো ক্রমে পড়াশোনা সামলে সংসার সামলায় বছর ১৫ এর ছাত্রী অনুষ্কা বিশ্বাস। পারিবারিক নানা প্রতিবন্ধকতা কাটিয়ে ভারতীয় জনতা পার্টির দক্ষিণ কলকাতার জেলা মহিলা মোর্চার তরফ থেকে দুস্ত ছাত্রীকে আর্থিক সাহায্য প্রদান করা হয়। দক্ষিণ কলকাতার মহিলা মোর্চার সভানেত্রী মৌসুমী দাসের তত্বা

সাড়ম্বরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মোৎসব পালন

Image
নিজস্ব প্রতিবেদন, কলকাতা :দীর্ঘ করোনাকাল শেষে বিশিষ্টজনেদের বর্ণময় উপস্হিতি,বক্তৃতামালা,একক- সম্মেলক গান,একক- সমেবত আবৃত্তি,নৃত্যালেখ্য মঞ্চনাটক পরিবেশনার মধ্যে দিয়ে ৮ দিন ব্যাপী সাড়ম্বরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মোৎসব পালন করল রবীন্দ্র ভারতী সমিতি।উত্তর  কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে কবিগুরুর প্রতিকৃতির সামনে প্রদীপ জ্বালিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের সূচনা করেন রবীন্দ্র ভারতী সমিতির সভাপতি বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু,চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী ছিলেন উদ্বোধনী পর্বে।প্রসঙ্গত,অর্থ উন্মুক্ত শিক্ষায় বিশ্বাসী মহান শিক্ষক কবিগুরুর মৃত্যুর পর   গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ প্রচারের জন্য, আনন্দবাজার পত্রিকার তৎকালীন সম্পাদক সুরেশ চন্দ্র মজুমদারের নেতৃত্বে একদল  বুদ্ধিজীবী  একটি সংগঠন প্রতিষ্ঠার জন্য উদ্যোগী হয়ে  এগিয়ে আসেন।  সাধারণ জনগণের কাছ থেকে প্রায় পনের লক্ষ টাকা সংগ্রহ করে ১৯৪৫ সালের ১৫ জানুয়ারী  জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্র ভারতী সমিতি গঠন করেন তাঁরা । ১৯৬২  সালে রবীন্দ্র ভারতী বি

রাজ্যের সাথে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ তৃণমূলের

Image
  বলোরাম বোস, বরাহনগর: ১০০ দিনের কাজের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না।  কেন্দ্রীয় সরকার চক্রান্ত করে রাজ্য সরকারকে বঞ্চিত করছে । পেট্রোল ডিজেল গ্যাসের অস্বাভাবিক ভাবে মূল্যবৃদ্ধি রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বরানগর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক কেন্দ্রীয় মিছিলের আয়োজন করা হয় । এই কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ এবং ধিক্কার মিছিল শুরু হয় বরানগর বাজার থেকে গোপাল লাল ঠাকুর রোড হয় টপিন রোড হয়ে পিকে বিশ্বাস রোড দিয়ে শেষ হবে এই কেন্দ্রীয় মিছিল বঙ্গলক্ষী জুটমিল বাজারে গিয়ে শেষ হবে । এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন বরানগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস রায় বড়নগর পৌরসভার পৌরপ্রধান অপর্ণা মল্লিক উপ পৌরপ্রধান দিলীপ নারায়ণ বসু অঞ্জন পাল কৃষ্ণ পাল সহ তৃণমূল কংগ্রেসের সমস্ত পৌর প্রতিনিধি সহ সমস্ত ওয়ার্ডের সভাপতি সহ কর্মী-সমর্থকরা। About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news f

স্ত্রীর চাকরিতে আপত্তি, স্বামী কেটে নিল হাত

Image
রাকেশ চক্রবর্তী, পূর্ব বর্ধমান: স্ত্রীকে চাকরি করতে না দিতে চায়না স্বামী। তাই স্ত্রীর ডান হাত  কেটে বাদ দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।  স্ত্রীকে নার্সের চাকরি করতে দেবে না বলে স্ত্রীর হাতের কবজি ধারালো অস্ত্র দিয়ে কেটে মধ্যযুগিও বর্বরতার নজির গরলো  স্বামী ৷ স্ত্রী নার্সের চাকরি পেয়েছিল। তবে স্বামী সেটা ভালোভাবে মেনে নিতে পারেনি। স্ত্রী যাতে নার্সের চাকরি তে যোগদান করতে না পারে সেই কারণে স্ত্রীর ডান হাত ধারালো অস্ত্র দিয়ে কেটে দিল স্বামী। সরকারি চাকরি পেলে স্ত্রী হয়তো তাকে ছেড়ে চলে যাবে সেই কারণে দুই বন্ধুকে সাথে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্ত্রীর ডানহাত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কাটার অভিযোগ উঠল সোমবার পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের বাসিন্দা শের মোহাম্মদ শেখ এর বিরুদ্ধে। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী রেনু খাতুন দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি ৷ About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news fr

মূত্রথলিতে তিনশো গ্রাম ওজনের পাথর

Image
  জীবন কুমার মন্ডল, পুরশুরা: পাঁচ দশ গ্রাম নয় বৃদ্ধের মূত্রথলি থেকে বের হলো তিনশো গ্রামের পাথর। অস্ত্রপাচর করে মূত্র থলি থেকে তিনশো গ্রাম ওজনের পাথর বের করার পর হতবাক চিকিৎসকও।সাধরণত কিডনিতে স্টোনের রুগীর সংখ্যা অনেক বেশি ,বেশ কিছু বিরল ঘটনাও আছে তবে মূত্রথলি তে এত বড় পাথর রাজ্যে বিরল ঘটনা বলেই দাবি চিকিৎসকের। পুরশুরার ৬৮ বছরের শেখ মেহের আলী বেশ কয়েক মাস ধরে প্রস্রাবের সমস্যায় ভুগছিলেন। বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক এ কে খানের পরামর্শে ইউ এস জি রিপোর্ট করান এর পরই মূত্র থলিতে পাথর আছে বলে জানা যায়। অপারেশনের ব্যবস্থা করা হয় তারকেশ্বরের চাঁপাডাঙ্গা এলাকার একটি নার্সিং হোমে। প্রায় দু ঘন্টা ধরে অপারেশনের পর তিনশো গ্রাম ওজনের পাথর টি বের করেন চিকিৎসক এ কে খান ও তাঁর সহযোগীরা। হতবাক হয়ে যান চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মীরা। চিকিৎসক এ কে খান জানান কিডনিতে পাথর একটা সাধরণ ব্যাপার। কিন্তু মূত্র থলিতে এত বড় পাথর এটা একেবারেই বিরল।অপারেশন পর রুগী একেবারেই সুস্থ্য আছেও বলে জানান চিকিৎসক।তবে খারাপ খাদ্যাভ্যাস ও স্মোকিং এর কারণেই এই ধরণের রোগের সৃস্টি হয়।ভালো খাবার ও পরিমান মত জল খাওয়ার পরামর্শ দিয়