বাড়িতে বসেই এবার ইভেন্ট প্ল্যানিং সাথে SAPPHIRE EVENT MARKETING
সমাজের বিভিন্ন স্তরের মানুষ এখন যে কোন অনুষ্ঠানের জন্য ইভেন্ট প্ল্যানার কে দায়িত্ব দিয়ে থাকেন পরিচিতি হিসাবে বিভিন্ন ইভেন্ট প্ল্যানার সম্পূর্ণ অনুষ্ঠান খরচ বিভিন্ন রকম হয়ে থাকে। বিশেষ করে মধ্যবিত্তরা একটু চান যাতে কম খরচায় ভালো ভাবে তার বাড়ির অনুষ্ঠান করা যায়। কম খরচে দক্ষিণ কলকাতায় বেহালায় চৌরাস্তা এমনই এক ইভেন্ট প্ল্যানার - SAPPHIRE EVENT MARKETING ।
পথ চলতে চলতে তারা পূর্ণ করল এই ১০টি বছর। কোন অনুষ্ঠানের ক্যাটারিং সার্ভিস, ফটোগ্রাফি, সমস্ত অনুষ্ঠান জায়গাকে ডেকোরেশন থেকে শুরু করে সবকিছুই করে থাকেন। এছাড়া বিয়ের অনুষ্ঠানে শপিং, বিয়ের কার্ড ছাপানো তো রয়েছেই।
শুধু তাই নয় সংস্থার কর্ণধার সায়ন্তি দাস রায় দাবি করছেন অন্যান্য ইভেন্ট প্ল্যানার দের থেকে কম খরচেই তিনি সবাইকে পরিষেবা দিতে পারবেন।
তিনি জানান, 'লাভের পরিমাণ কম রাখলেও মানুষ যাতে সঠিক পরিষেবা পান সেই ব্যাপারটা আমরা দেখি। উনি বললেন একজনের পক্ষে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ চালানো খুবই কঠিন তাই আমার সঙ্গে যারা রয়েছেন তাদের প্রতি আমি খুব ঋণী। আমরা একটা পরিবার হয়ে কাজ করি এবং এর জন্যই আমাদের প্রত্যেকটি ইভেন্ট সফলভাবে করতে পারছি'।
সায়ন্তি দাষ রায় বলেন প্রতিটি সময় বিভিন্ন অফার আমাদের এখানে চলে। অনেক সময় দেখা যায় সম্পূর্ণ ইভেন্টি আমরা যখন করি তার সাথে ফটোগ্রাফি কম্প্লিমেন্টারি হিসেবে দিয়ে থাকি।
আজকে ১০ বছরের অনুষ্ঠানে বিশেষ কিছু অতিথি উপস্থিত ছিলেন তার মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা অভিরাজ গাঙ্গুলী।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ইভেন্ট এর ব্যাপারে যোগাযোগ করতে হলে সামাজিক মাধ্যমে তাদের যোগাযোগের নাম্বার দেওয়া রয়েছে।
Comments
Post a Comment