রুপনারায়ন নদীতে ডুবলো ট্রলার, উদ্ধার ৬

 


সুভাষ মিশ্র, নারায়ণপুরঃ জোয়ারের টানে উল্টে গেল মৎস্যজীবীদের একটি ট্রলার। স্থানীয়দের চেষ্টায় উদ্ধার করা হয় ট্রলারে থাকা ৬ মৎস্যজীবী।  যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নারায়ণপুরে। জানা গিয়েছে , এদিন কোলাঘাট থেকে একটি ট্রলার গেঁওখালীর উদ্দেশ্যে যাওয়ার সময় তমলুকের নারায়নপুরে রুপনারায়নের চরে আটকে যায়। জোয়ার আসায় ট্রলারটি উলটে যায়। 

ট্রলারে থাকা মৎস্যজীবীদের চিৎকারে স্থানীয়দের চেস্টায় তাদের উদ্ধার করা সম্ভব  হয়। ৬ জনের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক বলে জানা গিয়েছে। জোয়ারের টানে ট্রলারটিকে ভাসিয়ে নিয়ে গিয়েছে। কাঁথির পর আবার তমলুকে ট্রলার ডুবির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।



Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো