***** মাধ্যমিকে তৃতীয় অরিত্রকে সম্বোর্ধনা জ্ঞাপন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের *****
বলোরাম বোস, খড়দহঃ রাজ্যে মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছে খড়দহ রামকৃষ্ণ বয়েজ হোমের ছাত্র অরিত্র মাইতি। ৬৯০ নম্বর পেয়ে স্কুলে প্রথম হয়েছে সে। তার অসাধারণ ফলাফলে বিশেষ সম্বোর্ধনা জানালেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন খড়দহ রহড়া লোকাল এরিয়া কমিটি। একটি ফুলের তোড়া, মিষ্টি এবং পেন দিয়ে অরিত্রকে সম্বোর্ধনা জানানো হয় । সেখানে উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন জেলা সম্পাদক জয়দীপ চক্রবর্তী , ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন খড়দহ রহড়া লোকাল এরিয়া কমিটির সভাপতি দেবজিৎ দত্ত এবং দলীয় অন্যান্য কর্মীরা। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ কোনো সহযোগিতার প্রয়োজনে অরিত্রর পাশে থাকার আশ্বাস দেন তারা।
বলোরাম বোস, খড়দহঃ রাজ্যে মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছে খড়দহ রামকৃষ্ণ বয়েজ হোমের ছাত্র অরিত্র মাইতি। ৬৯০ নম্বর পেয়ে স্কুলে প্রথম হয়েছে সে। তার অসাধারণ ফলাফলে বিশেষ সম্বোর্ধনা জানালেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন খড়দহ রহড়া লোকাল এরিয়া কমিটি। একটি ফুলের তোড়া, মিষ্টি এবং পেন দিয়ে অরিত্রকে সম্বোর্ধনা জানানো হয় । সেখানে উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন জেলা সম্পাদক জয়দীপ চক্রবর্তী , ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন খড়দহ রহড়া লোকাল এরিয়া কমিটির সভাপতি দেবজিৎ দত্ত এবং দলীয় অন্যান্য কর্মীরা। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ কোনো সহযোগিতার প্রয়োজনে অরিত্রর পাশে থাকার আশ্বাস দেন তারা।
Comments
Post a Comment