হাসপাতালের গাফিলতিতে মৃত্যু হলো যুবকের
বলোরাম বোস, ইচ্ছাপুরঃ পশ্চিমবাংলার যে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে তা আরেকবার প্রমাণিত হলো ইছাপুরের বাসিন্দা ভর্তি হতে না পেরে বিভিন্ন হাসপাতালে ঘুরে চিকিৎসার অভাবে গতকাল তার মৃত্যু ঘটে আজ তার পরিবারের পক্ষ থেকে বেলঘড়িয়া থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল কে করোনা ভাইরাসে আক্রান্ত দেরকে চিকিৎসা করা হবে  সাগর দত্ত কে করোনা হাসপাতাল ঘোষণা করা হয় দুঃখের হলেও সত্য করোনা আক্রান্ত মানুষেরা এখানে ভর্তি হতে পারছে না চিকিৎসা পাচ্ছে না অন্যান্য হাসপাতালের তাদেরকে ঘুরে বেড়াতে হচ্ছে 500 উপরে বেড কিন্তু 80 টি বেটে ভর্তি আছে করোনা আক্রান্ত রোগী সরকারি ওয়েবসাইট এই তথ্য দিচ্ছে তবে বাদবাকি বেড পড়ে রয়েছে প্রশ্ন উঠছে তবে কেন রোগীদেরকে ভর্তি না করে ফিরিয়ে দেওয়া হচ্ছে ইছাপুরের এই ছেলেটিকে যদি সাগর দত্ত হসপিটাল ভর্তির সময় মত তবে হয়তো এত তাড়াতাড়ি এই ছেলেটির প্রাণ যেত না এখন দেখবার সরকারের পক্ষ থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সরকার কি ব্যবস্থা নেয়
৩ টি হাস্পাতালের পর কলকাতা মেডিক্যাল কলেজে মৃত্যু তরুনের। নর্থ বারাকপুর পুরসভার 6  নাম্বারের ওয়ার্ডের নেতাজী পল্লীর বাসিন্দা শুভ্রজিৎ চ্যাটার্জি(১৭)। তার শরীরিক দূর্বলতার এক্টু শ্বাসকষট কারনেই ই এস আই হাসপাতালে দেখাতে যান। তার জ্বর, সর্দী, কাশি কিছুই ছিল না। রক্ত পরীক্ষার পর জানা যায় তার শরীরে মাত্রাতিরিক্ত সুগার। হৃদ যন্ত্রে সমস্যা আছে। তাই এই রোগীর আই সি সি ইউ প্রয়োজন। সেখান থেকে রেফার করা হয়  বেলঘড়িয়া মিডল্যান্ড নার্সিংহোমে। সেখান থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। রক্তের নমুনা নিয়ে ৫ মিনিটের মধ্যে কোভিড পজেটিভ রিপোর্ট দিয়ে ফিরিয়ে দেয়।  বেলঘড়িয়া থানার  ওসিকে ফোন করলে তিনি জানান এটা তার বিষয় নয়।এরপর সাগরদত্ত সেখান থেকে মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেওয়া হয়।দীর্ঘক্ষন পর তার মা শ্রাবণী চ্যাটার্জি আত্মঘাতীর হুমকি দিলে তারপর ভর্তি করা হয়।ভিতরে গিয়ে দেখা যায় ৩ টি বেড খালি। রুগিকে বেড পর্যন্ত বাবা মা নিয়ে যান। আজ সকালে মৃত্যুর খবর আসে। গতকাল রাতে ২১ঃ৪৫ মারা গেছে বলে যানায় হাসপাতাল।তারা ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও ফোনে পাননি।    এরপর পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলকার বিধায়ক মলয় ঘোষ বলেন ঘটনাটি মর্মান্তিক। এলাকার মানুষও দুঃখ প্রকাশ করেছেন।
প্রশ্ন ১. ৫ মিনিটে কিভাবে কোভিড টেস্ট সম্ভব?
প্রশ্ন ২. মুখ্যমন্ত্রী পুলিশের সাহায্য নিতে বলেন, সেখানে পুলিশ কিভাবে দায়িত্ব এড়াতে পারেন?

Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের