শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পন্ডিত এ টি কাননের ১০১ তম জন্মবার্ষিকী উদযাপন
গোপাল দেবনাথ,কলকাতা: প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পন্ডিত এ টি কাননের ১০১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সুরমূর্চ্ছনা ইউএস এবং কলকাতা আয়োজন করলো এক অনবদ্য শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা। গত ১৮ জুন শনিবার কলকাতার উত্তম মঞ্চে বিকাল থেকে শুরু হয়ে এই অনুষ্ঠান চললো রাত ৯টা পর্যন্ত। উপস্থিত দর্শক শ্রোতাদের উপস্থিত ছিল নজরকাড়া।
এদিন এই সঙ্গীত সন্ধ্যায় সঙ্গীত ও বাদ্যযন্ত্র পরিবেশনায় উপস্থিত ছিলেন; সংগীতজ্ঞ পন্ডিত ধনন্ঞ্জয় হেগড়ে, শ্রী সোমনাথ রায়, শ্রী শুভজ্যোতি গুহ, শ্রী অঞ্জন সাহা, বিশেষভাবে সকলের মন জয় করে নেন পদ্মবিভূষণ পন্ডিত বিশ্বমোহন ভাট সেই সাথে পন্ডিত বিক্রম ঘোষ।
Comments
Post a Comment