করোনা রোগীদের সহায়তায় উন্নয়নের অ্যাম্বুলেন্স   

সৃঞ্চিনী পোদ্দার, বেলঘরিয়াঃ দিনের পর দিন ক্রমশ বেড়েই চলেছে করোনা সংক্রমণের সংখ্যা। লাফিয়ে লাফিয়ে সংক্রমণ ছড়িয়ে পড়ছে রাজ্য তথা দেশ জুড়ে। বিনা চিকিৎসায় প্রাণ হারাতে হচ্ছে বেশ কয়েকজন রোগীকে। করোনা সংক্রমণের জেরে রাস্তাঘাটে করোনা আক্রান্ত রোগীরা পড়ে থাকলেও মিলছে না তাদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্যে কোনো গাড়ির পরিষেবা।এই মহামারিকালের মাঝে বেলঘরিয়া উন্নয়ন ক্লাব উদ্বোধন করল করোনা রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্যে এক বিশেষ অ্যাম্বুলেন্স পরিষেবার। বিনা পয়সায় রাত বিরাতে নির্দিধায় হাসপাতালে নিয়ে যেতে প্রস্তুত থাকবে এই ক্লাবের অ্যাম্বুলেন্সটি। কামারহাটি পৌরসভার প্রশাসক গোপাল সাহা ফিতে কেটে আজ এই পরিষেবার উদ্বোধন করেন। আজকের এই কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারহাটি রথতলা পরিষেবার সভাপতি সোমনাথ রায় চৌধুরী, প্রাক্তন তৃণমূল মন্ত্রী মদন মিত্র এবং ক্লাবের সদস্যরা। প্রথম দফায় লকডাউন চালু হওয়ার পর থেকে এলাকায় আটকে থাকা পরিযায়ীদের সাথে সাথে এলাকার কিছু দুস্তদের আহারের দায়িত্ব নিয়েছে বেলঘরিয়ার উন্নয়ন ক্লাব। অসহায়ের সহায় থেকে সমাজে উন্নয়নমূলক এই রকম সেবার কাজ করে দৃষ্টান্ত গরে চলেছে উন্নয়ন ক্লাব। করোনা মহামারির মাঝে করোনা রোগীদের অসহায় সময় সহায়তা করতে বিশেষভাবে উদ্যোগ নিল এই ক্লাব। বার্ষিক শিবকালী পূজোর অনুষ্ঠানের মাধ্যমে বিনা মুল্যে করোনা রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করা হয়। সরকারি সমস্ত নিয়মবিধি মেনে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবেশ পথে বসানো রয়েছে থার্মাল টানেল। রয়েছে থার্মাল স্কিনিঙ্গের ব্যবস্থাও। এই অনুষ্ঠানে মাস্ক পড়ে সকলের প্রবেশ ছিল বাধ্যতামূলক। ভিড় এড়াতে মাজের ভোগ বিতরণ করা হবে বাড়ি বাড়ি। এলাকার মানুষদের বারী পৌঁছে দেওয়া হবে শিবকালী পূজোর প্রসাদ।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো