বাম-কংগ্রেসের যৌথ সমাবেশ
নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ ট্রেড ইউনিয়নের ডাকে বাম-কংগ্রেসের যৌথ উদ্যোগে ৩০শে নভেম্বর থেকে এক লংমার্চের আয়োজন করা হয়। চিত্তরঞ্জন থেকে কলকাতা পর্যন্ত ১২ দিন ব্যাপী চলে এই মিছিল । বাম-কংগ্রেসের সকল সদস্যরা সহ দলীয় কর্মী এবং সমর্থকদের ভিড় ছিল চোখে পড়বার মত । রাষ্টায়ত্ব বাঁচানোর দাবি নিয়ে শিল্প বাঁচানোর হুংকার দেওয়া হয় এই মিছিলে। NRC এর তিব্র বিরোধিতা করা হয়।
বুধবার কলকাতার রাণী রাসমণি রোডে বাম-কংগ্রেসের যৌথ সমর্থনে এক সমাবেশের আয়োজন করা হয়। রেল বেসরকারীকরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করা হয়। এদিনের এই মঞ্চ থেকে আগামী ৮ই জানুয়ারী সারা দেশ ব্যাপী বাম-কংগ্রেসের ডাকা ধর্মঘটকে সফল করার কথা ঘোষণা করা হয়।




Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো