৫ মিনিটে করোনা টেস্ট 
বলোরাম বোস, ইচ্ছাপুরঃ বেলঘড়িয়ার মিডল্যান্ড নার্সিংহোমের হাতে লেখা কোভিড পজেটিভ  রিপোর্ট  প্রাণ কেড়ে নিল তরতাজা তরুনের। শুভ্রজিৎ চ্যাটার্জিকে মেরে ফেলা হয়েছে। মৃত্যুর কারন জানার জন্য ময়নাতদন্তের দাবী, তাদের ১০, ১১ তারিখ তাদের সঙ্গে যে ব্যবহার করেছে তার জন্য সি সি টিভি ফুটেজ সামনে আনার দাবী ও দোষীদের শাস্তির দাবী জানিয়ে বেলঘড়িয়া থানায় মামলা দায়ের করলেন শুভ্রজিৎ চ্যাটার্জির মা শ্রাবণী চ্যাটার্জি। তিনি 
প্রশ্ন ১. তোলেন বেলঘড়িয়া মিডল্যান্ড নার্সিংহোম ৩ মিনিটে কিকরে কোভিড পজেটিভ রিপোর্ট দিতে পারে?
২.বাকি হাসপাতাল গুলো ওই হাতে লেখা রিপোর্টকে মান্যতা দিয়ে একজনকে কোভিড হাসপাতালে পাঠালেন?
৩. স্বাথ্য দপ্তরের নির্দেশিকা অমান্য করে বেড থাকা স্বত্তেও কেন রোগী ফেরানো হচ্ছে?

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো