বলরাম বোস, কামারহাটিঃ সিপিআইএম কামারহাটি এরিয়া কমিটি ও টেক্সএমএকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটি সহযোগী জাতীয় কংগ্রেস যৌথভাবে আজ সকালে এক ঘন্টা বিক্ষোভ দেখানো হয় এবং ডেপুটেশন জমা দেওয়া হয় সি ই এস সি সাবারবান রিজনাল অফিসে লকডাউন চলাকালীন কামারহাটি বিটি রোডের উপরে সি ই এস সি অফিসে বিক্ষোভ দেখানো হয় এবং ডেপুটেশন দেওয়া হয় দাবি ছিল লকডাউন চলাকালীন রাজ্য সরকার যে ঘোষণা করেছে রাজ্য সরকার বিদ্যুৎ বিল তিন মাসের জন্য মুকুব করা হয়েছে স্টেট ইলেকট্রিসিটি বোর্ড এর অন্তর্গত যে সমস্ত গ্রাহকরা আছেন তারা এই সুবিধা পাবেন কিন্তু সিইএসসি অঞ্চলে যে সমস্ত মানুষ বসবাস করেন তারা তাহলে কি এই সুযোগ থেকে বঞ্চিত হবে এই নিয়ে আন্দোলন ডেপুটেশন শুরু হয় এবং কয়েকদিন আগে নবান্নে মুখ্যমন্ত্রী যে সর্বদলীয় সভা ডেকেছিলেন সেই সভায় বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রীর কাছে বলেছিলেন সিইএসসি অঞ্চলের মানুষের তিন মাসের বিল মুকুব করতে হবে এ মাসের এবং কত মাসে গড়ে সিইএসসি বিল পাঠায় সেই বিলে দেখা যায় কারো 37 হাজার টাকা এসেছে কারোর 5000 টাকা কারোর আবার 7000 এবং 3000 টাকার অভিলাষে জুট মিলের কর্মী রিস্কা চালক বা গরিব মানুষের বাড়িতে এই ধরনের বিল আসে যারা এসি ফ্রিজ কিছুই চালান না তাদের বাড়িতে এই ধরনের বড় বড় অ্যামাউন্ট এর বিল আসে এই ধরনের প্রায় 35 টা বিলের কপি আজ ডেপুটেশনের সময় সি ই এস সি কামারহাটি অফিসের আধিকারিকের হাতে তুলে দেওয়া হয় এই ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচিতে সংক্ষিপ্ত সভায় স্লোগান ওঠে অবিলম্বে বিল মুকুব করতে হবে সি ই এস সি নিয়ম আগে টাকা জমা দাও তারপরে সেই টাকা বিলের সাথে এডজাস্ট করা হবে ডেপুটেশনে বলা হয় এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কারণ গরীব মানুষের যে বিল এসেছে সেই বিল দেওয়ার মতন তাদের ক্ষমতা নেই তাই এটা মানবিকভাবে দেখা হোক ডেপুটেশনে চারজনের প্রতিনিধিদল যান সেখানে ছিলেন প্রদীপ মজুমদার সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য আফজাল খান কামারহাটি এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত রায় জাতীয় কংগ্রেসের টাউন কামারহাটির সভাপতি এবং আসলাম খান ডেপুটেশন তুলে দেওয়া হয় সি ই এস সি কামারহাটি অফিসের ডিভিশনাল ম্যানেজার এ গাঙ্গুলী এ গাঙ্গুলী জানান আমরা এই ডেপুটেশনের কথা ভিক্টোরিয়া হাউসে উচ্চতর কর্মকর্তা যারা আছেন তাদেরকে জানাবো তাদের হাতে এই কপি আমরা পাঠিয়ে দেব যা সিদ্ধান্ত নেবার তালেবে ভিক্টোরিয়া হাউস এখন দেখার আরপিজি গ্রপ গোয়েঙ্কা কী ব্যবস্থা গ্রহণ করে কারণ সিএসসির কর্ণধার তিনি পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর আঁকা ছবি কিনছেন প্রচুর টাকা দিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেশ-বিদেশে বিভিন্ন সময় ঘুরে বেড়াচ্ছেন এই গরীব মানুষগুলোর যাদেরকে অতিরিক্ত বিল পাঠানো হয়েছে এখন তাদের কি হয় এবং নবান্নের সর্বদলীয় সভায় সুজন চক্রবর্তীর যে আবেদন রেখেছেন এবং আজকের ডেপুটেশনে এ গাঙ্গুলী ডিভিশনাল ম্যানেজার এর কাছে যে ডেপুটেশন দেওয়া হয়েছে তার ফলশ্রুতি কতটা ঘটে তা দেখবার জন্য অপেক্ষায় থাকতে হবে সাধারণ মানুষ ইলেকট্রিক বিলের এই বোঝার থেকে আদৌ কতটা ছাড় পাবে তা সময়ই বলবে সিইএসসি বিদ্যুতের বিল দেশের যে কোন রাজ্য থেকে অনেক গুণ বেশি তারপরেও মিটার রিডিং না নিয়ে গড় বিল পাঠিয়ে মানুষের যে বোঝা সৃষ্টি করেছে এতে কি সাধারণ মানুষ রেহাই পাবে এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে শুধু না শুধু কামারহাটি অফিসের সামনে এগিয়ে বিক্ষোভ দেখানো এবং ডেপুটেশন আর আলোচনায় চলবে
আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন
সায়ন দেবনাথ , কলকাতা: বাংলার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রখ্যাত চিকিৎসক ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম দিবস ও প্রয়াণ দিবস উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে ন্যাশনাল ডক্টরস ডে। আমাদের রাজ্যেও সর্বত্র পালিত হচ্ছে চিকিৎসক দিবস দিনটি। বেলেঘাটা সুভাষ সরোবরের স্বেচ্ছাসেবী সংস্থা আমরা ব্যতিক্রমী'র উদ্যোগে এদিন বেলেঘাটা সি আই টি রোডে বি সি রায় পোলিও হাসপাতাল এবং ফুলবাগানের বি সি রায় শিশু হাসপাতালের চিকিৎসারত শিশুদের মধ্যে উপহার তুলে দেওয়া হল সংস্থার পক্ষ থেকে। প্রথমে ডাঃ বিধান চন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সংস্থার সদস্য এবং সদস্যারা। উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক গোপাল দেবনাথ, সভাপতি প্রদীপ কুমার ভট্টাচার্য্য, প্রধান উপদেষ্টা অশোক মজুমদার, মিহির বালা, ইন্দ্রানী বালা, স্বপন ভট্টাচার্য্য এবং আল্পনা বন্দ্যোপাধ্যায়। আমরা ব্যতিক্রমী সংস্থা এই বছর ১৫ তম বর্ষে পদার্পন করলো। এদিনের অনুষ্ঠানে ১০০ জন শিশু এবং তাদের অভিভাবকগন সকলেই এই উদ্যোগের প্রসংশা করেন। এই কাজে দুই হাসপাতালের কতৃপক্ষ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ডাঃ বি সি রায় শিশু হাসপাতালের প্রিন্সিপাল ডাঃ দিলীপ পাল এই মহ...
Comments
Post a Comment