জ্যোতি বসুর ১০৭ তম জন্মদিন কে স্মরণ করে সি আই টি ইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে রক্তদান শিবির


ব্যারাকপুর ,বলরাম বোস : জ্যোতি বসুর ১০৭ তম জন্মদিন কে স্মরণ করে রেখে শ্রমিক আন্দোলনের পথিকৃৎ হিসেবে শ্রমিকদের মধ্যে স্মরণীয় করে রাখতে সি আই টি ইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো এবছর আজ সি আই টি ইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির জেলা অফিসে ব্যারাকপুর মণ্ডলপাড়ায় ১৪ নম্বর রেলগেট এর কাছে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা শিবির সংগঠিত করা হয় l স্বেচ্ছায় রক্তদান শিবির রক্ত সংগ্রহ করতে আসে মানিকতলা কলকাতা সেন্ট্রাল ব্লাড ব্যাংক কর্মীরা l এই রক্তদান শিবিরে ৩০  জন সি আই টি ইউ সদস্য স্বেচ্ছায় রক্ত দান করেন l  স্বাস্থ্য পরীক্ষা শিবির পরিচালনা করে সি আই টি ইউ অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এন্ড সেলস রিপেজেনটিভ ইউনিয়নের সদস্যরা এই স্বাস্থ্য পরীক্ষা শিবির এ স্বাস্থ্য পরীক্ষা করা হয় l ইসিজি, সুগার তেস্ট ,হিমোগ্লোবিন ,ইউরিক অ্যাসিড ,রিপিট প্রোফাইল এবং পেশার ও টেম্পারেচার  স্ক্যানিং করা হয় l বিনামূল্যে বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া হয় এই স্বাস্থ্যপরীক্ষা শিবিরে মাধ্যমে l প্রায় শতাধিক শ্রমিক কর্মচারী স্বাস্থ্য পরীক্ষা করান l এই রক্তদান শিবিরে এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির উপস্থিত ছিলেন সিআই টি ইউ রাজ্য সভাপতি সুভাষ মুখার্জি , সি আই টি ইউ উত্তর ২৪  পরগনা জেলা কমিটির সম্পাদিকা গার্গী চ্যাটার্জী , ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তড়িৎ বরণ তপদার , শুভজিৎ দাশগুপ্ত ,মলিনা ঘোষ আই সি ডি এস রাজ্যের নেতৃত্ব সহ সি আই টি ইউ অনুমোদিত বিভিন্ন সংগঠনের নেতৃত্ব এবং কর্মীরা l এই রক্তদান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির কে কেন্দ্র করে শ্রমিক কর্মচারীদের মধ্যে একটা উৎসাহ-উদ্দীপনা দেখা যায়  l সম্পূর্ণ অনুষ্ঠানটি হয় শারীরিক দূরত্ব বজায় রেখে l

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো