গ্রাম ও শহরের কবিদের মেলবন্ধনে উন্মোচন হল ফুলকি পত্রিকা

 


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মধ্য কলকাতার ত্রিপুরা হিত সাধনী সভাকক্ষে এক সান্মাসিক পত্রিকা 'ফুলকি' -এর যাত্রা শুরু হল। প্রদীপ প্রজ্জ্বলন এবং উদ্বোধনী সঙ্গীত দিয়ে এই অনুষ্ঠানের শুভ সুচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি আরণ্যক বসু, উপস্থিত ছিলেন, প্রানী ও মৎস্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শান্তনু বেরা, বিশিষ্ট সমাজসেবী তথা মানবদরদী বিদ্যুৎ কুমার দিন্দা, সাংবাদিক ও লেখক অপূর্ব দাস, অধ্যাপক দেবপ্রসাদ পাল সহ প্রমুখ ।

বিভিন্ন জেলা থেকে কবি সাহিত্যিকরা এসেছিলেন এই অনুষ্ঠানে। এই প্রসঙ্গে newssundarban.com এবং ফুলকি পত্রিকার সম্পাদক তাপস পাল বলেন, গ্রাম ও শহরের কবিদের মেলবন্ধন হল এই পত্রিকার মূখ্য উদ্দেশ্য। আমাদের এই পত্রিকায় শুধু আমাদের দেশ নয় বিদেশ থেকে ও কবিদের লেখায় সমৃদ্ধ হয়েছে এই ফুলকি। এটি newssundarban.com এর আরো একটি অংশ।পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজল দাস সিনহা।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

বিরাটি সমন্বয়ের ডাকে প্রতীকী অনশন মঞ্চ