*বেলঘরিয়ায় কংগ্রেসের গান্ধীগিরি*

সোমনাথ সরকার, বেলঘরিয়াঃ সম্প্রতি জনস্বার্থে আন্দোলন করতে গিয়ে বেলঘরিয়া থানার পুলিশের হাতে নিগৃহীত ও প্রহৃত হন একঝাঁক কংগ্রেস নেতা ও কর্মী। আজ তাঁরা সেই নিগ্রহের 'বদলা' নিলেন সম্পূর্ণ নজিরবিহীন ভাবে। 
করোনা আবহে সংক্রমণের হাত থেকে পুলিশ কর্মীরা যাতে রক্ষা পান, সেজন্য অর্ধশতাধিক পিপিই কিট বেলঘরিয়া থানার আধিকারিকদের হাতে তুলে দিল জাতীয় কংগ্রেস। রাজ্য আইএনটিইউসির সাধারণ সম্পাদক দিব্যেন্দু মিত্রের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। কংগ্রেস কার্যালয় সুনীল ভবনে এসে এদিন বিকেলে পুলিশ আধিকারিকেরা পিপিই সংগ্রহ করেন। উপস্থিত ছিলেন বেলঘরিয়া শহর কংগ্রেসের সভাপতি কল্লোল মুখোপাধ্যায় সহ অপূর্ব সরকার, কৌশিক বসু প্রমুখ। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে 'জাতীয় কংগ্রেস বিদ্বেষের রাজনীতি করে না, মানুষের স্বার্থে কাজ করে। 

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

বিরাটি সমন্বয়ের ডাকে প্রতীকী অনশন মঞ্চ