রেশন দুর্নীতির বিরুদ্ধে টিটাগর আঞ্চলিক অফিসের সামনে বিক্ষোভ 
বলরাম বোস,টিটাগড়ঃ  এসএফআই, ডিওয়াইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির টিটাগর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আজ ব্রিটানিয়া কারখানার সামনে থেকে মিছিল করে বিটি রোড ধরে মাদার টেরেসা পথ টিটাগর আঞ্চলিক রেশন অফিসে সামনে এসে মিছিল শেষ হয়  এবং সেখানে বিক্ষোভ দেখানো হয় । সেখান থেকে একটি প্রতিনিধি দল অফিসারের সাথে দেখা করে এবং ডেপুটেশন দেওয়া হয় । তাতে তাদের মূল দাবি ১৪টি নিত্যপ্রয়োজনীয় জিনিস অন্তর্ভুক্ত করতে হবে । প্রত্যেক মানুষকে সমানভাবে খাদ্যশস্য বন্টন করতে হবে । রেশন দোকান গুলোতে চালডাল গম নিয়ে যে দুর্নীতি চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে এবং কুপন যারা পায়নি তাদেরকে অবিলম্বে কুপন দিতে হবে এবং এই দু মাস যারা কুপনের থেকে বঞ্চিত হয়েছেন তাদের জন্যে উপযুক্ত ব্যবস্থা করতে হবে। এই দাবিতে টিটাগর আঞ্চলিক অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয় এবং সংক্ষিপ্ত সভাযর আয়োজন করা হয় । 

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো