বাম-কংগ্রেসের
যৌথ সমাবেশ
নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ ট্রেড ইউনিয়নের
ডাকে বাম-কংগ্রেসের যৌথ উদ্যোগে ৩০শে নভেম্বর থেকে এক লংমার্চের আয়োজন করা হয়।
চিত্তরঞ্জন থেকে কলকাতা পর্যন্ত ১২ দিন ব্যাপী চলে এই মিছিল । বাম-কংগ্রেসের সকল
সদস্যরা সহ দলীয় কর্মী এবং সমর্থকদের ভিড় ছিল চোখে পড়বার মত । রাষ্টায়ত্ব বাঁচানোর
দাবি নিয়ে শিল্প বাঁচানোর হুংকার দেওয়া হয় এই মিছিলে। NRC এর তিব্র বিরোধিতা করা হয়।
বুধবার কলকাতার রাণী রাসমণি রোডে
বাম-কংগ্রেসের যৌথ সমর্থনে এক সমাবেশের আয়োজন করা হয়। রেল বেসরকারীকরণের বিরুদ্ধে
তীব্র প্রতিবাদ করা হয়। এদিনের এই মঞ্চ থেকে আগামী ৮ই জানুয়ারী সারা দেশ ব্যাপী
বাম-কংগ্রেসের ডাকা ধর্মঘটকে সফল করার কথা ঘোষণা করা হয়।
Comments
Post a Comment