ওড়িশি আশ্রমের পরিচালনায় সম্পন্ন হলো চন্দ্রকলা নৃত্য উৎসব

 


শুভ ঘোষ, কলকাতা: কলকাতা আই,সি,সি,আর গ্যালারিতে ওড়িশে আশ্রমের সৌজন্যে গুরু গিরিধারী নায়েক চন্দ্রকলার ডান্স একাডেমির পক্ষ্য থেকে ২য় তম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন সম্পাদিকা সুজাতা নায়েক।এই অনুষ্ঠানে অনেক দূর দূর থেকে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছেন ওড়িশি নৃত্যে সঙ্গীতে অংশগ্রহণ হতে।বাংলার বুকে ওড়িশি নৃত্যে একটা অন্যরকম স্থান করে বাংলার জনগণের মন কেড়েছে।এই অনুষ্ঠানে যারা বিশিষ্ট অতিথি ছিলেন সুজাতা মহাপাত্র নৃত্যশিল্পী,মীনাক্ষী মিশ্র আই.সি.সি.আর. নির্দেশক,দেবাশীষ মন্ডল রবীন্দ্রভারতী (ডিন),ডঃ অমৃতা দত্ত( অধ্যক্ষ), তমালিকা নায়েক ও সুজাতা নায়েক সম্পাদিকা (চন্দ্রকলা ডান্স একাডেমি) এছাড়া অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। 

Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের