ডিটেকশন ক্যাম্প ঘিরে বিক্ষোভ
মনোজ দাস, নিউটাউন, রাজারহাটঃ কেন্দ্রের প্রস্তাবিত নাগরিকত্ব সংশোধনী বিল এবং এই নিয়ে ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে পথে নামলো বামফ্রন্ট । রাজারহাট এবং বনগাঁয় NRC এবং CAB ডিটেকশন ক্যাম্পের জন্যে রাজ্য সরকারকে জমি দখল করে দেওয়া হবে না । এই দাবি নিয়ে আজ রাজারহাট নিউটাউনে ডিটেকশন ক্যাম্পের জমির বিরুদ্ধে হিডকো অফিসের সামনে জমায়েত করে উত্তর ২৪ পরগনা জেলার সিপিএম সমর্থনকারীরা। হিডকোর চেয়ারম্যানকে সনদ পেশের আর্জিও জানানো হয়। এদিন সিপিএমের বিধায়ক সুজন চক্রোবর্তীর নেতৃত্বে রাজারহাট আকাক্ষা মোড় থেকে হিডকোয় ডিটেকশন ক্যাম্প পর্যন্ত এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় । এই মিছিলে উপস্থিত ছিলেন সাংসদ মানস মুখার্জী , এবং ১৭ জন দলীয় নেতারা ।




Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

বিরাটি সমন্বয়ের ডাকে প্রতীকী অনশন মঞ্চ