রাজনীতি ভুলে তৃণমূলের পাশে কংগ্রেস
মনোজ দাস, কামারহাটিঃ রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে করোনার হাত থেকে রক্ষা করতে ব্রতী
হলো জাতীয় কংগ্রেস। করোনা সংক্রমণের জেরে কিছুদিন আগে বেলঘরিয়া থানার সমস্ত পুলিশ
প্রশাসনের হাতে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে পিপিই কিট প্রদান করা হয়। এবার কামারহাটি
পৌরসভার পৌরপ্রধান তথা প্রশাসক মন্ডলের প্রধান তৃণমূল কর্মী গোপাল সাহাকেও একই
ভাবে পিপিই কিট প্রদান করলো জাতীয় কংগ্রেসের কর্মীরা। বেলঘরিয়া জাতীয় কংগ্রেসের
পক্ষ থেকে আইএনটিইউসির সাধারণ সম্পাদক দীপেন্দু মিত্র এবং বেলঘরিয়া শহর কংগ্রেসের
সভাপতি কল্লোল মুখ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই কর্মসূচী পালন করা হয়। রাজনৈতিক মতভেদ থাকলেও
মানুষ হিসেবে সকলের একত্রে করোনার সাথে লড়াই করা প্রয়োজন।সেই ভাবনাকে মাথায় রেখে কামারহাটি
পৌরসভার প্রশাসক গোপালবাবুকে কংগ্রেসের পক্ষ থেকে একটি মাস্ক এবং হ্যান্ড
স্যানিটাইজার প্রদান করা হয়। বেলঘরিয়া জাতীয় কংগ্রেসের এই ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন
গোপালবাবু। রাজনীতির উর্দ্ধে গিয়ে কংগ্রেস মানুষের স্বাস্থ্যের কথা ভেবেছেন এতে খুবই
অভিভূত গোপালবাবু।
Comments
Post a Comment