Posts

Showing posts from July, 2020

বাংলার বেহাল ফেরাতে বিক্ষোভ মিছিল

Image
বিনা পয়সায় রাজ্যে চিকিৎসা ব্যবস্থা চালু করতে হবে" দাবি বারাকপুর ২ নঃ পঞ্চায়েত সমিতির  বলোরাম বোস, সোদপুরঃ লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। দিনের পর দিন যেন জাঁকিয়ে বসছে করোনা। এখন ভ্যাকসিন আবিষ্কারই তাই একমাত্র লক্ষ্য। ইতিমধ্যেই বাংলা জুড়ে করোনা মারণ রোগকে ঘিরে চলছে রমরমা ব্যবসা। কোনো রোগী বিনা চিকিৎসায় ঘন্টার পর ঘন্টা ছটফট করতে করতে মারা যাচ্ছেন । আবার কোনো রোগী পরসার অভাবে চিকিৎসার সুযোগ পাচ্ছে না। অথচ রাজ্য সরকার তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যের বিনা মূল্যে করোনা চিকিৎসার কথা। অথচ সে সব কোথায় হচ্ছে? এমনকি বহুক্ষণ অ্যাম্বুলেন্সের খোঁজ করলেও তার দেখা নেই। বিনামূল্যে করোনা চিকিৎসার কথা ঘোষণা করলেও সেই কথা কি সমস্ত হাসপাতালগুলো মানে? শুনছে সেই সমস্ত অসহায় করুন রোগীদের কান্নার আওয়াজ? এই সমস্ত প্রশ্নের উত্তরের দাবিতে আজ বারাকপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করা হয়। একাধারে বিনামুল্যে কোভিড পরীক্ষার ব্যবস্থা করতে হবে । তার সাথে সাথে রাজ্যের আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্যে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্

মানসিক স্বাস্থ্য সুস্থ রাখার কৌশলে উদ্বিগ্ন শেখর - বল্লভজি

Image
*** অস্কার বিজয়ী এআর রহমানের পরিচালক শেখর কাপুর এবং শ্যামল বল্লভজি হতাশার লড়াইয়ের জন্য একত্রিত হয়েছেন *** নিজস্ব প্রতিবেদনঃ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দুর্ভাগ্যজনক মৃত্যুর পরে, অনেক সেলিব্রিটি হতাশার সাথে তাদের লড়াই সম্পর্কে কথা বলতে এগিয়ে এসেছেন। পরিচালক শেখর কাপুর, অস্কার বিজয়ী এ আর রহমান এবং জীবন কোচ শায়মাল বল্লভজি একত্রিত হয়ে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি করতে এবং ইতিবাচক মানসিক সুস্থতার প্রচার করতে এসেছেন। দক্ষিণ আফ্রিকাভিত্তিক ক্রীড়া বিজ্ঞানী বল্লভজি বলেছেন, “এটা সত্যিই স্রেন্ডিপিটি ছিল। বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার মাধ্যমে অন্য লোকদের নিজেকে আবিষ্কার করতে সহায়তা করার বিষয়ে আমার ধারণা ছিল। আমি চেয়েছিলাম যে এটি একটি অনুষ্ঠান হিসাবে শুরু হোক যাকে ইন পার্সুইট অফ ব্যালেন্স বলে। এটি দ্রুত মাইক্রো কন্টেন্টের মধ্যে ছড়িয়ে পড়ে এবং আমরা শিখেছি যে ভারতের ব্যক্তিগত প্রয়োজন এবং ব্যক্তিগত দক্ষতা অর্জনের ক্ষেত্রে এটি নির্ভর করতে পারে এমন কণ্ঠের প্রয়োজন pe এমন একটি ভয়েস যা অগত্যা কোনও ধর্মীয় সংস্থার সাথে যুক্ত নয় এবং এটি যুক্তিযুক্ত মনের জন্য প্রযোজ্য। এটিই আম
Image
***** বীরভূম জেলার লকডাউনের নিয়ম পরিবর্তন ***** রামপ্রসাদ দাস, বীরভূমঃ করা হলো বীরভূম জেলার লকডাউনের নিয়ম পরিবর্তন। দেখে নিন কোথায় কোথায় হচ্ছে লকডাউন। রামপুরহাট, নলহাটি, সাইথিয়া, সিউড়ি, দুবরাজপুর ও বোলপুরসহ ৬টি পৌর এলাকায় জেলা প্রশাসনের নির্দেশে ২৪শে জুলাই থেকে ৩১শে জুলাই বিকাল ৩টে থেকে সকাল ৬টা অব্দি সময়সীমা পরিবর্তন করে করা হয় ২৬শে জুলাই থেকে ৩১শে জুলাই অব্দি দুপুর ১২টা থেকে রাত্রী ১০টা অব্দি।
Image
মৃত্যুর ৭ঘন্টা কেটে গেলেও করোনায় আক্রান্ত ব্যা ক্তির সৎকার হলো না  নিজস্ব প্রতিবেদন,গাউলিয়াঃ টানা ৭ ঘন্টা কেটে গেলেও করোনায় মৃত ব্যাক্তির সংকারে কেউ এগিয়ে এলেন না। গাউলিয়া পৌরসভার অন্তর্গত ১ নম্বর ওয়ার্ড শান্তিগর এলাকার বাসিন্দা গত ১০-১২ দিন ধরে করোনায় আক্রান্ত ছিলেন। চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে ভর্তি হতে নির্দেশ দেয়।তবুও নিজের সিদ্ধান্তে বাড়িতেই অক্সিজেন আর প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে ছিলেন।বছর ৭৫ এর বৃদ্ধ নাম সুধীর কুমার দত্ত তার স্ত্রী , অবিবাহিত মেয়ে ,ছেলে এবং বউমাকে নিয়ে একই বাড়িতে ছিলেন। আজ থেকে ১০-১২ দিন আগে সুধীর বাবুর রিপোর্ট কোভিড ১৯ পজেটিভ আসার পরে দু'একবার এলাকা স্যানিটাইজ করা হলেও পরিবারের বাকি সদস্যের কোনো স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি। দিনের পর দিন শরীরের অবনতি হতে থাকলেও হাসপাতালে যেতে নারাজ ছিল সুধীর বাবু। এলাকার প্রাক্তন কাউন্সিলার খোঁজ খবর রাখেন এতদিন তার এবং তার পরিবারের। পাড়ার লোকজনেরাই গেটের বাইরে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এনে দিয়ে যেত। পরিবারের সকলকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে। আজ দুপুর ১টা নাগাদ বাড়িতেই মারা যান করোনা আক্রা
Image
করোনা রোগীদের সহায়তায় উন্নয়নের অ্যাম্বুলেন্স    সৃঞ্চিনী পোদ্দার, বেলঘরিয়াঃ দিনের পর দিন ক্রমশ বেড়েই চলেছে করোনা সংক্রমণের সংখ্যা। লাফিয়ে লাফিয়ে সংক্রমণ ছড়িয়ে পড়ছে রাজ্য তথা দেশ জুড়ে। বিনা চিকিৎসায় প্রাণ হারাতে হচ্ছে বেশ কয়েকজন রোগীকে। করোনা সংক্রমণের জেরে রাস্তাঘাটে করোনা আক্রান্ত রোগীরা পড়ে থাকলেও মিলছে না তাদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্যে কোনো গাড়ির পরিষেবা।এই মহামারিকালের মাঝে বেলঘরিয়া উন্নয়ন ক্লাব উদ্বোধন করল করোনা রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্যে এক বিশেষ অ্যাম্বুলেন্স পরিষেবার। বিনা পয়সায় রাত বিরাতে নির্দিধায় হাসপাতালে নিয়ে যেতে প্রস্তুত থাকবে এই ক্লাবের অ্যাম্বুলেন্সটি। কামারহাটি পৌরসভার প্রশাসক গোপাল সাহা ফিতে কেটে আজ এই পরিষেবার উদ্বোধন করেন। আজকের এই কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারহাটি রথতলা পরিষেবার সভাপতি সোমনাথ রায় চৌধুরী, প্রাক্তন তৃণমূল মন্ত্রী মদন মিত্র এবং ক্লাবের সদস্যরা। প্রথম দফায় লকডাউন চালু হওয়ার পর থেকে এলাকায় আটকে থাকা পরিযায়ীদের সাথে সাথে এলাকার কিছু দুস্তদের আহারের দায়িত্ব নিয়েছে বেলঘরিয়ার উন্নয়ন ক্লাব। অসহায়ের সহায় থেকে সমাজ
Image
করোনায় জুবুথুবু জেলা  পল মৈত্র,  দক্ষিণ দিনাজপুরঃ জেলায় একদিনে ফের রেকর্ড সংক্রমণ, আক্রান্ত ১২১ জন।গতকাল গভীর রাতে মালদা মেডিকেল কলেজের ভিআরডিএল ল্যাব থেকে ১২১ জনের রিপোর্ট পজিটিভ আসে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৭৩।জানা গেছে এদের মধ্যে ৬৫ জনই বালুরঘাটের। তবুও মানুষ অসচেতনভাবে রাস্তায় ঘোরাঘুরি করছে, প্রশাসনের নির্দেশে তাঁকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে করোনা ভাইরাস কে গুরুত্ব না দিয়ে মাছ ছাড়া পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে অসচেতন মানুষ জানিয়ে খুব জমেছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যে তারা এইসব বন্ধের পাশাপাশি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।একজনরে দেখা কোথায় কতজন আক্রান্ত হয়েছে। হিলি মোড় ৩, খাদিমপুর ২, উত্তমাশা ২,বংগী ২, সন্ধ্যা হল এক,চকভবানী এক, বাজারপাড়া এক, কালাচাঁদ কলোনী এক, সাহেব কাছারি ১, গার্লস কলেজ পাড়া ১, বেলতলা পার্ক ১,বালুরঘাট ১,মঙ্গলপুর ১, মিলন সংঘ ১, ঘাট কালি ১, চকভৃগু ১,পূর্ব হরিহরপুর ১,ডাংগি ৩, বাদামাইল ১, খিদিরপুর ১, বোল্লা ১, চকমাধব ১, চকশ্যাম ১, গোপিনগর ১ ও বালুরঘাট আদালতের ৩৪ জন। বালুরঘাট গ্রামীন এলাকায় সংক্রামিত হয়েছেন ১০ জন। কুমারগঞ্জে ২
Image
****  বাম সহায়তায় কম পয়সায় করোনা পরীক্ষা শিবির **** বলোরাম বোস, বেলঘরিয়াঃ  করোনা ভাইরাসের জন্য যখন দেশ এবং রাজ্য লকডাউন শুরু হয় সেই সময় থেকে বামপন্থী ছাত্র যুব শ্রমিক সংগঠন সহ সিপিআইএমের কর্মী-সমর্থকরা রাস্তায় নামে । দিন আনা দিন খাওয়া মানুষের কথা ভেবে করোনা রোগের হাত থেকে বাঁচার জন্য মানুষের হাতে মাক্স , হ্যান্ড স্যানিটাইজার, এমনকি চালডাল , সবজি , বাচ্চাদের দুধ এবং অঞ্চলকে জীবানুমুক্ত করার কাজে তারা লিপ্ত হযইয়েছে। যে কাজ করার কথা ছিল সরকারের পক্ষ থেকে পৌরসভার পক্ষ থেকে সেই কাজ সিপিআইএম টেক্সএমএকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটি দায়িত্বের সাথে মানুষের পাশে মানুষের স্বাস্থ্য রক্ষা করবার জন্য তারা উদ্যোগী হয়। আমফানে ক্ষতি হওয়া পরিবারের মাথার ছাদ জোগাড় করতে সাথে থেকেছে বাম। দিনের পর বিদ্যুতের বিল এবং পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ক্ষরিগ্রস্ত পরিবারদের সাথে নিএয় বিভিন্ন থানার সামনে ইলেকট্রিক অফিসের সামনে দ্বারস্থ হয়েছেন তারা। আর তার মাঝেও রাজ্যের স্বাস্থ্য কাঠামোর বেহাল দশা দেখেও চুপ সরকার। নেই কোনো পদক্ষেপ। বিনা চিকিৎসায় একের পর এক প্রাণ হারাতে হচ্ছে বহু রোগীকে। ঠিকমত টেস্ট হচ্
Image
***** মাধ্যমিকে তৃতীয় অরিত্রকে সম্বোর্ধনা জ্ঞাপন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ***** বলোরাম বোস, খড়দহঃ রাজ্যে মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছে    খড়দহ রামকৃষ্ণ বয়েজ হোমের ছাত্র অরিত্র মাইতি। ৬৯০ নম্বর পেয়ে স্কুলে প্রথম হয়েছে সে। তার অসাধারণ ফলাফলে বিশেষ সম্বোর্ধনা জানালেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন খড়দহ রহড়া লোকাল এরিয়া কমিটি। একটি ফুলের তোড়া, মিষ্টি এবং পেন দিয়ে অরিত্রকে সম্বোর্ধনা জানানো হয় । সেখানে উপস্থিত ছিলেন  ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন জেলা সম্পাদক  জয়দীপ চক্রবর্তী ,  ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন খড়দহ রহড়া লোকাল এরিয়া কমিটির সভাপতি দেবজিৎ দত্ত এবং দলীয় অন্যান্য কর্মীরা। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ কোনো সহযোগিতার প্রয়োজনে অরিত্রর পাশে থাকার আশ্বাস দেন তারা।  
Image
***** রাজ্যে তৃতীয় খড়দহ রামকৃষ্ণ মিশন স্কুলের অরিত্র ****** বলোরাম বোস, খড়দহঃ চলতি বছরের সমস্ত বার্ষিক পঞ্জিকা বদলে দিয়েছে করোনা।  এই করোনা মহামারিকালে তাই মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ পেতেও যথেষ্ট সময় লেগে গিয়েছে। পরীক্ষার ১৩৯ দিনের মাথায় এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হল। রোগব্যাধির সাথে সংগ্রাম কালের মাঝেও যথেষ্ট ভালো ফলাফল হয়েছে রাজ্য জুড়ে। মাঝমিক পরীক্ষায় রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে অরিত্র মাইতি। ৬৯০ নম্বর পেয়ে মাধ্যমিক পরীক্ষায় খড়দহ রামকৃষ্ণ বয়েজ হোমের সকল ছাত্রদের মধ্যে প্রথম স্থান দখল করেছে সে। আগামীদিনে পদার্থবিদ্যা নিয়ে পড়াশুনো করতে চায় সে। প্রথম শ্রেণী থেকে অরিত্র  খড়দহ রামকৃষ্ণ বয়েজ হোমে পড়াশুনো করে। প্রত্যেক বছর ক্লাসে প্রথম হয় সে। তাই এই পরীক্ষায় তার খুব ভালো রেজাল্ট হবে বলে আশা ছিল স্কুলের সকলের মত অরিত্রর পরিবারের সকলেরও। প্রথম ১০ জনের মাঝে স্থান পেয়ে খুবই উচ্ছ্বাসিত তার আত্মীয়স্বজন। খড়দহ রহড়া অঞ্চলের পশ্চিম পাড়ার ছেলে অরিত্র মাইতি। বাবা ধনঞ্জয় মাইতি পেশা সূত্রে সিইএসসি অফিসে কর্মরত। মা সুতপা মাইতি, গৃহকর্তী। বাবা মায়ের একমাত্র সন্তান অরিত্র উচ্চ
Image
**** "স্বাস্থ্য পরিষেবার হাল ফিরিয়ে আনা হোক" দাবি বাম-কংগ্রেসের **** বলোরাম বোস,কামারহাটিঃ  করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে।  কামারহাটি  পৌরসভা উদাসীন।  সমস্ত ওয়ার্ডে স্যানিটাইজ করা হচ্ছে না । ঠিক মতন  পরীক্ষা করতে হবে প্রতিটি ওয়ার্ডের প্রতিটি বুথে । বাড়ি বাড়ি প্রত্যেকটি মানুষের পরীক্ষা সুনিশ্চিত করতে হবে। বারবার এমন দাবি করা হলেও মিলছে ঠিকমত সুরাহা।   সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের বেড থাকা সত্ত্বেও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল উত্তর 24 পরগনা জেলার মধ্যে একটি মেডিকেল কলেজ সেখানে এই জেলার মানুষ স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে পাচ্ছেনা তার যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে এবং পৌরসভা করোনাভাইরাস এ ব্যাপারে সম্পূর্ণ উদাসীন সেই ব্যাপারে পৌরসভাকে আরও তৎপর হতে হবে পৌর অঞ্চলের নাগরিকদের সঠিক পরিষেবা দিতে হবে এই দাবি নিয়ে  সিপিআইএম বেলঘড়িয়া এরিয়া কমিটি এবং জাতীয় কংগ্রেসের যৌথ উদ্যোগে  বেলঘড়িয়া বাটার মোড় থেকে  কামারহাটি  পৌরসভার  সামনে পর্যন্ত বিক্ষোভ  মিছিল দেখানো  হয় । মিছিল শেষে পৌরসভার সামনে
Image
পরিত্যক্ত জমিতে বেআইনিভাবে গড়ে উঠলো তৃণমূলের পার্টি অফিস   বলোরাম বোস, নিমতাঃ ২০১১  সালের পর থেকে বিটি রোডের উপর দিয়ে পি ডাবলু ডি দপ্তরের জমির উপরে সরকারি জমিতে পার্টি অফিস গড়ে উঠেছে । বিভিন্ন জায়গায় সরকারি জমি দখল করে বেআইনিভাবে পার্টি অফিস তৈরি করেছে তৃণমূল কংগ্রেস।  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের  অনুপ্রেরণায় ভাইরা সরকারি জমি দখল করে ড্রেন আটকে বিভিন্ন জায়গায় গড়ে তুলেছেন তৃণমূলের পার্টি অফিস । এইবার অভিযোগ উঠল উত্তর দমদম পৌরসভার অন্তর্গত নিমতা অঞ্চলে ফতুল্লাপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে এর উপরে খাস জমিকে ঘিরে। এই জমিতে মুখ্যমন্ত্রীর দলের ভাইয়েরা পার্টি অফিস গড়ে তুলছে। ঘটনাটি ঘটেছে উত্তর দমদম পৌরসভার অন্তর্গত 4 নম্বর ওয়ার্ড এবং 34 নম্বর ওয়ার্ডের মাঝখানে । এই দুটি ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পৌর প্রতিনিধি ছিলেন প্রাক্তন তৃণমূল কংগ্রেসের পৌর প্রতিনিধি শেখ নাজিম উদ্দিন 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তার স্ত্রী সুলতানা বিবি 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর । স্বামী এবং স্ত্রীর উদ্যোগে সরকারি খাস জমিতে গড়ে তোলা হচ্ছে তৃণমূলের পার্টি অ
Image
৫ মিনিটে করোনা টেস্ট  বলোরাম বোস, ইচ্ছাপুরঃ বেলঘড়িয়ার মিডল্যান্ড নার্সিংহোমের হাতে লেখা কোভিড পজেটিভ  রিপোর্ট  প্রাণ কেড়ে নিল তরতাজা তরুনের। শুভ্রজিৎ চ্যাটার্জিকে মেরে ফেলা হয়েছে। মৃত্যুর কারন জানার জন্য ময়নাতদন্তের দাবী, তাদের ১০, ১১ তারিখ তাদের সঙ্গে যে ব্যবহার করেছে তার জন্য সি সি টিভি ফুটেজ সামনে আনার দাবী ও দোষীদের শাস্তির দাবী জানিয়ে বেলঘড়িয়া থানায় মামলা দায়ের করলেন শুভ্রজিৎ চ্যাটার্জির মা শ্রাবণী চ্যাটার্জি। তিনি  প্রশ্ন ১. তোলেন বেলঘড়িয়া মিডল্যান্ড নার্সিংহোম ৩ মিনিটে কিকরে কোভিড পজেটিভ রিপোর্ট দিতে পারে? ২.বাকি হাসপাতাল গুলো ওই হাতে লেখা রিপোর্টকে মান্যতা দিয়ে একজনকে কোভিড হাসপাতালে পাঠালেন? ৩. স্বাথ্য দপ্তরের নির্দেশিকা অমান্য করে বেড থাকা স্বত্তেও কেন রোগী ফেরানো হচ্ছে?
Image
করোনা আক্রান্ত না হয়েও ৫দিন থাকতে হলো করোনা রোগীদের সাথে  কলকাতাঃ কোভিড নিয়ে আরও এক দুঃখজনক অভিজ্ঞতা । এই কলকাতা শহরের বুকেই।  Medinova Diagonistic থেকে কোভিড টেস্ট করেছিলেন বেহালা নিবাসী  মেধাবী তরুণী গবেষক।  বরানগরের  আইএসআই এর পিএইচডি ছাত্রী। বয়স ২৭/২৮ বছর । তার একটা ছোট টিউমার অপারেশন হওয়ার কথা। ডাক্তার বললেন অপারেশনের আগে রুটিন মাফিক কোভিড টেস্ট করাতে হবে। যদিও  কোন ধরণের কোন লক্ষণই ছিল না। না জ্বর,  না কাশি, না শ্বাসকষ্ট, না গলা ব্যথা। কিচ্ছু না। তবুও Medinova Diagonistic তাঁকে কোভিড পজিটিভ রিপোর্ট  দিল। গত শুক্রবার ২৬ জুন। অকস্মাৎ এই সংবাদে আকাশ ভেঙে পড়ল গোটা পরিবারের মাথায়। কেউ ভাবতেও পারেনি এরকম হতে পারে। কিন্তু কী আর করা।  রইল পড়ে অপারেশন। একমাত্র সন্তান। পরিচিত কোন ডাক্তারই হোম কোয়ারাইন্টাইনের দায়িত্ব নিতে চাইল না। সবাই বললো রিস্ক নেওয়া যাবে না। ফলত রিপোর্ট নিয়ে দৌড়াল কোভিড হাসপাতালে। ভর্তি হল বেলেঘাটার আই ডি হাসপাতালে।শুরু হল পরীক্ষানীরিক্ষা। কিন্তু কিছুতেই কিছু হল না। সব ব্যর্থ। কোন উপসর্গ দেখা দিল না। পাওয়া গেল না কোভিড।পাঁচ দিন পার। কোভিড কই! Medinova-র কোভিড প
Image
