Posts

Showing posts from 2023

আদিত্য বিড়লা বাণীভারতী'র ৬৪ তম বার্ষিক অনুষ্ঠান 'LUCENCY'

Image
  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মিলনের বাঁশির সুরে হৃদয় মোহিত করা এক অনুষ্ঠান উপহার দিল হুগলি জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আদিত্য বিড়লা বাণীভারতী তার ৬৪ তম বার্ষিক অনুষ্ঠান 'LUCENCY' তে। গতকাল  সোমবার ২৭ নভেম্বর, ২০২৩ কলকাতার সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে। প্রতিষ্ঠানের পথপ্রদর্শক আদিত্য বিমো বিড়লার্জীকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে প্রতিষ্ঠানের প্রধান কান্ডারী মাননীয় অধ্যক্ষ শ্রী গৌতম সরকার মহাশয় ও কো -অর্ডিনেটর মাননীয়া শ্রীমতী সুচিস্মিতা দে মহাশয়ার নির্দেশনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলুড় মঠের পরম শ্রদ্ধেয় স্বামী বেদাতীতানন্দ মহারাজ এবং  বিশিষ্ট অভিনেতা ও সংগীতশিল্পী শ্রী সাহেব চট্টোপাধ্যায়। এছাড়া কলকাতা ও তৎসংলগ্ন স্কুলের অধ্যক্ষ মহাশয়দেরও এই বার্ষিক দিবসের অনুষ্ঠান উপলক্ষে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধেয় অধ্যক্ষ মহাশয় এবং সমন্বয়কারী ম্যাডাম প্রতিষ্ঠানের সম্মানিত অতিথি মহোদয় স্বামী বেদাতিতানন্দ জি মহারাজ এবং শ্রী সাহেব চট্টোপাধ্যায়কে উষ্ণ অভ্যর্থনা জানান এবং সকলে একসাথে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন

National Press Day

Image
  On National Press Day, what 'BARD' writes on AI's role in media landscape By- Banibrata Datta  National Press Day is observed on November 16 every year in India to commemorate a free and responsible press. Along with the entire country, National Press Day is observed in Tripura in line with the theme for National Press Day 2023 - “Media in the Era of Artificial Intelligence”.  The State-level program has been held in Agartala where a seminar on the central theme of the Day will be organized today evening. It was on this day that the Press Council of India started functioning as a moral watchdog to ensure that the press maintains high standards and is not fettered by any influence or threats. Since the year 1997, the Council has commemorated the day in a significant way through seminars with relevant themes.  With for the first time, Artificial Intelligence taking center stage in charting out the present and future course of an already diverse media landscape, Google's

গ্রাম ও শহরের কবিদের মেলবন্ধনে উন্মোচন হল ফুলকি পত্রিকা

Image
  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মধ্য কলকাতার ত্রিপুরা হিত সাধনী সভাকক্ষে এক সান্মাসিক পত্রিকা 'ফুলকি' -এর যাত্রা শুরু হল। প্রদীপ প্রজ্জ্বলন এবং উদ্বোধনী সঙ্গীত দিয়ে এই অনুষ্ঠানের শুভ সুচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি আরণ্যক বসু, উপস্থিত ছিলেন, প্রানী ও মৎস্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শান্তনু বেরা, বিশিষ্ট সমাজসেবী তথা মানবদরদী বিদ্যুৎ কুমার দিন্দা, সাংবাদিক ও লেখক অপূর্ব দাস, অধ্যাপক দেবপ্রসাদ পাল সহ প্রমুখ । বিভিন্ন জেলা থেকে কবি সাহিত্যিকরা এসেছিলেন এই অনুষ্ঠানে। এই প্রসঙ্গে newssundarban.com এবং ফুলকি পত্রিকার সম্পাদক তাপস পাল বলেন, গ্রাম ও শহরের কবিদের মেলবন্ধন হল এই পত্রিকার মূখ্য উদ্দেশ্য। আমাদের এই পত্রিকায় শুধু আমাদের দেশ নয় বিদেশ থেকে ও কবিদের লেখায় সমৃদ্ধ হয়েছে এই ফুলকি। এটি newssundarban.com এর আরো একটি অংশ।পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজল দাস সিনহা।

মার্লিনের সেরা পুজো -২০২৩” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Image
  সায়ন দেবনাথ , কলকাতা: ভারতের শীর্ষ স্থানীয় রিয়েল এস্টেট সংস্থা মার্লিন গ্রুপ গত ৪ নভেম্বর শনিবার প্রিন্সটন ক্লাবে "মার্লিনের সেরা পুজো- ২০২৩" আয়োজন করেছিল। এই নিয়ে ৫ তম বর্ষে পা দিল। বিভিন্ন হাউজিং কমপ্লেক্সের বাসিন্দাদের উৎসাহের সাথে দুর্গা পূজার আয়োজন ও উদযাপন করতে মার্লিন গ্রুপ ২০১৯ সালে "মার্লিনের সেরা পুজো" প্রতিযোগিতা শুরু করেছিল। প্রতি বছরের মতো মার্লিন গ্রুপ কলকাতা, হাওড়া এবং হুগলির মোট ১৭টি কমপ্লেক্স জুড়ে পূজা পরিক্রমার আয়োজন করেছিল। বিশিষ্ট জনপ্রিয় টলি অভিনেত্রী অপরাজিতা আঢ্য, অভিনেত্রী উশষী রায় এবং দিতিপ্রিয়া রায় মহাষষ্ঠী মহাসপ্তমী এবং মহাষ্টমীতে কলকাতা, হুগলি এবং হাওড়া জুড়ে মার্লিন হাউজিং অ্যাপার্টমেন্টগুলিতে পরিক্রমা করেছিলেন। এদিনের অনুষ্ঠানে মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শ্রী সাকেত মোহতা এবং মার্লিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মোহতার উপস্থিতিতে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। “মার্লিনের সেরা পুজো পুরস্কার ২০২৩”-এ সোদপুরের হাউজিং কমপ্লেক্স মার্লিন ম্যাক্সিমাস এই বছর প্রথম পুরস্কার এবং ৫০,০০০/- টাকা নগদ পুরস্কার জিতেছে।

ইন্দিরা গান্ধীর ৪০ তম প্রয়াণ দিবস পালন

Image
  সৃঞ্চিণী পোদ্দার, বেলঘরিয়া: রক্তে মাখা ৩১শে অক্টোবর। এই দিনেই দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রয়াত হন। তার বন্ধুকের গুলিতে গোটা শরীর ঝাঁঝরা হয়ে যায় এই দিনেই। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪০ তম প্রয়াণ দিবস  উদযাপন করা হয়।  ১৯৬৬ সালে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বচিত হন৷ ১৯৭১ সালে সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যক ভোট পেয়ে ইন্দিরা গান্ধী দ্বিতীয় বারের মত প্রধানমন্ত্রী হিসেবে  নির্বাচিত হন ৷ তার অদম্য সাহসিকতায় এবং তার লড়াকু শক্তিতে দেশের প্রধানমন্ত্রীর আসনে বসে দেশ শাসন করেছেন। তার ৪০ তম প্রয়াণ দিবসকে সামনে রেখে বেলঘরিয়া হিন্দুস্থান মিল গেটের সামনে এক স্মরণ সভার আয়োজন করা হয়। কংগ্রেস নেতা সোমনাথ সরকারের তত্বাবধানে সম্পন্ন হয় এই দিনের এই অনুষ্ঠান। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছবিতে মাল্যদান করে তার অবদান এবং ভূমিকা নিয়ে বিশেষ বক্তব্য পেশ করেন উপস্থিত অতিথিরা। এই দিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএনটিউসি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক দিব্

ওড়িশি আশ্রমের পরিচালনায় সম্পন্ন হলো চন্দ্রকলা নৃত্য উৎসব

Image
  শুভ ঘোষ, কলকাতা: কলকাতা আই,সি,সি,আর গ্যালারিতে ওড়িশে আশ্রমের সৌজন্যে গুরু গিরিধারী নায়েক চন্দ্রকলার ডান্স একাডেমির পক্ষ্য থেকে ২য় তম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন সম্পাদিকা সুজাতা নায়েক।এই অনুষ্ঠানে অনেক দূর দূর থেকে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছেন ওড়িশি নৃত্যে সঙ্গীতে অংশগ্রহণ হতে।বাংলার বুকে ওড়িশি নৃত্যে একটা অন্যরকম স্থান করে বাংলার জনগণের মন কেড়েছে।এই অনুষ্ঠানে যারা বিশিষ্ট অতিথি ছিলেন সুজাতা মহাপাত্র নৃত্যশিল্পী,মীনাক্ষী মিশ্র আই.সি.সি.আর. নির্দেশক,দেবাশীষ মন্ডল রবীন্দ্রভারতী (ডিন),ডঃ অমৃতা দত্ত( অধ্যক্ষ), তমালিকা নায়েক ও সুজাতা নায়েক সম্পাদিকা (চন্দ্রকলা ডান্স একাডেমি) এছাড়া অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। 

সম্পন্ন হয় গাঙ্গুলি লেন স্পোর্টিং ক্লাবের শ্যামা পূজার খুঁটি পূজোর অনুষ্ঠান

Image
শুভ ঘোষ, কলকাতা: দুর্গাপূজা যেতে না যেতেই আপামর বাঙালি মাতে শ্যামা মায়ের পুজো আরাধনায়। উত্তর কলকাতার পোস্তার গাঙ্গুলী লেন স্পোর্টিং ক্লাব প্রতি বছরের মতো এই বছরেরও শ্যামা পুজোর প্রস্তুতি শুরু করে দিলো খুঁটি পূজার মধ্যে দিয়ে। ৫০তম বর্ষের ভাবনাতেও থাকছে চমক। তা বোঝা গেলো খুঁটি পূজার মধ্যে দিয়ে। পোস্তা গাঙ্গুলী লেন স্পোর্টিং ক্লাবের সভাপতি শচীন ত্রিপাঠীর তত্ত্বাবধানে সম্পন্ন হয় এই দিনের এই অনুষ্ঠান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়িকা তৃণমূল নেত্রী স্মিতা বক্সী ,শ্রীমান সঞ্জয় বক্সী,তৃণমূল নেতা সৌম্য বক্সি,সমাজসেবী দ্বারা সিং,  ব্যাগেশ মিশ্রা, উত্তম সংকার,সুরাজ সিং, মানোজ যাদব,মানব জাসওয়াল,রাজীব তেওয়ারি সহ আরো বিশিষ্ট ব্যক্তিত্বরা । 

নিভলো অমলের আলোর দুনিয়া

Image
সৃঞ্চিণী পোদ্দার, কলকাতা: নিভলো অমলের আলোর দুনিয়া। চলে গেলেন বিখ্যাত কার্টুনিস্ট অমল চক্রবর্তী। আজ সকাল ১০টা বেজে ৩০ মিনিট নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্য জনিত কারণে অসুস্থ ছিলেন। ভর্তি ছিলেন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে। সেখানেই প্রয়াত হলেন তিনি। শেষ হয়ে গেল একটা যুগ। অমল আলোয় চিরদিন তিনি থেকে যাবেন আমাদের মধ্যে। এমনই বলছেন শিল্পীরা।  কাগজের প্রথম পাতায় কার্টুন আঁকার রেওয়াজ বাংলায় শুরু হয়েছিল অমল চক্রবর্তীর হাত ধরেই। বছরের পর বছর ধরে তার আঁকা কার্টুন দেখেছে বহু পাঠকেরা। অমৃতবাজার পত্রিকা, যুগান্তর, আনন্দবাজার পত্রিকায় কার্টুন এঁকেছেন একসময়ে। পরবর্তীতে ১৯৯২ সালে ‘সংবাদ প্রতিদিন’ পত্রিকার জন্মলগ্ন থেকেই সেখানে চাকরি করতেন অমল চক্রবর্তী।  ‘সংবাদ প্রতিদিন’ পত্রিকায় নিয়মিত প্রকাশিত হত তাঁর পকেট কার্টুন ‘অমল আলোয়।’  এক মাস আগে হঠাৎই পায়ে একটি সংক্রমণ দেখা যায় কার্টুনিস্ট অমল চক্রবর্তী। তবে বয়সটা বেশি হওয়ায় সংক্রমণটি সারছিলো না। ধীরে ধীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে সারা শরীরে । সেপটিসেমিয়ায় আক্রান্ত হন তিনি। তবে

বই প্রকাশের মাধ্যমে জন্ম ভূমির তর্পণ

Image
সঞ্জয় মন্ডল, বাঁকুড়া: পিতৃ পুরুষকে তর্পণ করে সূচনা হয়েছে দেবী পক্ষের। আর এই সূচনা পর্বেই নিজের নিজের সৃষ্টি দিয়ে জন্ম ভূমির তর্পণ করলেন বাঁকুড়া জেলার বড়জোড়া থানার পখন্না গ্রামের দুই ভূমিপুত্র কৃষ্ণেন্দু বটব্যাল ও সুজয় ঘোষাল। সাহিত্য প্রতিভা তথা কবি কৃষ্ণেন্দু বটব্যাল রচিত ও শব্দপ্রতিমা প্রকাশনা প্রকাশিত কাব্যগ্রন্থ " অভিলাষার হলুদ খামে ও সাহিত্যিক সুজয় ঘোষাল রচিত " পখন্না গ্রামের ইতিবৃত্ত ও একাল " বই দুটির প্রকাশ হয়। বই প্রকাশের মোড়ক উন্মোচনের মঞ্চে উপস্থিত ছিলেন পখন্না গ্রামের কৃতি সন্তান তথা ভারতীয় সেনাবাহিনীর অবসর প্রাপ্ত কর্ণেল সুহাস ঘোষাল , কবি তরুণ গোস্বামী, বিশিষ্ট সাংবাদিক তথা লালমাটি সংবাদের সম্পাদক প্রদীপ বন্দোপাধ্যায় ,পখন্না পঞ্চায়েতের উপপ্রধান অনুপম গোস্বামী সহ একাধিক বিশিষ্টজনেরা। অনুষ্ঠান মঞ্চ থেকে প্রত্যেক বক্তাই পখন্না গ্রামের সংস্কৃতি ও তার চর্চার অতীত ও বর্তমান সময়ের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিতি ছিলো নজর কাড়া। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা ও বাস্তবায়নের মূল কারিগর ছিলেন পখন্না গ্রামের সংস্কৃতি মনস্ক উদ্যোগী যুবক অনাথ বন্ধু গরাই।

অশোক আখড়া এক ব্যায়াম মন্দির এর আয়োজনে কিং এন্ড কুইন অফ দ্য টেবিল- ওপেন আর্ম রেস্টলিং চ্যাম্পিয়নশিপ-২০২৩

Image
গোপাল দেবনাথ , কলকাতা: কি এন্ড কুইন অফ দ্য টেবিল এই শিরোনামে ওপেন আর্ম রেস্টলিং চ্যাম্পিয়নশিপ-২০২৩ আয়োজিত হলো। আয়োজনে অশোক আখড়া এক ব্যায়াম মন্দির। গত ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর পূন্য লগ্নে বাগুইআটি অশ্বিনী নগরে সন্তোষ মল্লিক স্মৃতি সংঘে আয়োজিত হয়েছিল ওপেন আর্ম রেস্টলিং চ্যাম্পিয়নশিপ। আয়োজক বডিবিল্ডার ও অভিনেতা অশোকরাজ এর মূল ভাবনা ছিল নিজের শক্তি প্রদর্শন করো। যাতে নারী ও শিশুরা শক্তিশালী হতে পারে এবং নিজের সুরক্ষা যেন নিজেই দিতে পারে। এইদিনের অনুষ্ঠান মঞ্চে আর্ম রেস্টলিং এ মোট ৩৩ জন অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে পুরুষ ২৫ জন মহিলা ৫ জন এবং শিশু ৩ জন। প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ছিল নজরকাড়া।  প্রতিটি ক্ষেত্রে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিগণ। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট খেলোয়াড় ব্যায়ামবীর বিমল কুমার চন্দ, এল্টন ম্যাকডরমট, অঞ্জন পাল এবং অভিষেক গুপ্তা। প্রতিযোগীদের উৎসাহ দেন সন্তোষ মল্লিক স্মৃতি সঙ্ঘের সাধারণ সম্পাদক আশীষ সাহা। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন আর্ম রেস্টলার ও অভিনেতা অশোকরাজ এর এই উদ্যোগ এক কথায় অভিনন্দন যোগ্য। তিনি যে ভাবে এই খেলাটিকে বাংলায় স

মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা যাত্রীর, দুর্ঘটনা থেকে রক্ষা যাত্রীদের

Image
বাণীব্রত দত্ত: নেশাগ্রস্ত যুবকের তান্ডবে ইন্ডিগো বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা, MBB বিমানবন্দরে নিরাপদ অবতরণ।  লেন্ডিং এর পূর্বে ফ্লাইং অবস্থায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্ডিগো বিমান। বৃহস্পতিবার কলকাতা থেকে আগরতলা আসার পথে ইন্ডিগো বিমানের এক যাত্রীর প্লেনের দরজা খুলার চেষ্টা করে বহুবার। যাত্রী এবং বিমানের কর্মীদের চেষ্টায় তাঁকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে নিরাপদে লেন্ডিং করে এই বিমান। কলকাতা থেকে আগরতলা আসার পথে গুয়াহাটি থেকে ইন্ডিগো বিমানে উঠেছিল বিশ্বজিৎ দেবনাথ নামে এক ব্যক্তি। আগরতলা আসার সময় আকাশ পথে বেশিরভাগ সময় ছিল স্বাভাবিক। কিন্তু লেন্ডিং এর প্রায় ১০ মিনিট আগে ফ্লাইং অবস্থায় প্লেনের দরজা খোলার চেষ্টা করে রাজদীপ। প্রথমে এয়ার হোস্টেস তাকে বাঁধা দেওয়ার চেষ্টা কর। কিন্তু বিমানের সেবিকাকে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিমানে থাকা অন্যান্য কর্মীরা ছুটে এলেও তাঁকে থামাতে হিমশিম খায়। ছুটে আসে বিমানের যাত্রীরা। তারপরই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তাঁকে। জানা গেছে নেশাগ্রস্থ অবস্থায় বিমানে উঠেছিল সে। এই ঘটনাকে কেন্দ্র করে বিমানের যাত্রীদের মধ্যে ব্যাপক চাঞ্চল

কন্ঠিবাড়ি পথের দিশারী আয়োজিত বিদ্যাসাগর শিক্ষারত্ন ও বিদ্যাসাগর সমাজ কল্যাণ রত্ন-২০২৩ প্রদান

Image
  গোপাল দেবনাথ ,কলকাতা: পূর্ব মেদিনীপুরের কন্ঠিবাড়ি পথের দিশারী আয়োজিত বিদ্যাসাগর শিক্ষারত্ন ও বিদ্যাসাগর সমাজ কল্যাণ রত্ন-২০২৩ তুলে দেওয়া হলো সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিতদের হাতে। এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল বাইপাস সংলগ্ন লায়ন্স ডেন এ। বিশিষ্ট সমাজসেবী ও লায়ন দেবাশীষ বাগ তার প্রয়াত পিতা বিনোদ বিহারী বাগ এর স্মৃতির উদ্দেশ্যে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ছিলেন। উপস্থিত সকল পুরস্কার প্রাপকদের হাতে অতিথিগণ উত্তরীয় ট্রফি ও সার্টিফিকেট দিয়ে সন্মান জানান। এই দিনের অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন স্বামী সুপর্ণনন্দ মহারাজ, (মুখ্য অতিথি) শ্রী সুজয় চন্দ (আইপিএস), লায়ন কনক দুগার ডিস্ট্রিক্ট গভর্নর 322B2 ইন্টারন্যাশনাল, প্রফেসর কৌশিক চ্যাটার্জি, এসিপি শ্রী গুরুপ্রসাদ ব্যানার্জী। এই অনুষ্ঠান মঞ্চে সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের নারীকণ্ঠে সংগীত পরিবেশন করেন শ্রী অনিমেষ সিকদার। সমগ্ৰ অনুষ্ঠানটি আয়োজন করেন শ্রী দেবাশীষ বাগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ণ আশীষ বসাক। এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে স্বামী বিবেকানন্দ'র জীবন ও বাণী বইটি তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থ

শুরু হয়ে গেল দ্বিভাষিক সিনেমা ক্যারাটের শ্যুটিং

Image
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: উত্তর কলকাতার বিধান শিশু উদ্যানে রাখী পূর্ণিমার পুণ্যলগ্নে দ্বিভাষিক সিনেমা বাংলা ও হিন্দি "ক্যারাটে" এর শুভ মহরত অনুষ্ঠিত হলো। শিব ঠাকুরের সামনেই মহরত এর পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূজানুষ্ঠানের পরেই ক্রীড়াবিদ অভিনেতা প্রযোজক ও পরিচালক অশোকরাজ হাত দিয়ে নারকেল ফাটিয়ে উপস্থিত সকলকে চমক লাগিয়ে দেন। যিনি নিজে এর আগে একাধিক বাংলা ও হিন্দি সিনেমার অভিনয় করেছেন। মহরত এর পরবর্তী পর্যায়ে শারীরিক কসরৎ এর পরে  কেক কাটিং অনুষ্ঠানের মধ্যদিয়ে শুভ মহরত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন পরিচালক। এদিনের অনুষ্ঠানে  অভিনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন অশোকরাজ, বিশিষ্ট সাংবাদিক ও অভিনেতা গোপাল দেবনাথ, শিশুশিল্পী আমিশা, আয়েশা, প্রত্যুশা, পিয়াসা, অমর, বরুন দাস, দৈপায়ন চক্রবর্তী, বেঙ্গল অলিম্পিক এসোসিয়েশনের সম্পাদক জহর দাস।  এই দ্বিভাষিক সিনেমায় অভিনয় করবেন মুম্বাই এর বেশ কয়েকজন প্রতিষ্ঠিত অভিনেতা অভিনেত্রী তাদের মধ্যে উল্লেখ্য প্রিয়াঙ্কা চক্রবর্তী, ভূপিন্দার সিং, সৌরভ সরকার সহ বিশিষ্টরা। এই সিনেমার কাহিনী সংলাপ প্রযোজনা ও পরিচালনা অশোকরাজ। চিত্রনাট্য শ্রীমতি রাজ,  গীতিকার ও সু

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

Image
গোপাল দেবনাথ , বেলঘরিয়া: ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অনন্ত কাল ধরেই সন্মান জানানোর প্রচলন আছে। যে ব্যক্তি যে বিষয়ে গুণী তাকে সম্মানিত করে সেই ব্যক্তি বা সংস্থা নিজেরাই সম্মানিত হয়ে থাকে। এমনই এক সংস্থা হলো বলো কলকাতা টিভি পরিবার। গত ১৯ আগস্ট শনিবার কামারহাটি নজরুল মঞ্চে আয়োজন করেছিল তৃতীয় তম বর্ষ বঙ্গ গৌরব উৎসব সন্মান। এদিনের অনুষ্ঠানে বহু গুণী মানুষকে সন্মান জানালো এই সংস্থা। বঙ্গ গৌরব উৎসব এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই বাংলার গুণী সঙ্গীত শিল্পী এবং অভিনেত্রী মৌসুমী দাস। মৌসুমীর জন্ম অসমে হলেও এই বাংলা তার নিজের জন্মস্থানের চেয়ে কোনো অংশে কম নয়। এই প্রতিবেদক এই সংগীতশিল্পীকে সঙ্গীত জীবনের প্রথম দিন থেকেই খুব ভালোভাবে চেনেন। মৌসুমী র আরেকটি বড় গুন ও অত্যন্ত দয়ালু মনের মানুষ এবং পশুপ্রেমী। পেট ওয়েলনেস সোসাইটি নামে তার একটি স্বেচ্ছাসেবী সংস্থাও আছে। কুকুর ও বিড়ালের প্রতি তার ভালোবাসা দৃষ্টি আকর্ষণ করে। এমনই এক প্রতিভাধর সংগীতশিল্পী মৌসুমী দাস কে সন্মান জানিয়ে বলো কলকাতা টিভি পরিবার সম্মানিত হলেন। এই অনুষ্ঠান মঞ্চেই মৌসুমী অসাধারণ সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের বাহবা কুড়িয়ে ন

বাগবাজারে বিশ্বের প্রথম শ্রীচৈতন্য মহাপ্রভু মিউজিয়ামের জন্ম দিবস উৎযাপন

Image
  গোপাল দেবনাথ, কলকাতা: বিশ্বের সর্ব প্রথম শ্রীচৈতন্য মহাপ্রভু মিউজিয়ামের চতুর্থতম জন্ম দিবস উপলক্ষে একটি শিক্ষা মূলক সেমিনারের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে আই সি সি আর ডিরেক্টর মীনাক্ষী মিশ্র প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মূল্যবান বক্তব্য পেশ করেন। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগবাজার গৌড়ীও মঠের সভাপতি তথা আচার্য্য বি. এস. সন্যাসী মহারাজ, সম্পাদক বি. পি. পুরী মহারাজ , অধ্যাপক জনাব মকবুল হোসেন এবং অধ্যাপক মহুয়া ব্যানার্জী। প্রত্যেক বক্তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শ এবং তার দেখানো পথের কথা বলেন। যে সকল ছাত্র ছাত্রীরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিয়ে গবেষণা করছেন এদিনের অনুষ্ঠানে তারাও উপস্থিত ছিলেন।  আই সি সি আর ডিরেক্টর মীনাক্ষী মিশ্র শ্রী চৈতন্য দেবের মূর্তিতে মাল্যদান করে বলেন এই অনুষ্ঠানে যোগদান করতে পেরে খুবই খুশি এবং তৃপ্ত। এইদিনের এই অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই মঠের যদি কোনো প্রকার সাহায্যের প্রয়োজন হয় মঠ কমিটি যদি আমাকে জানান এবং যদি সেটা তার পক্ষে সম্ভবপর হয় তবে তিনি অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। অতিব সুন্দর এই শ্রীচৈতন্য মিউজিয়াম সকলের একব

কলকাতার অন্যতম সেরা লাইফস্টাইল প্রদর্শনী

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা: বাটস নিয়ে এসেছে দ্য প্লেজার ট্রাঙ্ক-এর প্রথম এডিশন। দুই দিনব্যাপী প্রদর্শনী 'বাটস - দ্য প্লেজার ট্রাঙ্ক' কলকাতার গোল্ডেন টিউলিপ হোটেলে অনুষ্ঠিত হল। কলকাতায় এই গুরুত্বপূর্ণ শপিং ফেস্টিভ্যালের প্রথম সংস্করণ উপস্থাপন করল BAATS। BAATS হল একটি সংস্থা যা সৃজনশীলতার জগতে নতুন উচ্চাকাঙ্ক্ষী প্রতিভার বিকাশ করে। BAATS-এর অন্তর্ভুক্ত গোষ্ঠীগুলি সকলেই বিভিন্ন সাংস্কৃতিক এবং পেশাদার ক্ষেত্রের, কিন্তু তাদের মধ্যে যে ব্যাপারটির মিল রয়েছে তা হল সৃজনশীলতার জন্য তাদের ক্ষুধা এবং ফ্যাশন ও জীবনধারার ক্ষেত্রে পারফেকশনিস্ট হওয়া। এই দুই দিনের ইভেন্টে অংশগ্রহণকারীরা আসন্ন উৎসবের মরসুমের জন্য এক ছাদের নিচে স্বল্প বাজেট থেকে উচ্চ বাজেটের পণ্য উভয়ের মধ্যে কনজিউমার এবং ডিজাইনার পণ্যগুলি প্রদর্শন করে। ইভেন্টটি ম্যাপ ৫ ইভেন্টস দ্বারা পরিচালিত হয়েছে।   বাটস - দ্য প্লেজার ট্রাঙ্ক প্রদর্শনীটি উদ্বোধন করেন: জয়া সীল ঘোষ, অভিনেত্রী; সিএস (ড.) অ্যাড. মমতা বিনানি, এমএসএমই ডেভেলপমেন্ট ফোরাম ডব্লিউবি চ্যাপ্টারের সভাপতি।বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরব ও নিতেশের এ ভি স্ট

এস বি পার্ক সার্বজনিন দুর্গোৎসবের থিম প্রকাশ

Image
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: এস বি পার্ক সার্বজনিন দুর্গোৎসব কমিটি প্রতি বছর নতুন ভাবে সাজিয়ে তোলে তাদের গোটা দুর্গা পুজোর মন্ডপ। এবছর যে আরো বেশি করে আকর্ষণ কাঁড়তে চলেছে তার আর বলার অবকাশ রাখে না। এস বি পার্ক সার্বজনীন দুর্গোৎসব তাদের উদ্ভাবনী ধারণা এবং উদযাপন শৈলীর জন্য শহরের অন্যতম নজরকাড়া পুজো হিসেবে পরিচিত। তাদের প্রতি বছরের থিমে কিছু না কিছু নতুনত্ব থাকেই। এবারেও তার অন্যথা হচ্ছেনা। কলকাতার প্রেস ক্লাবে এদিন তারা এ বছরের পুজোর ভাবনা প্রকাশ করেন। এবছরের ভাবনা 'এলেম নতুন দেশে'।  স্টেট ব্যাঙ্ক পার্ক (এস বি পার্ক) সর্বজনীন দুর্গোৎসব, ঠাকুরপুকুর, এখনও পর্যন্ত তাদের উচ্চ মানের দৃষ্টিভঙ্গি এবং গভীর চিন্তার দ্বারা পুজো তথা বলা ভালো বিশেষভাবে, দুর্গা পুজোর সাথে জড়িত। সংস্থাটি পুজোর ব্যাপারটিকে গবেষণা এবং সৃজনশীল কল্পনার জগতে রূপান্তরিত করেছে। এস বি পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ঠাকুরপুকুর, এই অক্টোবরে তাদের ৫৩ তম বছর উদযাপন করছে৷ এই দিনের এই অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে ঝলমলে ছিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী তথা এস বি পার্ক সার্বজনীন দুর্গোৎসব ২০২৩

পরিচালক অর্ণব রিঙ্গো ব্যানার্জির অভিমত

Image
  নিজস্ব প্রতিবেদন:"পিলকুঞ্জ", প্রজেক্ট 'টাইগার'- এর ৫০ বছর পূর্তি উপলক্ষে আমার শ্রদ্ধাঞ্জলি। ২০১৭ সালে উত্তর ভারতে, একটি সংরক্ষিত ব্যাঘ্র অভয়ারণ্যে এক ভয়াবহ কেলেঙ্কারীর উদয় হয়। যা দেশের শীর্ষস্থানীয় পদাধিকারীদের পর্যন্ত নাড়া দিয়েছিল। এবং রহস্যজনক ভাবে দেখা গেছিলো, যারা নিজেদের স্বেচ্ছায় অমন ভয়ংকর মৃত্যুবরণ করেছিলেন,  তাঁরা শুধুমাত্র ক্ষতিপূরণের টাকার জন্যে এই আত্মত্যাগ করেছিলেন। সঠিক কোনো তথ্য উন্মোচিত না হওয়া পর্যন্ত...  স্বাভাবিক ভাবেই এই ঘটনা চক্রের পরিপ্রেক্ষিতে  প্রাথমিক স্তরে বাঘের নৃশংস মানুষখেকো আচরণকেই দোষারোপ করা হয়েছিলো। কড়া সরকারি পদক্ষেপের পরবর্তীকালে এই ঘৃণ্য কেলেঙ্কারীটি বন্ধ হয়। কিন্তু অর্থের বিনিময়ে বলিদানের এই রক্ত হিম করা তথ্যগুলি এখনও সেই এলাকার স্মৃতিতে তাজা।  আজও স্মৃতিরোমন্থন করে শিউরে ওঠেন, যারা উত্তর ভারতের গ্রামে সেই ভয়াবহ ঘটনাবলীর প্রত্যক্ষদর্শী ছিলেন। এই সবের প্রেক্ষিতে আমি সিদ্ধান্ত নিই এমন ভয়াবহ ঘটনার ওপর চিত্রনাট্য তৈরি করার। আমার এই অভিলাষা কে রূপায়ণ করতে প্রচুর সাহায্য করেছেন KLiKK পরিবারের সবাই। তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ।

প্রেস ক্লাবে ঐন্দ্রিলার বই প্রকাশ

Image
  দেবব্রত রায় চৌধুরী, কলকাতা: যে বয়সে তাঁর সহপাঠীরা খেলাধুলা করে বেড়াচ্ছে। সেই বয়সে আস্ত একটা উপন্যাস লিখে ফেললেন ঐন্দ্রিলা চক্রবর্তী। ঐন্দ্রিলা ইউ এ ই তে ব্রিটিশ স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। এই বয়সে আস্ত একটা উপন্যাস লিখে সবাইকে চমকে দিয়েছে এই খুদে লেখিকা শিশু ও তারুণ্যের প্রতীক । তাঁর এই বই প্রকাশ পেয়েছে নোশান প্রেস থেকে। বইয়ের নাম "দ্য এডভেঞ্চারস অফ দ্য লিজেন্ডারি কুইন" । ই কমার্স সংস্থা আমাজন ও ফ্লিপকার্টে এই বইটি সহজ লোভ্য। এটি তাঁর  প্রথম বই। ইতিমধ্যে ইয়ুথ ইন্ডিয়ান রাইটার পুরস্কার পেয়েছেন ঐন্দ্রিলা চক্রবর্তী।বুধবার কলকাতা সাংবাদিক তাঁবুতে প্রকাশিত হল ঐন্দ্রিলার বইটি। নিজের বাবা মাকে সঙ্গে নিয়ে এদিন বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনি শংকর চক্রবর্তী , চিত্রা লাহিড়ী , সত্যব্রত ঘোষ,ভাস্বর চ্ট্টপাধ্যায়,উমা ভট্টাচার্য , মৃগাঙ্ক ব্যানার্জী ও সুমন গুপ্ত শর্মা সহ সমাজের বিশিষ্টজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন কিংস্টন মডেল স্কুলের ছাত্রছাত্রীরা। সে আগামীতে আরো বড় লেখিকা হয়ে উঠুক প্রার্থনা করলেন সকলেই। সমগ্র অনুষ্ঠানটির আয়োজনে ছিল কিংস্টন এডুকেশন ইন্সটিটিউট,বারাসাত।

কলকাতার সবচেয়ে উঁচু এবং বিলাশবহুল আবাসন

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা: খাস কলকাতার বুকে প্রকৃতির মাঝে নিজের মনের মত 'ঠিকানা' খুঁজছেন? যেখানে আধুনিকতা এবং প্রকৃতির মেলবন্ধন সম্ভব; তাহলে আপনার জন্য রইল সেই ঠিকানার খোঁজ - মার্লিন গ্রুপের সেরেনিয়া। বিটি রোডের ওপরে বনহুগলিতে তৈরি হচ্ছে উত্তর কলকাতার সব থেকে উঁচু এবং বিলাশবহুল আবাসন, যা আপনার ভবিষ্যতের ঠিকানা হতে পারে। মার্লিন গ্রুপের এই আধুনিক সেরেনিয়াকে সকলের সামনে তুলে ধরেছেন অভিনেতা ও অভিনেত্রী দেব এবং রুক্মিণী।    তিনদিক খোলা প্রতিটি শীততাপ নিয়ন্ত্রিত ফ্ল্যাট সীমাহিনতার সাথে সমার্থক। ২৮ তলা এই আবাসন থেকে মনে হবে আকাশের তারা আপনার নাগালের মধ্যেই। সূর্যের নরম আলো, ঠান্ডা বাতাস , লেক এবং সবুজের সমারোহ আপনার মনকে ফুরফুরে করে তুলবে । মোট ৪.৫ একর সবুজ এলাকার মাঝে বিস্তৃত এই আবাসন মন কাড়বে আপনারও । মার্লিন গ্রুপ এবং ইডেন রিয়েলটি এর যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে এই অত্যাধুনিক আবাসন। আবাসনের ভিতরে থাকছে অন্যান্য প্রচুর আধুনিক সুযোগ-সুবিধা, যা এই প্রকল্পকে অন্যদের থেকে আলাদা করতে পেরেছে। বিস্তীর্ণ সুইমিং পুল থেকে শুরু করে যা দিগন্তের সাথে মিশে যাওয়া স্কাইওয়াক। অত্যাধুনি

মুক্তি পেল ' মায়া '

Image
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: রাজর্ষি দে-র মায়া, ম্যাকবেথ থেকে গৃহীত একটি গল্প থেকে চলচ্চিত্রে রূপায়ন। এর গল্প লোভ, উচ্চাকাঙ্ক্ষা, পাপ এবং দুর্নীতিকে ঘিরে আবর্তিত হয়েছে। মূল প্লটের মধ্যে বেশ কয়েকটি চরিত্র এবং সাবপ্লট সহ এই চলচ্চিত্রটি কীভাবে উচ্চাকাঙ্ক্ষা, লোভ, হৃদয়হীনতা এবং নিরঙ্কুশ ক্ষমতার অন্বেষণের মাধ্যমে প্রতিটি চরিত্রকে তাদের মতো আচরণ করতে পরিচালিত করে তার বার্তা বহন করে। এটি বাংলা সিনেমার জগতে উইলিয়াম শেক্সপিয়রের ম্যাকবেথের অন্যতম রূপান্তর। 'মন্দার' যদিও আগে দেখেছি আমরা, তবে তা ছিল ওটিটি প্ল্যাটফর্মে। তাই বলাই যায় এই ছবিটি চলচ্চিত্র হিসেবে বাংলা ভাষায় প্রথম ম্যাকবেথের রূপান্তর। চলচ্চিত্রটির অফিসিয়াল গ্র‍্যান্ড প্রিমিয়ার আজ শহরের আইনক্স সাউথ সিটি মলে চলচ্চিত্রের অভিনেতা- অভিনেত্রী এবং কলাকুশলীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। ডিএসআর এন্টারটেইনমেন্ট হাউস দ্বারা উপস্থাপিত এবং দেবদাস ব্যানার্জি ও রোহিত ব্যানার্জী প্রযোজিত এই ছবিতে রাফিয়াথ রশিদ মিথিলা সহ বাংলার ১৯ জন শীর্ষ অভিনেতা রয়েছেন যিনি বাংলাদেশের একজন সফল অভিনেত্রী। এটি ভারতে মিথিলার প্রথম চলচ্চিত্র। তাঁর অন্য একটি প

রাজভবনে চিকিৎসকদের প্রতিনিধি দল

Image
সঞ্জয় মন্ডল, কলকাতা: গত ১লা জুলাই থেকে ৭ ই জুলাই NEET পরীক্ষা চালুর প্রতিবাদে মেডিকেল সার্ভিস সেন্টার থেকে প্রতিবাদ সপ্তাহ পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ রাজভবনে রাজ্য পালের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক ডাঃ অংশুমান মিত্র, রাজ্য সম্পাদক ডাঃ বিপ্লব চন্দ্র,কলকাতা জেলা সম্পাদক ডাঃ নীলরতন নাইয়া ও কলকাতা জেলা যুগ্ম সম্পাদক ডাঃ চন্দন কুমার শীট।      মেডিকেল সার্ভিস সেন্টার -এর রাজ্য সম্পাদক ডাঃ বিপ্লব চন্দ্র বলেন,"সারা ভারতবর্ষের চিকিৎসকসমাজ, চিকিৎসা পেশার সাথে যুক্ত সর্বস্তরের মানুষ ও শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক নেক্সট চালুর প্রতিবাদে সোচ্চার হয়েছে । আমরা এর সাথে এ কথাও জানিয়ে এসেছি এনএমসি (National Medical Commission) যদি নেক্সট (NExT- National Exit Test) চালু করে তা শুধু ছাত্র স্বার্থ বিরোধী তাই নয় সার্বিকভাবে জনসাধারণের চিকিৎসার মান ও ভীষণভাবে নিম্নগামী হবে। চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসা পেশার এই ভয়াবহ ক্ষতি রুখতে আপনি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানান।"

নির্বাচকদের সমালোচনা করলেন প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার

Image
ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার চেতেশ্বর পূজারাকে বাদ দেওয়ার জন্য ,পরের মাসে ওয়েস্ট ইন্ডিজে দুই টেস্টের জন্য প্রশংসনীয় স্কোরার সরফরাজ খানকে উপেক্ষা করার জন্য জাতীয় নির্বাচকদের কটাক্ষ করেছেন। সরফরাজের অ-নির্বাচনের কথা উল্লেখ করে, গাভাস্কার আইপিএলে খেলোয়াড়দের রেকর্ড বিবেচনার পরিবর্তে ভারতীয় লাল বলের দল বাছাই করার সময় দেশের প্রধান ঘরোয়া টুর্নামেন্টে পারফরম্যান্সের দিকে নজর না দিলে রঞ্জি ট্রফির পিছনে যুক্তি নিয়ে প্রশ্ন তোলেন।সরফরাজ খান গত তিন মৌসুমে 100 গড়ে রান করেছেন। তাকে দলে নিতে কী করতে হবে? সে হয়তো একাদশে নাও থাকতে পারে, কিন্তু আপনি তাকে দলে নিবেন,” স্পোর্টস টুডে মুম্বাই ব্যাটার সম্পর্কে গাভস্কার বলেছেন।"তাকে বলুন যে তার পারফরম্যান্স স্বীকৃত হচ্ছে। অন্যথায়, রঞ্জি ট্রফি খেলা বন্ধ করুন। বলুন, এতে কোন লাভ নেই, আপনি শুধু আইপিএল খেলেন এবং মনে করেন আপনি লাল বলের খেলার জন্যও যথেষ্ট।" তিনটি সেঞ্চুরির সাহায্যে, 2022-23 রঞ্জি ট্রফিতে সরফরাজ ছয় ম্যাচে 92.66 গড়ে 556 রান সংগ্রহ করেছিলেন।25 বছর বয়সী এই ডানহাতি ব্যাটার 2021-22 রঞ্জি মরসুমে 122.75 গড়ে 982 রান করেছিল

কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মুখার্জীর বলিদান দিবস পালন পশ্চিমবঙ্গ অখিল ভারত হিন্দু মহাসভার

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা: আজ ২৩ সে জুন পশ্চিমবঙ্গ রাজ্য অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে কালীঘাট কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মুখার্জীর বলিদান দিবস পালিত হলো সকাল ঠিক এগারোটার সময়। রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে, শ্যামাপ্রসাদ মুখার্জীর আবক্ষ মূর্তিতে অখিল ভারত হিন্দু মহাসভার উত্তরীয় পরিয়ে এবং দুধ ও গঙ্গাজল সমর্পণের মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখার্জীর বলীদান দিবস পালন করা হলো। রাজ্য কমিটির পক্ষ থেকে স্মরণ সভায় উপস্থিত ছিলেন অনামিকা দে, শ্রাবণী মুখার্জী, কমল কৃষ্ণ কুইলা, প্রিয়াঙ্কা প্রামাণিক এবং দীপ্তিশ গুহ সহ আরো অনেক উচ্চ নেতৃত্ব। প্রসঙ্গত উল্লেখ্য শ্যামাপ্রসাদ মুখার্জীর মৃত্যুর এতগুলো বছর পর উনি যে রাজনৈতিক দলের সভাপতি ছিলেন সেই অখিল ভারত হিন্দু মহাসভা চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলগত ভাবে নিজস্ব প্রতীকে অংশগ্রহণ করতে চলেছে। চন্দ্রচূড় বাবুর কথায় শ্যামাপ্রসাদ মুখার্জী ও নেতাজী সুভাষচন্দ্র বসুর আদর্শেই সনাতনী জাতীয়তাবাদী এক রাজনৈতিক শক্তিরূপে এত বছর পর নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে

দূষণমুক্ত পরিবেশ গড়তে সরব 'গ্ৰীন চেন মুভমেন্ট '

Image
অভিজিৎ হাজরা, আমতা: পরিবেশ দূষণের অন্যতম একটি কারণ হল জল দূষণ। বর্তমানে পলিথিন,প্লাস্টিক,থার্মোকল এর ব্যবহার হওয়ায় জল দূষণ ও বায়ু দূষণ হচ্ছে। ২০০২ সালের ১ লা জুলাই থেকে সারা দেশে প্লাস্টিকের একক ব্যবহারযোগ্য কাপ,চামচ,থালা এবং ৩১ শে ডিসেম্বর থেকে ১২০ মাইক্রনের নীচে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। সেই নিষেধাজ্ঞা জারির পর নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহারের বিরুদ্ধে কোমর বেঁধে অভিযানে নেমেছিল স্থানীয় প্রশাসন। কিন্তু দুঃখের বিষয় সেই অভিযান কয়েক মাস দ্রুত গতিতে চলার পর আস্তে আস্তে স্তিমিত হয়ে যায়। সম্প্রতি প্রকাশিত একটি সমীক্ষায় বলা হয়,এ রাজ্যে একক ব্যবহারযোগ্য প্লাস্টিক,১২০ মাইক্রনের নীচে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহারের শীর্ষে রয়েছে হাওড়া জেলা। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েষ্ট ম্যানেজমেন্ট,এয়ার অ্যান্ড ওয়াটার (আই ডব্লিউ এম এড ব্লিউ) সংস্থার উদ্যোগে ২০২২ সালের ১ লা জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত একটি সমীক্ষা করা হয়। সমীক্ষায় বলা হয়,দু ' ধরণের নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহারের শীর্ষে রয়েছে হাওড়া জেলা। সমীক্ষায় বলা হয়,হাওড়ায় নিষিদ্ধ প্লাস্টি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রবীন্দ্র - নজরুল সন্ধ্যা

Image
  অভিজিৎ হাজরা, সোনারপুর: পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং শিশু থেকে কিশোর-কিশোরী ও যুব সমাজের মানবিক মূল্যবোধ গড়তে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গঙ্গা জলে গঙ্গা পূজার মতো রবীন্দ্র -নজরুল সৃষ্টি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠিত হয় এক রবীন্দ্র - নজরুল সন্ধ্যা। গড়িয়া লাইট হাউস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রাজপুর-সোনারপুর পৌরসভার ২৩ নং ওয়ার্ডের অন্তর্গত এলাকায় সম্পন্ন এই দিনের এই অনুষ্ঠান।  এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজপুর - সোনারপুর মিউনিসিপ্যালিটির ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রা ঘোষাল, ফুটবলার রুপক চৌধুরী, হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শম্ভুনাথ মুখার্জী,সমাজসেবী সোমেন মোহন ঘোষাল, রাজপুর -সোনারপুর মিউনিসিপ্যালিটির পৌর প্রধান ডাঃ পল্লব কুমার দাস, কবি ডাঃ নির্মল করণ। গড়িয়া লাইট হাউস ওয়েলফেয়ার সোসাইটি সংগঠনের সভাপতি পৃথিশ বিশ্বাস এবং সংগঠনের সম্পাদক তথা শিক্ষক ও প্রযুক্তিবিদ সুব্রত সাহার তত্ত্বাবধানে সম্পন্ন হয় এই দিনের এই সম্পূর্ণ অনুষ্ঠান।  গড়িয়া লাইট হাউস ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি পৃথিশ বিশ্বাস বলেন, দ্রুত নগরায়ন সভ্যতার ফলে নিব্বিচারে গাছ কেটে ফেলা হচ্ছে। দি

আরও ২ থেকে ৩ দিনের মধ্যে বাড়তে পারে বৃষ্টি

Image
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: সমগ্র পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও অরুণাচল প্রদেশ-অসম-মেঘালয়-ত্রিপুরা-নাগাল্যান্ড-মনিপুর-মিজোরাম রাজ্যে, উত্তরপূর্ব বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশে, মধ্য আরবসাগর ও দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরের আরও কিছু অংশে এবং কর্ণাটক ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগরের কিছু অংশে দক্ষিণপশ্চিম মৌসুমীবায়ু প্রবেশ করেছে। যার জেরে আবহাওয়া কিছুটা মেঘলা। কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।  মৌসুমীবায়ু প্রবেশের রেখা অবস্থান করছে ১৪.৫°উঃ/৫৫°পূঃ স্থানঙ্ক, ১৫°উঃ/৬০°পূঃ স্থানঙ্ক, ১৫°উঃ/৬৫°পূঃ স্থানঙ্ক, ১৫°উঃ/৭০°পূঃ স্থানঙ্ক, কারওয়ার, মাদিকেরী, কোড়াইকানাল, আদিরামপাত্তিনম, ১২°উঃ/৮৩°পূঃ স্থানঙ্ক, ১৬°উঃ/৮৭°পূঃ স্থানঙ্ক, ২১°উঃ/৯০°পূঃ স্থানঙ্ক, ২৩.৫°উঃ/৯০.৫°পূঃ স্থানঙ্ক, ধুবরী এবং ২৮°উঃ/৮৯°পূঃ স্থানঙ্কের উপর দিয়ে। আগামী ২ থেকে ১ দিনের মধ্যে উত্তরপূর্ব বঙ্গোপসাগরের অবশিষ্ট অংশে অর্থাৎ তামিলনাড়ু, কর্ণাটক, এবং মধ্য আরবসাগররের দক্ষিণপশ্চিম, পশ্চিম-মধ্য ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগরের আরও কিছু অংশে এবং মহারাষ্ট্র, গোয়া ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে মৌসুমীবায়ু প্রবেশ করতে পারে। তার ফল

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

Image
  সৃঞ্চিণী পোদ্দার, বেলঘরিয়া: নকল কাগজ দেখিয়ে OLX নামে এক অনলাইন অ্যাপের মাধ্যমে বিক্রি করা মোটরবাইক উদ্বার করলো বেলঘরিয়া থানার পুলিশ। অভিযোগ পেয়ে বেলঘরিয়া থানার তদন্তকারী অফিসার তদন্ত করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরে ঘুরে উদ্বার করেছে বেআইনি ৭টি স্কুটি। জানা যায় যে , যিনি অভিযোগকারী ও অন্য যারা ভুক্তভোগী তারা সকলেই olx অ্যাপের মাধ্যমে একজন অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে স্কুটি গুলো কেনেন। আর সেই স্কুটির কাগজপত্র সবই নকল ছিল। ইতিমধ্যে বেলঘরিয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। আটক করা হয়েছে এই ঘটনায় অভিযুক্তকে। এখনো তদন্ত প্রক্রিয়া চলছে। এই চক্রের সাথে আর কেউ যুক্ত আছে কি না সেই সমস্ত বিষয়েও তদারকি করছেন বেলঘরিয়া থানার পুলিশ। 

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের

Image
সৃঞ্চিণী পোদ্দার, কলকাতা: একটাই লক্ষ্য সকলের জন্যে কিছু করা। যাদের কথা কেউ ভাবে না। যাদের খোঁজ কেউ নেন না। তাদের পাশে দাঁড়াতে ছুটে যান নীলকন্ঠ চক্রবর্তী। করোনার মত মহামারী হোক কিংবা আমফানের মত প্রাকৃতিক বিপর্যয় হোক না কেন। নিজের পরিবারের লোক মনে ভেবে প্রয়োজনীয় জল, কোথাও খাবারও পৌঁছে দিয়েছেন নীলকন্ঠ। নিজের আয়ের কিছু অংশ দিয়ে নিজের একক প্রচেষ্টায় রক্তদান শিবিরের আয়োজন করে মুমূর্ষ রোগীদের রক্তের ঘাটতি মেটাতে উদ্যোগী হন তিনি। আবার সেই সমস্ত রক্তদাতাদের উৎসাহ দিতে নিজের পকেট থেকে টাকা ব্যয়ে নানা রকম উপহারও দেন নীলকন্ঠ চক্রবর্তী।  কারোর কাছে ভগবান। আবার কারোর কাছে বিশিষ্ট সমাজ সেবক। এক ডাকে যাকে সব সময় পাওয়া যায় অসহায়ের সহায় তিনি হলেন নীলকন্ঠ চক্রবর্তী। তার একান্ত প্রচেষ্টায় সুন্দরবন সহ রাজ্যের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্য পরিষেবা দিতে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছেন নিজে।  আবার অনেক সময় শ'য়ে শ'য়ে মানুষদের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। গাছ লাগিয়ে সুস্থ সমাজ গড়ার বার্তা তুলে দিতেই পিছু পা হননি তিনি।  করোনা আ