রাজ্যে ৯ই জুলাই থেকে লকডাউন শুরু
নিজস্ব প্রতিবেদন,কলকাতাঃ ফের লকডাউন চালু হচ্ছে আগামী ৯ই জুলাই বিকেল ৫টা থেকে। আজ নবান্নে এমনটাই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন জেলার কন্টেইনমেন্ট এবং বাফার জোনের জন্যে এই নিয়ম জারি থাকবে। রাজ্যের কন্টেইনমেন্ট জোনে অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ছাড়া সমস্ত দোকানপাট বন্ধ থাকবে। কন্টেইনমেন্ট জোন এবং বাফার জোনে অবস্থিত সরকারী এবং বেসরকারি অফিসও বন্ধ থাকবে এই লকডাউনে। বিভিন্ন জেলার এই সমস্ত কন্টেইনমেন্ট এবং বাফার জোন চিহ্নিত করবে জেলা প্রশাসক। কন্টেইনমেন্ট এবং বাফার জোন এলাকায় মাইকিং করে কিংবা বিভিন্ন ভাবে প্রচারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। লকডাউন চলাকালীন কন্টেইনমেন্ট এবং বাফার জোনে কোনো রকম যানবাহন চলাচল করতে পারবে না । করোনা সংক্রমণের জেরে ফের কন্টেইনমেন্ট এবং বাফার জোনে কোনো রকম জমায়েত কিংবা মিছিল মিটিং করার অনুমতি মিলবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এগিয়ে বাংলা ওয়েবসাইটের মাধ্যমে জেলার কোন কোন এলাকা কন্টেইনমেন্ট এবং বাফার জোন তা বিস্তারিতভাবে জানা যাবে। এই লকডাউনে কোনো বহিরাগত কন্টেইনমেন্ট এবং বাফার জোনে প্রবেশ করবে পারবেন না এবং কন্টেইনমেন্ট এবং বাফার জোন থেকে লকডাউনে বাইরে যাওয়ার অনুমতিও মিলবে না। ঘোষণা নবান্নে।
  


Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো