***** বীরভূম জেলার লকডাউনের নিয়ম পরিবর্তন *****

রামপ্রসাদ দাস, বীরভূমঃ করা হলো বীরভূম জেলার লকডাউনের নিয়ম পরিবর্তন। দেখে নিন কোথায় কোথায় হচ্ছে লকডাউন। রামপুরহাট, নলহাটি, সাইথিয়া, সিউড়ি, দুবরাজপুর ও বোলপুরসহ ৬টি পৌর এলাকায় জেলা প্রশাসনের নির্দেশে ২৪শে জুলাই থেকে ৩১শে জুলাই বিকাল ৩টে থেকে সকাল ৬টা অব্দি সময়সীমা পরিবর্তন করে করা হয় ২৬শে জুলাই থেকে ৩১শে জুলাই অব্দি দুপুর ১২টা থেকে রাত্রী ১০টা অব্দি।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো