Posts

Showing posts from December, 2019
Image
মানবাধিকার দিবস পালন মনোজ দাস, কলকাতাঃ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে কলকাতার অনন্যাতে অনুষ্ঠিত হয়ে গেলো এক সাংস্কৃতিক সন্ধ্যার। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মানবাধিকারের ভারপ্রাপ্ত আধিকারিকরা এবং প্রশাসনিক আধিকারিকরা।
Image
যঞ্জ করে বাংলায় শান্তি কামনা মনোজ দাস, কামারহাটিঃ সারা দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে চলছে উত্তাল । বাংলায় যাতে  NRC,CAB   এবং  CAA   না হয় তার জন্যে রাজ্য জুড়ে মিছিল প্রতিবাদ করা হয় । তবে কামারহাটিতে এক অভিনব উপায়ে বাংলায় নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে যঞ্জ করে প্রতিবাদ জানালেন কামারহাটি পৌরসভার পৌরপারিষদ বিমল সাহা । সারাদিন ব্যাপী চলে এই দিনের পূজো। পূজোর শেষে এলাকাবাসীদের মধ্যে ভোগ বিতরণ করা হয় ।  
Image
প্রতিবাদ মিছিল মনোজ দাস, কামারহাটিঃ বেলঘরিয়া টাউন তৃনমূল কংগ্রেসের সভাপতি গোপাল সাহার নেতৃত্বে কামারহাটিতে এক বিরাট প্রতিবাদ মিছিল হয় । নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে কামারহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা এদিনের মিছিলে সামিল হন। কামারহাটি তৃণমূল টাউন অফিসের সামনে থেকে বেলঘরিয়া বাদামতলা মোড় পর্যন্ত এনআরসির বিরুদ্ধে এই মিছিলে প্রাক্তন মন্ত্রী মদন মিত্র উপস্থিত ছিলেন। এলাকার বহু মানুষ এই মিছিলে যোগদান করেন।
Image
ডিটেকশন ক্যাম্প ঘিরে বিক্ষোভ মনোজ দাস, নিউটাউন, রাজারহাটঃ কেন্দ্রের প্রস্তাবিত নাগরিকত্ব সংশোধনী বিল এবং এই নিয়ে ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে পথে নামলো বামফ্রন্ট । রাজারহাট এবং বনগাঁয় NRC এবং CAB ডিটেকশন ক্যাম্পের জন্যে রাজ্য সরকারকে জমি দখল করে দেওয়া হবে না । এই দাবি নিয়ে আজ রাজারহাট নিউটাউনে ডিটেকশন ক্যাম্পের জমির বিরুদ্ধে হিডকো অফিসের সামনে জমায়েত করে উত্তর ২৪ পরগনা জেলার সিপিএম সমর্থনকারীরা। হিডকোর চেয়ারম্যানকে সনদ পেশের আর্জিও জানানো হয়। এদিন সিপিএমের বিধায়ক সুজন চক্রোবর্তীর নেতৃত্বে রাজারহাট আকাক্ষা মোড় থেকে হিডকোয় ডিটেকশন ক্যাম্প পর্যন্ত এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় । এই মিছিলে উপস্থিত ছিলেন সাংসদ মানস মুখার্জী , এবং ১৭ জন দলীয় নেতারা ।
Image
শহর জুড়ে মিছিল করে প্রতিবাদ বিশ্বদ্বীপ নন্দী, দক্ষিণ দিনাজপুরঃ গোটা রাজ্য জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে হচ্ছে তোলপাড় । দক্ষিণ দিনাজপুর   জেলা তৃণমূলের সভাপতি অর্পিতা ঘোষের নেতৃত্বে জেলার তৃণমূল কংগ্রেসের কর্মীরাও এন , আর , সি ও সি , এ , আইনের প্রতিবাদে এক বিরাট মিছিল আয়োজন করা হয়। মিছিলটি বালুরঘাট হাইস্কুল ময়দান থেকে শুরু হয়ে সারা বালুরঘাট শহর প্রদক্ষিন করে   বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ড পর্যন্ত যায়। এই মিছিলে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অর্পিতা ঘোষ , রাজ্যের ম্যাকিনটোশ বার্নের চেয়ারম্যান শংকর চক্রবর্তী ও   প্রাক্তন বিধায়ক সত্যেন রায় সহ দলীয় অন্যান্য নেতারা ।
Image
কলেজ স্ট্রীটে ছাএ আন্দোলন নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ   ফের রাজ্য জুড়ে NRC এবং CAB এর প্রতিবাদে বিক্ষোভ দেখালো ছাএরা । আজ কলেজ স্ট্রীটে যাদবপুর , কলকাতা বিশ্ববিদ্যালয় এবং SIO এর সদস্যরা রাস্তা আটকে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় । 
Image
ক্যাবের প্রতিবাদে উঠল কলম নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ নাগরিকত্ব বিল পাশ হয়ে গিয়েছে। তার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ। কোথাউ রাস্তা আটকে , রেললাইন অবরোধ করে আবার কোথাউ বিক্ষোভ দেখিয়ে চলছে নানা ভাবে প্রতিবাদ । তবে বাংলার সাহিত্যিক তথা সমালোচক শঙ্খ ঘোষ নিজের কলম চালিয়ে ক্যাব এবং নাগরিকত্বপুঞ্জির বিরুদ্ধে তিব্র প্রতিবাদ করেন । কেন্দ্রের বিরুদ্ধে সমস্ত বিরোধী দলের কথা মাথায় রেখে এমন একটি কবিতা লিখেছেন যাতে বার বার একটি সুরক্ষিত বাসস্থানের কথা উল্লেখ করা হয় ।   লেখক- শঙ্খ ঘোষ কবিতা- “আমারই হাতের স্নেহে ফুটেছিল এই গন্ধরাজ যে–‌কোনো ঘাসের গায়ে আমারই পায়ের স্মৃতি ছিল আমারই তো পাশে পাশে জেগেছিল অজয়ের জল আবারও সে নেমে গেছে আমারই চোখের ছোঁয়া নিয়ে কোণে পড়ে–‌থাকা ওই দালানে দুপুরে ভাঙা থামে আমারই নিঃশ্বাস থেকে কবুতর তুলেছিল স্বর শালবন–‌পেরনো এ খোলা মাঠে মহফিল শেষে নিথর আমারই পাশে শুয়েছিল প্রতিপদে চাঁদ। তোমাদের পায়ে পায়ে আমারও জড়ানো ছিল পা । তোমরা জানোনি তাকে , ফিরেও চাওনি তার দিকে, দুধারে তাকিয়ে দেখো , ভেঙে আছে সবগুলি সাঁকো । কোনখান
Image
৯ মাস পরে বাড়ি ফেরা নিজস্ব প্রতিবেদন, বিহারঃ দেশ জুড়ে মহিলারা সুরক্ষিত নয় । সমস্ত ক্ষেএে নারী সুরক্ষার হেল্পলাইন নম্বর থাকলেও ঠিকভাবে মহিলারা হয় না উপকৃত । আবার সমাজে নারী নির্যাতন অথবা পুড়িয়ে মারা কিংবা খুন করার ছবি পরিচিত হলেও আজও কিছু মানুষের জন্যে তারা সুরক্ষিত ।            বিভিন্ন সময় বহু মানুষদের জীবনে ঘটে যাওয়া নানা সমস্যা দূর করতে হাজির হন মালদার এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা । জামুন যাদব নামে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে বাড়ি ফিরিয়ে আনল তারাশঙ্কর চ্যারি টির সদস্যরা। জানা যায়, তিনি বিহারের জাহানাবাদ জেলার টেকুইরা গ্রামের বাসিন্দা ।          বেশ কিছুদিন ধরে মালদা জেলার হবিবপুর ব্লকের সিঙ্গাবাদ এরিয়াতে ঘুরতে দেখা যাচ্ছিলো বছর পয়এিরিশের এই মহিলাকে। এলাকার কিছু মানুষ এই সংগঠনের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে জানালে তারা এসে জামুন দেবীকে উদ্ধার করে । তারাশঙ্কর চ্যারিটির হাত ধরে বাড়ি ফেরা এবং নতুন পোশাকে সেজে ওঠেনও জামুন দেবী । পরিবারের সদস্যরা তাঁকে ৯ মাস বাদে ফিরে পেয়ে খুবই খুশি । 
Image
এনআরসির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নিজস্ব প্রতিবেদন, কামারহাটিঃ রাজ্যসভায় এনআরসি এবং সিএবি বিল পাশ হওয়ার সাথে সাথে রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে উত্তাল । তাই এনআরসি র প্রতিবাদে এরিয়া কমিটির পক্ষ থেকে উত্তর ২৪ পরগণা জেলার কামারহাটি মোড়ে সিপিএমএর কর্মীরা মিলে বিক্ষোভ দেখান । এদিনের এই বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় সরকারের দাবি না মানার হুংকারও দেওয়া হয় । কামারহাটি অতিথি আবাসনের সামনে বেশ কিছুক্ষণ চলে এই মিছিল। বিটি রোড আটকে রাস্তা জুড়ে দলীয় পতাকা নিয়ে এই প্রতিবাদ মিছিল হয় । তবে স্থাণীয় থানার পুলিশ এলে ঘটনাটি নিয়ন্ত্রণে আসে।  
Image
