বামেদের উদ্যোগে বিনামুল্যে হাট বসলো 

বলোরাম বোস, পানিহাটিঃ সিপিআইএম পানিহাটি দু'নম্বর এরিয়া কমিটির 
অন্তর্গত 31 নম্বর ওয়ার্ডের 2 'নম্বর 3 নম্বর  ও 4 নম্বর শাখা তিনটে যৌথ উদ্যোগে 
করোনাভাইরাস এর জন্য লকডাউন চলায় মানুষ যে অর্থনৈতিক সংকটের মধ্যে
পড়েছে সেই সমস্ত অর্থনৈতিক দিকে পিছিয়ে পড়া মানুষকে পাশে দাঁড়াতে 
তাদের কিছুটা সাহায্য করবার লক্ষ্যে সবজির বাজার বসানো হয় তীর্থ ভারতী 
স্কুলের প্রাঙ্গণে । প্রায় 600 পরিবারের উপরে মানুষের হাতে সবজি তুলে দেওয়া 
হয় এই সবজি বাজারে ছিল আলু,পিয়াজ, কুমড়ো ,পটল ,লাল শাক ,লেবু, লঙ্কা 
সহ বিভিন্ন ধরনের সবজি বিতরণ করা হয়।এর ফলে এই অঞ্চলের অর্থনৈতিক 
দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষ কিছুটা হলেও উপকৃত হন এই উদ্যোগের মাধ্যমে।
উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা সিপিআইএম উত্তর 24 পরগনা 
জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তন্ময় ভট্টাচার্য্য জানান যে, দায়িত্ব নেওয়ার কথা 
ছিল কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের এই দুটো সরকারই এখন করোনাকালে
লকডাউনে মানুষের পাশে থাকতে সম্পূর্ণভাবে ব্যর্থ । তিনি পরিযায়ী শ্রমিকদের
নিয়ে বলেন যে , ঘরের ছেলেদের ঘরে ফেরাতে ছেলেখেলা করেছে সরকার। 
বেকারত্বের কাজরণ হিসেবে সরকারকে দুষ্ট করে বলেন,যেই সমস্ত মানুষের 
চাকরি আছে সেই মানুষের আর চাকরি চলে যেতে বসেছে । সব দায় সরকারের।
বর্তমানে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর কথা ছিল দুই সরকারের।
সেই কথা তারা আর রাখতে পারেনি দুটো সরকারই।
তারা ব্যর্থ।  সে কারণেই বামপন্থীরা তাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে এই অর্থনৈতিক 
দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াবার উদ্যোগ গ্রহণ করছে সর্বত্র । সারা
ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য কমিটি সম্পাদিকা কনিকা ঘোষ জানান 
যে, যেভাবে  কোয়ারেন্টাইনে থাকা মহিলাদের শ্লীলতাহানি হচ্ছে ধর্ষন হচ্ছে 
খালি বিজ্ঞাপনের মধ্যে বন্দী হয়ে আছে তৃণমূল সরকার গরিব মানুষের পাশে 
থাকার যে একটি সরকারের দায়িত্ব এবং দায়বদ্ধতা সে ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য 
দুটো সরকারি ব্যর্থ মহিলাদের কোন সম্মান নেই মহিলাদের কোন সামাজিক 
সুরক্ষা নেই । তিনি আরও জানান, বামপন্থীরা গরীব খেটে খাওয়া মানুষের পাশে 
আগেও ছিল এখনো আছে এবং দায়িত্ব নিয়ে তাদের দাবি-দাওয়া নিয়ে তাদের 
পাশে আগামী দিনেও এই বামপন্থীরাই থাকবে।  
বামপন্থীরা সীমিত ক্ষমতার মধ্যে থেকেও তারা এই আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের 
পাশে বামপন্থীরাই দাঁড়িয়েছে । তাদের এই উদ্যোগে খুশি এলআকাবাসী। রেশন 
চুরি থেকে শুরু করে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য চুরি করা শুরু করেছে 
এই তৃণমূলের কর্মী নেতারা । 5 বছর আগে তাদের যে সম্পত্তি ছিল আজ এই পাঁচ 
বছর পরে তাদের সম্পত্তির পরিমাণ প্রায় তিনগুণ এর উপরে হয়ে গিয়েছে। তাই 
আগামী একুশে এই রাজ্যের খেটে খাওয়া মানুষ তার যোগ্য জবাব দেবে তার জন্য
মানুষ তৈরি হচ্ছে । বিনামুল্যের এই সবজির বাজারে উপস্থিত ছিলেন উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক সিপিআইএম উত্তর 24 পরগণা সম্পাদকমণ্ডলীর সদস্য তন্ময় ভট্টাচার্য , 
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য কমিটি সম্পাদিকা কনীনিকা ঘোষ, 
বিশিষ্ট নাট্যকার চন্দন সেন , বিশিষ্ট নাট্যকার পরিচালক বিমল চক্রবর্তী এবং 
উপস্থিত ছিলেন পানিহাটি বামফ্রন্টের আহবায়ক দুলাল চক্রবর্তী সিপিআইএম
উত্তর 24 পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য শুভব্রত চক্রবর্তী এবং দুই 
নম্বর এরিয়া কমিটির সম্পাদক কিশোর বিশ্বাস। 

Comments

Popular posts from this blog

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

ঠাকুর বাড়ির প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা

অশোক আখড়া এক ব্যায়াম মন্দির এর আয়োজনে কিং এন্ড কুইন অফ দ্য টেবিল- ওপেন আর্ম রেস্টলিং চ্যাম্পিয়নশিপ-২০২৩