হাসপাতালের গাফিলতিতে মৃত্যু হলো যুবকের বলোরাম বোস, ইচ্ছাপুরঃ পশ্চিমবাংলার যে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে তা আরেকবার প্রমাণিত হলো ইছাপুরের বাসিন্দা ভর্তি হতে না পেরে বিভিন্ন হাসপাতালে ঘুরে চিকিৎসার অভাবে গতকাল তার মৃত্যু ঘটে আজ তার পরিবারের পক্ষ থেকে বেলঘড়িয়া থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল কে করোনা ভাইরাসে আক্রান্ত দেরকে চিকিৎসা করা হবে  সাগর দত্ত কে করোনা হাসপাতাল ঘোষণা করা হয় দুঃখের হলেও সত্য করোনা আক্রান্ত মানুষেরা এখানে ভর্তি হতে পারছে না চিকিৎসা পাচ্ছে না অন্যান্য হাসপাতালের তাদেরকে ঘুরে বেড়াতে হচ্ছে 500 উপরে বেড কিন্তু 80 টি বেটে ভর্তি আছে করোনা আক্রান্ত রোগী সরকারি ওয়েবসাইট এই তথ্য দিচ্ছে তবে বাদবাকি বেড পড়ে রয়েছে প্রশ্ন উঠছে তবে কেন রোগীদেরকে ভর্তি না করে ফিরিয়ে দেওয়া হচ্ছে ইছাপুরের এই ছেলেটিকে যদি সাগর দত্ত হসপিটাল ভর্তির সময় মত তবে হয়তো এত তাড়াতাড়ি এই ছেলেটির প্রাণ যেত না এখন দেখবার সরকারের পক্ষ থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সরকার কি ব্যবস্থা নেয় ৩ টি হাস্পাতালের পর কলকাতা মেডিক্যাল কলেজে মৃত্যু তরুনের।
Image
জ্যোতি বসুর ১০৭ তম জন্মদিন কে স্মরণ করে সি আই টি ইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে রক্তদান শিবির ব্যারাকপুর ,বলরাম বোস : জ্যোতি বসুর ১০৭ তম জন্মদিন কে স্মরণ করে রেখে শ্রমিক আন্দোলনের পথিকৃৎ হিসেবে শ্রমিকদের মধ্যে স্মরণীয় করে রাখতে সি আই টি ইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো এবছর আজ সি আই টি ইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির জেলা অফিসে ব্যারাকপুর মণ্ডলপাড়ায় ১৪ নম্বর রেলগেট এর কাছে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা শিবির সংগঠিত করা হয় l স্বেচ্ছায় রক্তদান শিবির রক্ত সংগ্রহ করতে আসে মানিকতলা কলকাতা সেন্ট্রাল ব্লাড ব্যাংক কর্মীরা l এই রক্তদান শিবিরে ৩০  জন সি আই টি ইউ সদস্য স্বেচ্ছায় রক্ত দান করেন l  স্বাস্থ্য পরীক্ষা শিবির পরিচালনা করে সি আই টি ইউ অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এন্ড সেলস রিপেজেনটিভ ইউনিয়নের সদস্যরা এই স্বাস্থ্য পরীক্ষা শিবির এ স্বাস্থ্য পরীক্ষা করা হয় l ইসিজি, সুগার তেস্ট ,হিমোগ্লোবিন ,ইউরিক অ্যাসিড ,রিপিট প্রোফাইল এবং পেশার ও টেম্পারেচার  স্ক্যানিং করা হয় l বিনামূল্যে বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া হয় এই স
রাজ্যে ৯ই জুলাই থেকে লকডাউন শুরু নিজস্ব প্রতিবেদন,কলকাতাঃ ফের লকডাউন চালু হচ্ছে আগামী ৯ই জুলাই বিকেল ৫টা থেকে। আজ নবান্নে এমনটাই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন জেলার কন্টেইনমেন্ট এবং বাফার জোনের জন্যে এই নিয়ম জারি থাকবে। রাজ্যের কন্টেইনমেন্ট জোনে অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ছাড়া সমস্ত দোকানপাট বন্ধ থাকবে। কন্টেইনমেন্ট জোন এবং বাফার জোনে অবস্থিত সরকারী এবং বেসরকারি অফিসও বন্ধ থাকবে এই লকডাউনে। বিভিন্ন জেলার এই সমস্ত কন্টেইনমেন্ট এবং বাফার জোন চিহ্নিত করবে জেলা প্রশাসক। কন্টেইনমেন্ট এবং বাফার জোন এলাকায় মাইকিং করে কিংবা বিভিন্ন ভাবে প্রচারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। লকডাউন চলাকালীন কন্টেইনমেন্ট এবং বাফার জোনে কোনো রকম যানবাহন চলাচল করতে পারবে না । করোনা সংক্রমণের জেরে ফের কন্টেইনমেন্ট এবং বাফার জোনে কোনো রকম জমায়েত কিংবা মিছিল মিটিং করার অনুমতি মিলবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এগিয়ে বাংলা ওয়েবসাইটের মাধ্যমে জেলার কোন কোন এলাকা কন্টেইনমেন্ট এবং বাফার জোন তা বিস্তারিতভাবে জানা যাবে। এই লকডাউনে কোনো বহিরাগত কন্টেইনমেন্ট এবং বাফার জ
Image
রাজনীতি ভুলে তৃণমূলের পাশে কংগ্রেস মনোজ দাস, কামারহাটিঃ রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে করোনার হাত থেকে রক্ষা করতে ব্রতী হলো জাতীয় কংগ্রেস। করোনা সংক্রমণের জেরে কিছুদিন আগে বেলঘরিয়া থানার সমস্ত পুলিশ প্রশাসনের হাতে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে পিপিই কিট প্রদান করা হয়। এবার কামারহাটি পৌরসভার পৌরপ্রধান তথা প্রশাসক মন্ডলের প্রধান তৃণমূল কর্মী গোপাল সাহাকেও একই ভাবে পিপিই কিট প্রদান করলো জাতীয় কংগ্রেসের কর্মীরা। বেলঘরিয়া জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আইএনটিইউসির সাধারণ সম্পাদক দীপেন্দু মিত্র এবং বেলঘরিয়া শহর কংগ্রেসের সভাপতি কল্লোল মুখ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই কর্মসূচী পালন করা হয়। রাজনৈতিক মতভেদ থাকলেও মানুষ হিসেবে সকলের একত্রে করোনার সাথে লড়াই করা প্রয়োজন।সেই ভাবনাকে মাথায় রেখে কামারহাটি পৌরসভার প্রশাসক গোপালবাবুকে কংগ্রেসের পক্ষ থেকে একটি মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়। বেলঘরিয়া জাতীয় কংগ্রেসের এই ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন গোপালবাবু। রাজনীতির উর্দ্ধে গিয়ে কংগ্রেস মানুষের স্বাস্থ্যের কথা ভেবেছেন এতে খুবই অভিভূত গোপালবাবু।
Image
বিমান বসু বললেন, আমি পার্টি থেকে মাসে কত টাকা ভাতা পাই জানো? মোশারফ হোসেন,কলকাতাঃ নব্বইয়ের দশক। বাংলার রাজনীতির মধ্যগগনে সিপিএম। জ্যোতি বসু মুখ্যমন্ত্রী। সিপিএমের মুখপত্র ‘গণশক্তি’র দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য দপ্তর মুজফফর আহমেদ ভবনেই। আমরা বিভিন্ন কাগজের জনাকয়েক  সাংবাদিক সিপিএম সংক্রান্ত খবরাখবর সংগ্রহ করতে রোজই বিকেলে আলিমুদ্দিন স্ট্রিটের ওই অফিসে যাই। ওখানকার সবার কাছেই আমরা মোটামুটি পরিচিত মুখ। নেতারা অনেককে নামে নামেও চেনেন। কে কোন কাগজের রিপোর্টার তাও জানেন।  একদিন বিকেলে দোতলায় একটি ঘরে বিমান বসুর সঙ্গে টুকটাক কথাবার্তা বলছি। হঠাৎ আমাদের মধ্যে থেকে একজন আব্দার করে বসল, বিমানদা, কচুরি খেতে ইচ্ছে করছে। আপনি ব্যবস্থা করুন। এমনিতে সাংবাদিকদের আপ্যায়নের ব্যাপারে সিপিএমের তেমন সুনাম ছিল না। অন্তত আমার অভিজ্ঞতায় দেখেছি, কেবল বামফ্রন্টের বৈঠক হলে বিকেলে সাংবাদিক বৈঠকে এক কাপ করে লাল চা ও একপিস থিন অ্যারারুট বিস্কুট বরাদ্দ হত। তবে, চারতলায় গণশক্তি দপ্তরে কর্মীদের জন্য রোজই বড় ঠোঙা ভরে মুড়ি-বাদাম-বাতাসা বা এরকম কিছু হালকা টিফিন আসত। সেখানে গেলে দপ্তরের কর্মী না হয়ে
Image
*বেলঘরিয়ায় কংগ্রেসের গান্ধীগিরি* সোমনাথ সরকার, বেলঘরিয়াঃ সম্প্রতি জনস্বার্থে আন্দোলন করতে গিয়ে বেলঘরিয়া থানার পুলিশের হাতে নিগৃহীত ও প্রহৃত হন একঝাঁক কংগ্রেস নেতা ও কর্মী। আজ তাঁরা সেই নিগ্রহের 'বদলা' নিলেন সম্পূর্ণ নজিরবিহীন ভাবে।  করোনা আবহে সংক্রমণের হাত থেকে পুলিশ কর্মীরা যাতে রক্ষা পান, সেজন্য অর্ধশতাধিক পিপিই কিট বেলঘরিয়া থানার আধিকারিকদের হাতে তুলে দিল জাতীয় কংগ্রেস। রাজ্য আইএনটিইউসির সাধারণ সম্পাদক দিব্যেন্দু মিত্রের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। কংগ্রেস কার্যালয় সুনীল ভবনে এসে এদিন বিকেলে পুলিশ আধিকারিকেরা পিপিই সংগ্রহ করেন। উপস্থিত ছিলেন বেলঘরিয়া শহর কংগ্রেসের সভাপতি কল্লোল মুখোপাধ্যায় সহ অপূর্ব সরকার, কৌশিক বসু প্রমুখ। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে 'জাতীয় কংগ্রেস বিদ্বেষের রাজনীতি করে না, মানুষের স্বার্থে কাজ করে। 
Image
বামেদের উদ্যোগে  বিনামুল্যে  হাট বসলো  বলোরাম বোস, পানিহাটিঃ  সিপিআইএম পানিহাটি দু'নম্বর এরিয়া কমিটির  অন্তর্গত 31 নম্বর ওয়ার্ডের 2 'নম্বর  3 নম্বর  ও 4 নম্বর শাখা তিনটে যৌথ  উদ্যোগে   করোনাভাইরাস এর জন্য লকডাউন  চলায় মানুষ যে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে সেই সমস্ত অর্থনৈতিক দিকে  পিছিয়ে পড়া মানুষকে পাশে দাঁড়াতে  তাদের কিছুটা সাহায্য করবার লক্ষ্যে  সবজির বাজার বসানো হয় তীর্থ ভারতী  স্কুলের প্রাঙ্গণে । প্রায় 600 পরিবারের  উপরে  মানুষের হাতে সবজি তুলে দেওয়া  হয় এই সবজি বাজারে ছিল আলু,পিয়াজ,  কুমড়ো ,পটল ,লাল শাক ,লেবু, লঙ্কা  সহ বিভিন্ন ধরনের সবজি বিতরণ করা হয়। এর ফলে এই  অঞ্চলের অর্থনৈতিক  দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষ কিছুটা হলেও  উপকৃত হন  এই উদ্যোগের মাধ্যমে। উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক  তথা  সিপিআইএম উত্তর 24 পরগনা  জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তন্ময় ভট্টাচার্য্য  জানান যে, দায়িত্ব নেওয়ার কথা  ছিল কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের এই  দুটো সরকারই এখন করোনাকালে লকডাউনে মানুষের পাশে থাকতে সম্পূর্ণভাবে  ব্যর্থ । তিনি পরিয
Image
অস্বাভাবিক বিদ্যুতের বিল মুকুবের দাবিতে বিক্ষোভ সিপিআইএম  এল   লিবারেশনের বলোরাম বোস, কামারহাটিঃ  সিপিআইএম এল লিবারেশন কামারহাটি অঞ্চলের পক্ষ থেকে  অস্বাভাবিক বিদ্যুতের বিল মুকুবের  দাবিতে কামারহাটি সাবারবান রিজিওনাল অফিসের সামনে বিক্ষোভ দেখায়।  বিদ্যুতের বিল কিছুটা মুকুবের কথা জানিয়ে একটি  ডেপুটেশন দেওয়া হয় । এই কর্মসূচিতে ছিলেন সিপিআইএম এল লিবারেশন জেলার নেতা এবং শ্রমিক সংগঠনের রাজ্যের নেতা নবেন্দু দাস গুপ্ত। 
Image
তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গাড়ি নিয়ে হেঁটে প্রতিবাদ বলোরাম বোস, রথতলাঃ  পেট্রোল ডিজেল অস্বাভাবিক ভাবে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব ভাবে প্রতিবাদের পথে নামল বেলঘড়িয়া অঞ্চলের সি আই টি ইউ , এস এফ আই এবং ডি ওয়াই এফ আই । আজ সকালে তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই মিছিলের ডাক দেওয়া হয়েছিল। বেলঘরিয়া রথতলা মোড় থেকে শুরু হয়ে এই মিছিল শেষ হয় বেলঘড়িয়া স্টেশন পর্যন্ত। স্টেশন পর্যন্ত সকলে এই মিছিলের মধ্য দিয়ে মোটর  সাইকেল গাড়ি ঠেলে নিয়ে যায় । গলায় পোস্টার ঝুলিয়ে এবং হাতে দলীয় পতাকা নিয়ে এই মিছিল সংগঠিত হয় । এই মিছিলে অংশগ্রহণ করেন সি আই টি ইউ উত্তর 24 পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য এবং সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক ঝন্টু মজুমদার , রেলওয়ে হকার্স ইউনিয়নের জেলার অন্যতম নেতা রঞ্জিত সরকার এবং ছাত্র যুব নেতা সুদীপ্ত রায় ও অমল ঘোষ সহ ছাত্র-যুব সি আই টি ইউ অন্তর্ভুক্ত বিভিন্ন গণসংগঠনের নেতাকর্মীরা । 
Image
ছয় দফার দাবিতে বামেদের মহা মিছিল বলোরাম বোস, পানিহাটিঃ  পানিহাটি বামফ্রন্টের ডাকে ছয় দফার দাবিতে মহা মিছিলের ডাক দিয়েছিল পানিহাটি বামফ্রন্ট । এই ছয় দফা দাবির মধ্যে ছিল -  *৭৫০০ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে দিতে হবে  *৩৫ কেজি চাল , গম প্রত্যেক মানুষকে দিতে হবে  *তিন মাসের বিদ্যুৎ বিল মুকুব করতে হবে  *ভাষণ নয় , রেশন চাই  *পানিহাটি পৌর অঞ্চলে বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও  প্রতিবন্ধীদের ভাতা থেকে ৫হাজার মানুষকে বঞ্চিত করা যাবেনা  *অবিলম্বে পানিহাটি শ্মশান যা গত মে মাস থেকে বন্ধ হয়ে আছে সেই বৈদ্যুতিক চুল্লিকে অবিলম্বে চালু করতে হবে  - এই দাবি নিয়ে আজকের এই মহা মিছিলের ডাক দিয়েছিল পানিহাটি বামফ্রন্ট । এই মিছিল শুরু হবার কথা ছিল সোদপুর  অমরাবতী মাঠ থেকে সোদপুর বিটি রোড ট্রাফিক মোড়ে পর্যন্ত। কিন্তু পুলিশের বাধায় সেই মিছিল অমরাবতী মাঠ থেকে শুরু করে দেবেশ মুখার্জী রোড অমরাবতী দিয়ে কিছুটা যাওয়ার পরেই স্কুল রোড পর্যন্ত হয়। সেখানে আচমকাই ব্যারাকপুর পুলিশ কমিশনারের বিরাট পুলিশ বাহিনী সেই মিছিলকে আটকে দেয় । মিছিল বন্ধ করে দেওয়ার কথাও বলেন। আর তার জেরেই  সেখানেই ধিক্কা
Image
বেহালায় বিজেপি থেকে তৃণমূলে যোগদান শতাধিক কর্মীর সৃঞ্চিনী পোদ্দার, বেহালাঃ দলবদল বিজেপি কর্মীদের। বেহালা পশ্চিম কেন্দ্রের ১৩১ নম্বর ওয়ার্ডের প্রায় শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন। তৃণমুল নেতা বাপ্পা অধিকারির নেতৃত্বে মহাসচিব ডঃ পার্থ চ্যাটার্জীর হাত ধরে দল বদল করেন।
Image
দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে পথ অবরোধ  বি.জে.পি -র সঞ্জয় মন্ডল, বাঁকুড়াঃ বি.জে.পি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে  আক্রমণ করার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে বি.জে.পি কর্মীরা বিক্ষোভ করেন। বাঁকুড়া জেলার বিভিন্ন  জায়গাতে বি.জে.পি র নেতা এবং দলের সাধারণ সদস্যরা এলাকার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে। পখন্নার  পথ অবরোধ করে চলে বিক্ষোভ। এই বিক্ষোভে নেতৃত্ব  দেন  জেলা  কমিটির সদস্য রাণা ধীবর।   সকালবেলায় চা খেতে গেলে কলকাতার নিউটাউনের বিজেপি রাজ্য সভাপতি মেদিনীপুরের সাংসদ মাননীয় দিলীপ ঘোষের উপর তৃণমূলের গুণ্ডাবাহিনীর হামলা করেছ। তার প্রতিবাদে রাস্তা অবরোধ সোনামুখী চৌমাথা বিকেল চারটা থেকে 4:30 পর্যন্ত , রামপুরে 5 টা থেকে  টা 30 পর্যন্ত । সোনামুখী নগর ও সোনামুখী দু'নম্বর মন্ডলের মন্ডল এর উদ্যোগে বেশ খানিকক্ষণ ঘরে চলে এই বিক্ষোভ কর্মসূচী। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন তপশিলি মোর্চার জেলা সভাপতি দিবাকর ঘরামী জেলা সহ-সভাপতি অধিকারী চঞ্চল সরকার সম্পা গোস্বামী তাপস মিত্র এবং সমস্ত বিজেপি কর্মী বৃন্দ। 
Image
রেশন দুর্নীতির বিরুদ্ধে  টিটাগর আঞ্চলিক অফিসের সামনে বিক্ষোভ   বলরাম বোস,টিটাগড়ঃ   এসএফআই, ডিওয়াইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির টিটাগর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আজ ব্রিটানিয়া কারখানার সামনে থেকে মিছিল করে বিটি রোড ধরে মাদার টেরেসা পথ টিটাগর আঞ্চলিক রেশন অফিসে সামনে এসে মিছিল শেষ হয়  এবং সেখানে বিক্ষোভ দেখানো হয় । সেখান থেকে একটি প্রতিনিধি দল অফিসারের সাথে দেখা করে এবং ডেপুটেশন দেওয়া হয় । তাতে তাদের মূল দাবি ১৪টি নিত্যপ্রয়োজনীয় জিনিস অন্তর্ভুক্ত করতে হবে । প্রত্যেক মানুষকে সমানভাবে খাদ্যশস্য বন্টন করতে হবে । রেশন দোকান গুলোতে চালডাল গম নিয়ে যে দুর্নীতি চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে এবং কুপন যারা পায়নি তাদেরকে অবিলম্বে কুপন দিতে হবে এবং এই দু মাস যারা কুপনের থেকে বঞ্চিত হয়েছেন তাদের জন্যে উপযুক্ত ব্যবস্থা করতে হবে। এই দাবিতে টিটাগর আঞ্চলিক অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয় এবং সংক্ষিপ্ত সভাযর আয়োজন করা হয় । 
Image
বৈদ্যুতিক বিল মুকুবের দাবিতে সিইএসসি অফিসের সামনে বাম-কংগ্রেসের বিক্ষোভ  বলরাম বোস, কামারহাটিঃ  সিপিআইএম কামারহাটি এরিয়া কমিটি ও টেক্সএমএকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটি সহযোগী জাতীয় কংগ্রেস যৌথভাবে আজ সকালে এক ঘন্টা বিক্ষোভ দেখানো হয় এবং ডেপুটেশন জমা দেওয়া হয় সি ই এস সি সাবারবান রিজনাল অফিসে লকডাউন চলাকালীন কামারহাটি বিটি রোডের উপরে সি ই এস সি অফিসে বিক্ষোভ দেখানো হয় এবং ডেপুটেশন দেওয়া হয় দাবি ছিল লকডাউন চলাকালীন রাজ্য সরকার যে ঘোষণা করেছে রাজ্য সরকার বিদ্যুৎ বিল তিন মাসের জন্য মুকুব করা হয়েছে স্টেট ইলেকট্রিসিটি বোর্ড এর অন্তর্গত যে সমস্ত গ্রাহকরা আছেন তারা এই সুবিধা পাবেন কিন্তু সিইএসসি অঞ্চলে যে সমস্ত মানুষ বসবাস করেন তারা তাহলে কি এই সুযোগ থেকে বঞ্চিত হবে এই নিয়ে আন্দোলন ডেপুটেশন শুরু হয় এবং কয়েকদিন আগে নবান্নে মুখ্যমন্ত্রী যে সর্বদলীয় সভা ডেকেছিলেন সেই সভায় বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রীর কাছে বলেছিলেন সিইএসসি অঞ্চলের মানুষের তিন মাসের বিল মুকুব করতে হবে এ মাসের এবং কত মাসে গড়ে সিইএসসি বিল পাঠায় সেই বিলে দেখা যায় কারো 37 হাজার টাকা এসেছে কারোর