বাম-কংগ্রেসের যৌথ সমাবেশ নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ ট্রেড ইউনিয়নের ডাকে বাম-কংগ্রেসের যৌথ উদ্যোগে ৩০শে নভেম্বর থেকে এক লংমার্চের আয়োজন করা হয়। চিত্তরঞ্জন থেকে কলকাতা পর্যন্ত ১২ দিন ব্যাপী চলে এই মিছিল । বাম-কংগ্রেসের সকল সদস্যরা সহ দলীয় কর্মী এবং সমর্থকদের ভিড় ছিল চোখে পড়বার মত । রাষ্টায়ত্ব বাঁচানোর দাবি নিয়ে শিল্প বাঁচানোর হুংকার দেওয়া হয় এই মিছিলে। NRC এর তিব্র বিরোধিতা করা হয়। বুধবার কলকাতার রাণী রাসমণি রোডে বাম-কংগ্রেসের যৌথ সমর্থনে এক সমাবেশের আয়োজন করা হয়। রেল বেসরকারীকরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করা হয়। এদিনের এই মঞ্চ থেকে আগামী ৮ই জানুয়ারী সারা দেশ ব্যাপী বাম-কংগ্রেসের ডাকা ধর্মঘটকে সফল করার কথা ঘোষণা করা হয়।
Image
খেলার ফাঁকে মায়ের দায়িত্ব পালন স্বর্ণবী বোস , মণিপুরঃ   ভলিবল খেলার চর্চার ফাঁকে নিজের সন্তানের প্রতি দায়িত্ব পালন করলেন মিজোরামের একজন মহিলা খেলোয়াড় । সাতমাসের সন্তানকে নিয়ে মাঠে আসেন তিনি। তারপর প্র্যাকটিসের ফাঁকে তার সন্তানকে স্তন পান করালেন তিনি । সোশ্যাল মিডিয়ায় সেই মুহুর্তের ছবি পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। এখন সোশ্যাল মিডিয়া জুড়ে এই ছবি ছড়িয়ে পড়েছে দেশের বহু জায়গায় । মিজোরামের ক্রীড়া মন্ত্রী রবার্ট রোমাইয়া রয়েট এই খেলোয়াড়ের এইরূপ মাতৃ স্নেহের ছবি দেখে মুগ্ধ হয়ে পুরস্কার হিসেবে ১০ , ০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।   মিজোরামের লালভেন্টুলুয়াঙ্গিতে বাস এই খেলোয়াড়ের। তিনি মিজোরামের তুইকুম ভলিবল টিমের সদস্য। তিনি তার ভলিবল চর্চার মাঝে স্বল্প সময়ের   বিরতি নিয়ে খেলার মাঠে তার ৭ মাসের সন্তানকে স্তন পান করাচ্ছিলেন , সেই মূহূর্তটি ক্যামেরা বন্দি করে নিঙ্গলু হাঙ্ঘাল।   খুব সুন্দর একটি ক্যাপশন দিয়ে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড ও করা হয় । নিজের পেশার পাশাপাশি নিজের আপনজনদের প্রতি কর্তব্য পালনের কথা লোকে ভুলে যাচ্ছে আজ। মিজোরাম
Image
অবশেষে বাড়ি ফেরার পথ পেল পৌঢ়     অনিন্দিতা চক্রবর্তী, পোস্ট গোপালপুরঃ পথ ভোলা পথিকের অবশেষে বাড়ি ফেরা হল তারাশঙ্কর চ্যারিটির হাত ধরে। গণপিটুনির হাত থেকে বছর ৪০ এর এক মহিলাকে বাঁচানোর পর এবার মানসিক ভারসাম্যহীন এক পৌঢ়কে বাড়ি ফেরালো মালদার তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা। বেশ কিছুদিন ধরেই ভারত-বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকায় ঘুরতে দেখা যায় অখিলেশ কুমার ঝা নামে অঞ্জাত পরিচয়ের এই ব্যাক্তিকে । এলাকার বেশ কিছুজন তাঁকে ছেলেধরা বলেও বহুবার সন্দেহ করে। এই মানসিক ভারসাম্যহীন মানুষটি কারো বাড়িতে গেলে কখনও খাবার পেতো , কোথাও আবার পেতো না। মালদার এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা খবর পেয়ে এসে তাঁকে উদ্ধার করে। এবং তার কাছ থেকে তার বাড়ি সম্পর্কে জানতে পারে। তারপর হবিবপুর থানার সহযোগিতায় তার পরিবারের হাতে সঠিক তথ্যের ভিত্তিতে তুলে দেওয়া হয় । পরিবার সূএের খবর, দীপাবলির রাত থেকেই নিখোঁজ ছিল তাদের পরিবারের এই সদস্য অখিলেখ বাবু |
Image
আগরপাড়া মিলন উৎসব ২০১৯ এর চুড়ান্ত প্রস্তুতি 
Image
জেলা জুড়ে নির্বাচনের প্রস্তুতি বিশ্বদীপ নন্দী, দক্ষিণ দিনাজপুরঃ   ২০২১ এর বিধানসভা নির্বাচনের জন্যে জেলা জুড়ে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন কর্মসূচী গ্রহণের কাজ। দিদিকে বলো কর্মসূচীর পর এবার জনপ্রতিনিধিদের সাথে সরাসরি যোগাযোগ করে প্রতিটি গ্রামের উন্নয়নের ব্যাপারে খুঁটিনাটি খবর রাখতে এবার তৎপর হলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট শ্রীমতি অর্পিতা ঘোষ।   জেলার তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে সারাদিন ব্যাপী এক রাজনৈতিক কর্মশালার আয়োজন করা হয়। আগামীদিনে জেলার উন্নয়নের ক্ষেএে কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেই সব ব্যাপারে এইদিন তিনি এই কর্মশালায় সকলের সাথে খোলাখুলি আলোচনাও করেন ।   সেখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন cwc র চেয়ারম্যান ও জেলার কার্যকরী সভাপতি শ্রী   দেবাশিস মজুমদার মহাশয় ও দক্ষিণ দিনাজপুর জেলার জেলা প্রধান , গ্রাম পঞ্চায়েত প্রধান প্রমুখ এবং বহু দলীয় কর্মীরা।
Image
খড়গপুর পরিদর্শনে রাজ্যের পরিবহন মন্ত্রী সুব্রত মাইতি, খড়গপুরঃ খড়গপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনের পর এলাকার উন্নয়নে তৎপর হলেন খড়গপুর বিধানসভার জয়ী প্রার্থী প্রদ্বীপ সরকার। নির্বাচনের ফল প্রকাশের পরেই খড়গপুর পরিদর্শনে আসেন রাজ্যের পরিবহন তথা সেচ ও জল সম্পদ মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রদ্বীপ সরকার।
Image
বিশ্ব এইডস দিবস  বিশ্বদীপ নন্দী, দক্ষিণ দিনাজপুরঃ আজ পয়লা ডিসেম্বর । সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বিশ্ব এইডস দিবস। সেই রকমই দক্ষিণ দিনাজপুর জেলাতেও জেলার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে পালিত হচ্ছে এই দিনটি ।   আজ সকাল থেকেই জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এক বর্নাঢ্য শোভাযাএার মাধ্যমে এইদিনটি উৎযাপন করা হয়। এই শোভাযাএায় জেলার সিএমওএইচ-২ কিশলয় দত্ত , জেলা স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন   আধিকারিক ও বালুরঘাট হাসপাতালের ট্রেনি নার্স ও   আইপিপি নার্সরাও উপস্থিত ছিলেন।   এই শোভাযাএাটি দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে থেকে শুরু হয়ে বালুরঘাট শহর প্রদক্ষিণ   করে আবার   দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে এসে শেষ হয়। এই দিনের এই শোভাযাএার মধ্য দিয়ে এইড সম্পর্কে প্রচারও করা হয় ।
Image
কংগ্রসের প্রতিবাদী পদযাত্রা নিজস্ব প্রতিবেদন, মোহনপুরঃ শিউলি ব্লক কংগ্রেস ও বারাকপুর গ্রামীন এরিয়া (বাম) কমিটির যৌথ উদ্যোগে NRC, ধর্মীয় বিভাজন, দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে ও সারা দেশে মহিলা নিরাপত্তা সুনিশ্চিত করতে ১০ কি. মি. র ব্যাপী" প্রতিবাদী - পদ যাত্রার আয়োজন করা হয় । এদিনের  এই পদযাত্রায় প্রায় ৫০০ সংগ্রামী কর্মীরা মিলিত  হন।
আপাতত শীতের দেখা নেই মনোজ দাস , কলকাতাঃ ডিসেম্বর মাস শুরু হয়ে গেলেও শীত আসবে যে কবে সেই নিয়েই এখন চিন্তীন্ত শহরবাসী । সকালে আকাশ কুয়াশায় আচ্ছাদিত থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাতাসের উষ্ণতার পরিমাণও ক্রমশ বাড়তে থাকে । আলিপুর আবহাওয়া সূত্রের খবর, আজকের অন্যান্য দিনের  চেয়ে আকাশ সারাদিন যথেষ্ট পরিষ্কার ছিল। আজকের সর্বোচ্চ তাপমাত্রা  ২৮•৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক চেয়ে ১ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫•১  ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক চেয়ে ৩ ডিগ্রী বেশি। বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ রয়েছে ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ রয়েছে শতাংশ । শীত আসতে আরও কিছুদিন সময় লাগবে বলে আলিপুর আবহাওয়া সূত্রে জানানো হয়েছে। 
Image
শরৎের গানে বিজয়া উৎযাপন  দীপঙ্কর দত্ত, শরৎচন্দ্র বাসভবনঃ পূজো  চলে গেলেও তার আমেজ কিন্তু এখনও যায়নি। সেই রকমই পূজোর আমেজ নিয়ে দোলন চাঁপা ফাউন্ডেশনের উদ্যোগে কলকাতায় শরৎচন্দ্র বাসভবনে অনুষ্ঠিত হল শারদীয়া সাংস্কৃতিক উৎসব । বড়দের প্রণাম এবং ছোটদের আশীর্বাদ । এটা আমরা রীতি অনুযায়ী মেনে চলি । সেই রকম ভাবেই বাচ্চা থেকে বয়স্ক সকলকে নিয়ে পূজোর গানে সুরে জমে উঠেছিল এই অনুষ্ঠান । কাজী নজরুলের লেখা বিভিন্ন গান নিয়ে সেজে উঠেছিল এদিনের এই সাংস্কৃতিক মহল । পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে খ্যাতনামা বহু সংগীত শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ।
Image
কাদিহাটিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ নিজস্ব প্রতিবেদন, দমদমঃ রাস্তার বেহাল দশা নিয়ে পোস্টার লাগানোকে কেন্দ্র করে বচসা। তার জেরেই এলাকায় তৃণমূল বিজেপি সংঘর্ষের সৃষ্টি হয় । ঘটনাটি ঘটেছে দমদম   পৌরসভার অন্তর্গত নারায়ণ পুর কাদিহাটি এলাকায় । ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রণব কুমার রায়ের বিরুদ্ধে এলাকার বিজেপি কর্মীদের ওপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে। এমনকি তিনি দলীয় কর্মীদের নিয়ে বিজেপির লোকেদের ওপর মারধর চালান বলে অভিযোগও ওঠে ।       এদিন সকাল বেলা এলাকা সংলগ্ন রাস্তা সংস্কারের দাবিতে দেওয়ালে দেওয়ালে পোষ্টার লাগালে গেলে বাঁধা দেয় তৃণমূল কর্মীরা । কিছুক্ষণের মধ্যে একদল লোক হইহই করতে করতে ছুটে আসে। এবং বাঁশ লাঠি যে যা পেয়েছে তাই দিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় । এমনকি বিজেপি কর্মীদের বিরুদ্ধে লঙ্কার গুড়ো ছেটানোর অভিযোগও কিন্তু ওঠে ।
Image
“দোষীদের শাস্তি চাই” নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ দিল্লির নির্ভয়া কান্ডের পর হায়দ্রাবাদ এবং কালিঘাটে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। তারই প্রতিবাদে শনিবার হিন্দ প্রেক্ষাগৃহের সামনে পশ্চিমবঙ্গ রাজ্য ছাএ পরিষদের সভাপতি সৌরভ প্রসাদের নেতৃত্বে রাস্তায় বিক্ষোভ দেখান হয় । পথ আটকে দীর্ঘক্ষণ ধরে চলে এই বিক্ষোভ । হায়দ্রাবাদের এক পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেডডিকে নৃশংসভাবে ধর্ষণ করে পুড়িয়ে মারা এ বং   কালিঘাটের দুই নাবালিকাকে ধর্ষণ করা নিয়ে দেশ জুড়ে উঠছে তুমুল প্রতিবাদের ঝড়। বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর , রাষ্ট্রপিতা জাতির জনক মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে কে দেশভক্ত বলে যে মন্তব্য করেছেন তার   প্রতিবাদে প্রজ্ঞা ঠাকুরের কুশপুতুল জ্বালিয়ে দেওয়া হয় । এই প্রতিবাদ বিক্ষোভের মাধ্যমে বার বার অবিলম্বে দোষীদের শাস্তি এবং রাজ্য ও কেন্দ্র সরকারের নারী সুরক্ষায় ব্যর্থতার জন্য অবিলম্বে পদত্যাগ চাই বলে দাবি জানানো হয় ।