দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে পথ অবরোধ  বি.জে.পি -র

সঞ্জয় মন্ডল, বাঁকুড়াঃ বি.জে.পি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে  আক্রমণ করার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে বি.জে.পি কর্মীরা বিক্ষোভ করেন। বাঁকুড়া জেলার বিভিন্ন  জায়গাতে বি.জে.পি র নেতা এবং দলের সাধারণ সদস্যরা এলাকার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে। পখন্নার  পথ অবরোধ করে চলে বিক্ষোভ। এই বিক্ষোভে নেতৃত্ব  দেন  জেলা  কমিটির সদস্য রাণা ধীবর।  
সকালবেলায় চা খেতে গেলে কলকাতার নিউটাউনের বিজেপি রাজ্য সভাপতি মেদিনীপুরের সাংসদ মাননীয় দিলীপ ঘোষের উপর তৃণমূলের গুণ্ডাবাহিনীর হামলা করেছ। তার প্রতিবাদে রাস্তা অবরোধ সোনামুখী চৌমাথা বিকেল চারটা থেকে 4:30 পর্যন্ত , রামপুরে 5 টা থেকে  টা 30 পর্যন্ত । সোনামুখী নগর ও সোনামুখী দু'নম্বর মন্ডলের মন্ডল এর উদ্যোগে বেশ খানিকক্ষণ ঘরে চলে এই বিক্ষোভ কর্মসূচী। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন তপশিলি মোর্চার জেলা সভাপতি দিবাকর ঘরামী জেলা সহ-সভাপতি অধিকারী চঞ্চল সরকার সম্পা গোস্বামী তাপস মিত্র এবং সমস্ত বিজেপি কর্মী বৃন্দ। 

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো