দমদমের বোর্ডিং স্কুল থেকে নিখোঁজ দুই ছাত্র
নিজস্ব প্রতিবেদন, দমদম: দমদমের কুমার আশুতোষ বোর্ডিং স্কুল থেকে ফের নিখোঁজ দুইজন ছাত্র। একজন ছাত্রের নাম সুজিত রায় বাড়ি আনোয়ার শাহ রোডে এবং আরেকজন ছাত্রের নাম প্রশান্ত বিশ্বাস বাড়ি নদীয়া জেলার তাহেরপুরে। স্কুল ছুটি হওয়ার পর স্কুল থেকে বাকি সমস্ত ছাত্র-ছাত্রীরা বেরোলে স্কুল থেকে বের হতে দেখা যায় না সুজিত এবং প্রশান্ত এই দুই নিখোঁজ ছাত্রকে। স্কুলের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর শেষমেশ বিকেল পাঁচটা নাগাদ এই দুই নিখোঁজ ছাত্রের পরিবারকে ফোন করে জানানো হয় স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে।
দমদমে কুমার আশুতোষ বোর্ডিং স্কুলের পঞ্চম তলায় বোর্ডিং এর ব্যবস্থা রয়েছে। সেখানে প্রায় ৪৫ জন ছাত্রছাত্রী থাকে। এর আগেও এরকম নিখোঁজ হয়ে গিয়েছিল ছাত্র। পরবর্তীতে খোঁজ পাওয়া যায় যে তারা বাড়ি ফিরে গিয়েছিলো। তবে আবারো সেই একই রকম ঘটনা ঘটলো দমদমের এই বোরিং স্কুলে। স্কুল ছুটির পর থেকে নিখোঁজ সুজিত এবং প্রশান্ত নামে এই দুই ছাত্র।
স্কুলের ভিতরে থাকাকালীন কি করে তারা বাইরে বেরোলো ছাত্ররা। এমনকি বোরিং স্কুল কর্তৃপক্ষের চোখের আড়াল করে কিভাবে তাদের নিখোঁজ হয়ে যাওয়া সম্ভব। এই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। গাফিলতির অভিযোগের তীর এখন কুমার আশুতোষ বোর্ডিং স্কুল কর্তৃপক্ষের দিকে। এই ঘটনার জেরে রীতিমতো অন্যান্য ছাত্র-ছাত্রীদেরও অভিভাবকেরা আতঙ্কিত।
Comments
Post a Comment